Responsive Ad Slot




সারাদেশ

সারাদেশ

আয়মান-মুনজেরিন বিয়ে করছেন

Sunday, September 17, 2023

/ by Gono Zamin

 নিজস্ব প্রতিবেদন : গণজমিন

মুনজেরিন ও আয়মান। ছবি : সংগৃহীত

‘১০ মিনিট স্কুলে'-এর প্রতিষ্ঠাতা আয়মান সাদিক বিয়ে করছেন একই প্রতিষ্ঠানের ইংরেজি শিক্ষিকা মুনজেরিন শহীদকে।

শুক্রবার জুমার নামাজের পর রাজধানীর মিরপুর ডিওএইচএসের মসজিদে পরিবারের সদস্যদের উপস্থিতিতে তাদের বিয়ে সম্পন্ন হয়েছে।


সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া একটি কার্ডে দেখা যায়, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল তায়েবুর রহমান ও শারমিন আক্তারের পুত্র আয়মান সাদিক এবং শহীদ উদ্দিন আহমেদ চৌধুরী ও মনোয়ারা শহীদের কন্যা মুনজেরিন শহীদের বিবাহোত্তর সংবর্ধনার কথা রয়েছে।


আয়মান সাদিক এর জন্ম কুমিল্লায় এবং মুনজেরিন শহীদের জন্ম চট্টগ্রামে।


আয়মান সাদিক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ’র ছাত্র এবং মুনজেরিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে স্নাতকোত্তরে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অর্জন করেছিলেন।


এখন তিনি বিশ্বের অন্যতম সেরা শিক্ষাপ্রতিষ্ঠান অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে শতভাগ বৃত্তি নিয়ে ইংরেজিতে দ্বিতীয় স্নাতকোত্তর করছেন।

Newer Post পরবর্তী সংবাদ Older Post Home

No comments

Post a Comment

Don't Miss
© all rights reserved
made with গণজমিন মিডিয়া লিমিটেড ২০২৪