Responsive Ad Slot




সারাদেশ

সারাদেশ

বিমানে বউয়ের সাথে ঝগড়া করে মার খেলেন ফ্রান্সের প্রেসিডেন্ট

Monday, May 26, 2025

/ by Gono Zamin



ফ্রান্সের প্রেসিডেন্ট প্রকাশ্যে স্ত্রীর হাতে মার খেলেন। সামাজিক মাধ্যমে দাবানলের মতো ছড়িয়ে পড়ে ছড়িয়ে পড়েছে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁকে প্রকাশ্যে ধাক্কা মেরেছেন তার স্ত্রী এমন একটি ভিডিও। ধাক্কা মারার দৃশ্য ধারা পড়ছে বার্তাসংস্থা এপির ক্যামেরায় ধরা পড়েছে এমন ঘটনা।

এপির ধারণ করা ভিডিওতে দেখা যাচ্ছে, বিমানবন্দরে অবতরণ করার পর তার বিমানের দরজা খোলা হয়েছে। ওই সময় হঠাৎ করেই ম্যাঁক্রোর মুখে দুই হাত দিয়ে সজোরে ধাক্কা মারেন তার স্ত্রী ব্রিগিট্টি ম্যাঁক্রো। এতে কিছুটা বিব্রত হয়ে যান প্রেসিডেন্ট ম্যাঁক্রো। তবে কয়েক মুহূর্তের মধ্যে নিজেকে সামলে নেন তিনি। এরপর বাইরে অপেক্ষমান কর্মকর্তাদের উদ্দেশ্যে হাত নাড়েন তিনি।

ম্যাঁক্রোর দপ্তর এসব ছবির সত্যতাকে প্রথমে উড়িয়ে দিয়েছিল। তারা বলেছিল এগুলো এডিট করা। তবে পরবর্তীতে জানা যায়, ম্যাঁক্রোর স্ত্রী যে তাকে ধাক্কা মেরেছেন সেটি সত্যি তথ্য।

পরবর্তীতে ম্যাঁক্রোর এক ঘনিষ্ঠ সহযোগী জানান, প্রেসিডেন্ট ও তার স্ত্রীর মধ্যে সামান্য ‘ঝগড়া’ হয়েছে। তবে এতে কেউ হতাহত হননি।

ম্যাক্রোঁর বহরে থাকা এক কর্মকর্তা জানিয়েছেন, প্রেসিডেন্ট ও তার স্ত্রী একে-অপরের সঙ্গে মজা করছিলেন।

Newer Post পরবর্তী সংবাদ Older Post Home

No comments

Post a Comment

Don't Miss
© all rights reserved
made with গণজমিন মিডিয়া লিমিটেড ২০২৪