Responsive Ad Slot




Showing posts with label অর্থনীতি. Show all posts
Showing posts with label অর্থনীতি. Show all posts

কাল শুরু আসিয়ান শীর্ষ সম্মেলন; বাংলাদেশের সদস্যপদ নিয়ে অনিশ্চয়তা

No comments

Sunday, May 25, 2025

মার্কিন শুল্কারোপ, মিয়ানমার সংঘাত নিয়ে সোমবার মালয়েশিয়ায় শুরু হচ্ছে ৪৬তম আসিয়ান শীর্ষ সম্মেলন

কুয়ালালামপুরে আসিয়ান এবং জিসিসির মধ্যে দ্বিতীয় শীর্ষ সম্মেলনের পাশাপাশি জিসিসি এবং চীনের সাথে উদ্বোধনী যৌথ শীর্ষ সম্মেলনও অনুষ্ঠিত হয়। 


সোমবার মালয়েশিয়া দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলির সংগঠন (আসিয়ান) এর ৪৬তম শীর্ষ সম্মেলন আয়োজন করতে চলেছে, যেখানে ব্লকের নেতারা অসংখ্য আঞ্চলিক ও বৈশ্বিক বিষয় নিয়ে আলোচনা করতে প্রস্তুত, বিশেষ করে মার্কিন "পারস্পরিক" শুল্ক, মিয়ানমারের সংঘাত এবং দক্ষিণ চীন সাগরে সামুদ্রিক বিরোধ।

"অন্তর্ভুক্তি এবং স্থায়িত্ব" বিষয়বস্তু নিয়ে দুই দিনের এই শীর্ষ সম্মেলন দক্ষিণ-পূর্ব এশীয় ব্লক এবং উপসাগরীয় সহযোগিতা পরিষদ (GCC) এর মধ্যে দ্বিতীয় শীর্ষ সম্মেলনের পাশাপাশি কুয়ালালামপুরে GCC এবং চীনের সাথে উদ্বোধনী যৌথ শীর্ষ সম্মেলনের সাথে মিলে যায়।

ব্লকের ১০টি সদস্য রাষ্ট্র অর্থনৈতিক সহযোগিতা, নিরাপত্তা এবং টেকসই উন্নয়ন সহ গুরুত্বপূর্ণ আঞ্চলিক বিষয়গুলি নিয়েও আলোচনা করবে।

নিরাপত্তা নিশ্চিত করতে বিমানবন্দর, হোটেল এবং কনভেনশন সেন্টারে ৬,০০০ এরও বেশি পুলিশ কর্মকর্তা মোতায়েন করা হয়েছে।

আসিয়ান সচিবালয়ের এক বিবৃতি অনুসারে, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম, ঘূর্ণায়মান চেয়ার হিসেবে, শীর্ষ সম্মেলনে সভাপতিত্ব করবেন।

মালয় মেইলের প্রতিবেদন অনুযায়ী, শীর্ষ সম্মেলনের আগে ভাষণ দিতে গিয়ে আনোয়ার বলেন, বৈঠকে আন্তঃআসিয়ান সহযোগিতা বৃদ্ধি, আঞ্চলিক অর্থনৈতিক স্বার্থ বৃদ্ধি এবং বিনিয়োগ উদ্যোগের প্রচারের উপর আলোকপাত করা হবে।

তিনি বলেন, আসিয়ান তাদের আর্থিক তহবিল গঠন এবং আঞ্চলিক আর্থিক নিরাপত্তা বৃদ্ধির ধারণা পুনরুজ্জীবিত করতে শুরু করেছে।

এর পরে মঙ্গলবার চীনা প্রধানমন্ত্রী লি কিয়াং এবং বাহরাইন, কুয়েত, ওমান, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের সমন্বয়ে গঠিত জিসিসির নেতাদের সাথে একটি শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে।

বুধবার চীন-আসিয়ান মুক্ত বাণিজ্য এলাকার ৩.০ সংস্করণ নিয়ে বেইজিং এবং আসিয়ান আলোচনা শেষ করেছে।

ব্লকের সদস্য দেশগুলি ১০% থেকে ৪৯% পর্যন্ত মার্কিন শুল্কের দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছে, যদিও রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প গত মাসে জরিমানা ৯০ দিনের জন্য স্থগিতাদেশ ঘোষণা করেছিলেন, যার ফলে আসিয়ান দেশগুলি ওয়াশিংটনের সাথে দ্রুত আলোচনা শুরু করতে বাধ্য হয়েছিল।

আসিয়ান হল ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, লাওস, ব্রুনাই, থাইল্যান্ড, মায়ানমার, ফিলিপাইন, কম্বোডিয়া, সিঙ্গাপুর এবং মালয়েশিয়া নিয়ে গঠিত একটি আন্তর্জাতিক আন্তঃসরকারি সংস্থা।

মালয়েশিয়া ২০২৫ সালে আসিয়ানের ঘূর্ণায়মান চেয়ারম্যান পদ গ্রহণ করে।

মানবিক সাহায্যের প্রবেশাধিকার এবং আলোচনার আহ্বান জানিয়ে আসিয়ান ব্লকের শান্তি পরিকল্পনা মেনে চলতে সেনাবাহিনী অস্বীকৃতি জানানোর পর মিয়ানমারের জান্তা প্রধান মিন অং হ্লাইংকে আসিয়ানের বৈঠক থেকে নিষিদ্ধ করা হয়েছে।

জি-২০ এর আদ্যেপান্ত

No comments

Monday, September 11, 2023

নিজস্ব প্রতিবেদন : গণজমিন 
তথ্যসূত্র : অনলাইন, উইকিপিডিয়া

জি-২০ এর আদ্যেপান্ত
ভারতের রাজধানী নয়াদিল্লিতে ২০২৩ সালের ‘জি-২০ শীর্ষ সম্মেলন’

জি-২০ এর পূর্ণরূপ :

 গ্রুপ অব টোয়েনটি ফিন্যানস মিনিস্টারস অ্যান্ড সেন্টাল ব্যাংক গভর্নরস ( জি-২০, গ্রুপ অব   টোয়েনটি ) ।

জি-২০ এর জন্ম ও ইতিহাস : 

বিশ্বের অর্থনৈতিক সংকটের পরিপ্রেক্ষিতে ১৯৯৯ সালে গঠিত হয়েছিল গ্রুপ অব টোয়েনটি বা জি-২০। এটি মূলত বিভন্ন রাষ্টের অর্থমন্ত্রী এবং কেন্দ্রীয় ব্যােঙ্কের গভর্নরদের একটি সভা ছিল। সভার লক্ষ ছিল, বৈশিক অর্থনৈতিক ও আর্থিক সঙ্কট সমাধানের জন্য কার্যকরী নীতিমালা রচনা।

 বর্তমানে এই ফোরামের শীর্ষ সম্মেলনে প্রতিটি সদস্য দেশের রাষ্টপ্রধান, অর্থমন্ত্রী, বিদেশমন্ত্রী, এবং অন্যান্য উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা অংশ নিয়ে থাকেন। এর পাশাপাশি, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা এবং বেসরকারি সংস্থাকেও এই সম্মেলনে অংগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়।

কানাডার সাবেক অর্থমন্ত্রী পলমার্টিন প্রথম জি- ২০ গঠনের প্রস্তাব করেন। ২০০৯ সালের ২৫ সেপ্টেম্বরে জি-২০ এর নেতারা ঘোষণা দেন যে, জি-৮ কে জি-২০ অদূর ভবিষ্যতে প্রতিস্থাপন করবেন। ২০১১ সাল থেকে জি-২০ এর বার্ষিক সম্মেলন নিয়মিত অনুষ্ঠিত হয়ে আসছে।

জি-২০ এর সদস্য সংখ্যা : 

গ্রুপের সদস্য ১৯ টি দেশ এবং ইউরোপীয় ইউনিয়ন। ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট এবং ইউরোপীয়ান সেন্ট্রাল ব্যাংক ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিত্ব করেন। সমষ্টি গত ভাবে জি-২০ এর অন্তরর্ভুক্ত দেশ সমূহ পৃথিবীর মোট জাতীয় উৎপাদনের ৮৫%, বিশ্ববণিজ্যের ৮০%, এবং বিশ্বের প্রায় দুই-তৃতীয়াংশ জনসংখ্যা গঠন করে। 

বর্তমান সদস্য : 

২০২৩ সালের হিসেবে এই গ্রুপের সদস্য সংখ্যা ২০ দেশ ( আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, ব্রাজিল, ইউরোপীয় ইউনিয়ন, কানাডা, চীন, ফ্রান্স, জার্মানি, ভারত, ইন্দোনেশিয়া, ইতালি, জাপান, মেক্সিকো, রাশিয়া, সৌদি আরব, দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ কোরিয়া, তুরষ্ক, যুক্তরাজ্য, এবং মার্কিন যুক্তরাষ্ট। স্পেন এই স্থায়ী আমন্ত্রিতঅতিথি।

পদের আবর্তন : 

কোন সদস্যকে নিদিষ্ট বছরের জন্য জি-২০ নেতাদের বৈঠকে সভাপতিত্বের দায়িত্ব দেওয়া হবে তা নির্ধারণ করতে, ১৯ টি সার্বভৌম দেশকে সর্বোচ্চ চার সদস্যের পাঁচটি ভিন্ন ভিন্ন গ্রুপে বিভক্ত করা হয়। 

পদের আবর্তন :

গ্রুপ ১ :

  অস্ট্রেলিয়া,   কানাডা,  সৌদি আরব,  মার্কিন যুক্তরাষ্ট, 

গ্রুপ ২ :

   ভারত  রাশিয়া,   দক্ষিণ আফ্রিকা,  তুরষ্ক, 

গ্রুপ ৩ :

  আর্জেন্টিনা,   ব্রাজিল,    মেক্সিকো,

 গ্রুপ ৪ : 

  ফ্রান্স,  জার্মানি,  ইতালি,   যুক্তরাজ্য,

 গ্রুপ ৫ :

   চীন,    ইন্দোনেশিয়া,   জাপান,   দক্ষিণ কোরিয়া,


জি-২০ দেশের পদের আবর্তন 

বাড়ছেই যমুনার পানি, ৩ হাজারের বেশি মানুষ পানিবন্দী জামালপুরে

No comments

Friday, September 1, 2023

 

 ছবি : অনলাইন

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও বর্ষণে জামালপুরে যমুনা নদীর পানি ধীরগতিতে বাড়ছে। ইতিমধ্যে ৩টি উপজেলার ১৭টি ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে তিন হাজারের বেশি মানুষ পানিবন্দী হয়ে পড়েছে।

আজ শুক্রবার সকাল ১০টার দিকে যমুনা নদীর বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে ৭ সেন্টিমিটার পানি বেড়ে বিপৎসীমার ২৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। নদীর পানি বাড়ায় ফসলি জমি তলিয়ে গেছে।

যমুনা নদীর তীরবর্তী জামালপুরের ইসলামপুর উপজেলার চিনাডুলী, পাথর্শী, সাপধরী, বেলগাছা, কুলকান্দি, নোয়ারপাড়া; দেওয়ানগঞ্জ উপজেলার চিজাকাজানী, চুকাইবাড়ী, বাহাদুরাবাদ ও পৌরসভার আংশিক, মাদারগঞ্জ উপজেলার চরপাকেরদহ, জোড়খালী, বালিজুড়ী, মেলান্দহ উপজেলার ঘোষেরপাড়া, ঝাউগড়া, কুলিয়া, নাংলা ও আদ্রা ইউনিয়নের নিচু এলাকা প্লাবিত হয়েছে। গত রোববার থেকে পানি অব্যাহতভাবে বেড়ে যাওয়ায় বন্যার আশঙ্কা করছেন এসব অঞ্চলের হাজারো মানুষ।

যমুনার পানি বুধবার বিকেল থেকে লোকালয়ে ঢুকতে শুরু করে বলে জানিয়েছেন পানিবন্দী কয়েকজন। তাঁদের ভাষ্য, দেওয়ানগঞ্জ উপজেলার চুকাইবাড়ী ও বাহাদুরাবাদ ইউনিয়নের বিভিন্ন চরাঞ্চলের বেশ কিছু পরিবার গবাদিপশু নিয়ে রেলওয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় নিয়েছে। নদীবেষ্টিত এলাকার বেশির ভাগ বাড়িতেই এখন পানি। বাড়ির আঙিনা ও রাস্তায় হাঁটুসমান পানি। এরই মধ্যে কেউ কেউ উঁচু স্থানে গবাদিপশু নিয়ে রেখেছেন। এতে দুর্ভোগের মধ্যে পড়েছে এসব অঞ্চলের মানুষ। ইতিমধ্যে চরাঞ্চলের লোকজন আশ্রয়কেন্দ্রসহ বিভিন্ন জায়গায় আশ্রয় নিতে শুরু করেছেন।

ইসলামপুর উপজেলার চিনাডুলী ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য মো.জহুরুল ইসলাম বলেন, পুরো ইউনিয়ন যমুনাতীরবর্তী। এর ফলে বেশির ভাগ ইউনিয়ন বন্যাকবলিত হয়ে পড়েছে। ইউনিয়নে বর্তমানে প্রায় দুই হাজার মানুষ পানিবন্দী। বেশির ভাগ ফসলি জমি পানির নিচে তলিয়ে গেছে। গবাদিপশুর খাদ্যসংকট দেখা দিয়েছে। এসব অঞ্চলের মানুষ একদম হতদরিদ্র। পানিবন্দী হয়ে পড়ায় কোনো রোজগার নেই। এসব এলাকায় এখন পর্যাপ্ত ত্রাণসামগ্রী প্রয়োজন।



Don't Miss
© all rights reserved
made with গণজমিন মিডিয়া লিমিটেড ২০২৪