Responsive Ad Slot




Showing posts with label বিনোদন. Show all posts
Showing posts with label বিনোদন. Show all posts

রাফসান দ্যা ছোট ভাইয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

No comments

Thursday, June 13, 2024

 



রাফসান দ্য ছোট ভাই’খ্যাত জনপ্রিয় ইউটিউবার ইফতেখার রাফসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন বিশুদ্ধ খাদ্য আদালতের বিচারক আলাউল আকবর।

 ‘ব্লু ’ পানীয়টি অনুমোদনহীন হওয়ায় বিশুদ্ধ খাদ্য আদালতে আবেদন করেন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের খাদ্য পরিদর্শক মো. কামরুল হোসেন। আবেদনে তিনি বলেন, ‘ব্লু’-এর কোনো অনুমোদন নেই। এমনকি ওষুধ প্রশাসনও জানে না এসব ওষুধ না পানীয়।

 গত ২৪ এপ্রিল ‘ব্লু ’ ড্রিংকসের অননুমোদিত একটি কারখানায় অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। ভিত্তিতে কুমিল্লা বিসিক এলাকায় অবস্থিত কারখানাটিতে অভিযান চালান জেলা প্রশাসন ও বিএসটিআইয়ের ভ্রাম্যমাণ আদালত। 

এ সময় প্রতিষ্ঠানটিকে নিবন্ধন ব্যতীত ইলেক্ট্রোলাইট ড্রিংক পণ্য প্রস্তুত, মোড়কজাত ও বাজারজাত করায় ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

কোকাকোলার বিজ্ঞাপনের সাথে নাটক বয়কট না করার আহ্বান :কাজল আরেফিনের

No comments

Wednesday, June 12, 2024

 



ব্যাচেলর পয়েন্টখ্যাত  শরাফ আহমেদ জীবন এবং শিমুল শর্মার কোমল পানীয় কোকাকোলার বিজ্ঞাপনে কাজ করা নিয়ে অনলাইন-অফলাইনে চলছে ব্যাপক সমালোচনা।  সমালোচনায় এসেছে ব্যাচেলর পয়েন্ট এবং ফিমেল নাটকের নির্মাতা কাজল আরেফিন অমির নামও।

অনেকে ফিম্যাল-৪ বয়কটের ডাক দিয়েছে , এসব বিষয়ে মঙ্গলবার বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যমে মন্তব্য করেছেন , বিজ্ঞাপনটিতে তার সঙ্গে নিয়মিত কাজ করা কয়েকজন শিল্পী কাজ করেছেন। তবে এরসঙ্গে তার কোনো যোগসূত্র নেই। দর্শকদের এ নিয়ে বিভ্রান্ত না হওয়ারও আহ্বান জানিয়েছেন তিনি।

ফেসবুকে  তিনি লিখেছেন, মানবতা ও বিবেক এ দুটি বিষয় একজন মানুষকে পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তোলে।  আমি সব সময় চেষ্টা করি আমার কাজের মাধ্যমে মানবতা এবং বিবেককে জাগ্রত রাখতে। আমি সব সময় চেষ্টা করি সাধারণ মানুষের হয়ে কথা বলতে। 

সাধারণ মানুষের জীবনের ছোট-ছোট  বিষয় তুলে ধরতে আমার কাজের মাধ্যমে। তারই ধারাবাহিকতায় আমি বানিয়েছিলাম বিদেশ, কিডনি, দই, শেষমেশ এবং আপনাদের ভালোবাসায় আজকে আমি এখানে। আমি আবেগ আপ্লুত এবং কৃতজ্ঞ আপনাদের প্রতি।

তিনি বলেন, একটি বিজ্ঞাপনের সঙ্গে সম্পৃক্ত থাকে একটি এজেন্সি, কোম্পানি এবং বিজ্ঞাপন নির্মাতা। গতকাল থেকে যে বিজ্ঞাপনের ইস্যু নিয়ে আমার দর্শক, আমার পরিবার ও দেশবাসী বিভিন্ন প্রতিক্রিয়া জানাচ্ছেন। আমি সবার কাছে একটি বিষয় পরিষ্কার করতে চাই যে, উক্ত বিজ্ঞাপনের সঙ্গে আমি কোনোভাবেই সম্পৃক্ত নই। আমি একজন পরিচালক।

 কোনো অভিনেতা-অভিনেত্রী যখন আমার প্রজেক্টে কাজ করতে আসে আমি শুধুমাত্র তাদের ডিরেকশন দেই। তাদের ব্যক্তিগত জীবন, তাদের কাজ, তাদের পথ চলা- এর কোনো কিছুর সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। অবশ্যই তারা আমার টিম মেম্বার, কিন্তু সেটা শুধুমাত্র যখন তারা আমার কাজ করবে তখন। এর বাইরে তাদের ব্যক্তিগত জীবন আছে।

ফিম্যাল-৪ নাটকটি দেখার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আপনারা যারা তাদের (অভিনেতা) ওপর অভিমান করে বলছেন, আমাদের কষ্টে বানানো ফিমেল-৪ দেখবেন না, অভিমান করে বলছেন, আমরা বয়কট করছি ফিমেল ৪। আপনারা নিশ্চয়ই পরিবারের একজন ভুল করলে সেই পরিবারের অন্য সদস্যদের শাস্তি দিবেন না।

 আমরা যারা একসঙ্গে কাজ করি আমরা সবাই একই পরিবারের সদস্য। আমাদের পরিবারের কেউ ভুল করে থাকলে, সে তার ভুল বুঝতে পারে এবং সে যদি ক্ষমাপ্রার্থী হয়, অবশ্যই আমরা চাইবো তাকে যেন দেশবাসী এবং সাধারণ মানুষ ক্ষমা করে দেয়।

বাংলাদেশের দুই সিনেমা দক্ষিণ এশিয়ার শীর্ষ দশে

No comments

Thursday, January 25, 2024

বিশ্ব চলচ্চিত্র

২০২৩ সালে মুক্তি পাওয়া সিনেমা থেকে সেরা ২০ সিনেমার একটি তালিকা তৈরি করেছে ভারতীয় সংবাদমাধ্যম মিড ডে।


১ / ১০ 

তালিকায় ১ নম্বরে রয়েছে ভুটানের সিনেমা ‘দ্য মঙ্ক অ্যান্ড দ্য গান’। সিনেমাটি অস্কারের সংক্ষিপ্ত তালিকায় ছিল। ভুটানের প্রথম গণতন্ত্র প্রতিষ্ঠা ও একটি ঐতিহাসিক বন্দুক উদ্ধারের গল্প নিয়ে এগিয়েছে সিনেমার গল্প।

তালিকায় ১ নম্বরে রয়েছে ভুটানের সিনেমা ‘দ্য মঙ্ক অ্যান্ড দ্য গান’। 
ছবি: আইএমডিবি
২ / ১০ 

ভারতের তথ্যচিত্র ‘টু কিল আ টাইগার’ এ তালিকায় ২ নম্বরে রয়েছে। ঝাড়খন্ডের এক গরিব কৃষকের মেয়ে যৌন নির্যাতনের শিকার হয়। সেই ঘটনার ন্যায়বিচার নিয়েই এর মানবিক গল্প। এটি অস্কারেও প্রতিযোগিতা করছে।

ভারতের তথ্যচিত্র ‘টু কিল আ টাইগার’ এ তালিকায় ২ নম্বরে রয়েছে।
ছবি: আইএমডিবি

৩ / ১০ 

পাকিস্তানের সিনেমা ‘ইন ফ্ল্যামেস’ এ তালিকায় ৩ নম্বরে রয়েছে। সিনেমাটি পরিচালনা করেছেন জারাহ খান। সিনেমাটি কান চলচ্চিত্র উৎসবের ডিরেক্টরস ফোর্ট নাইটে জায়গা পেয়েছিল।

পাকিস্তানের সিনেমা ‘ইন ফ্ল্যামেস’ এ তালিকায় ৩ নম্বরে রয়েছে।
ছবি: আইএমডিবি

৪ / ১০ 
দীপা মেহতা ও সিরাত তানিজার যৌথভাবে পরিচালিত পাকিস্তানের সিনেমা ‘আই অ্যাম সিরাত’–এর গল্প এক ট্রান্সজেন্ডারকে কেন্দ্র করে। পরিচালক সিরাত নিজেই এখানে চরিত্র। সিনেমাটি লন্ডন উৎসবে প্রতিযোগিতা করেছিল।

দীপা মেহতা ও সিরাত তানিজার যৌথভাবে পরিচালিত পাকিস্তানের সিনেমা ‘আই অ্যাম সিরাত’–এর গল্প এক ট্রান্সজেন্ডারকে কেন্দ্র করে।
ছবি: আইএমডিবি

৫ / ১০ 

মোস্তফা সরয়ার ফারুকীর সিনেমা ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’ রয়েছে তালিকায় ৫ নম্বরে। চরকিতে সিনেমাটি দেখা যাচ্ছে। সিনেমাটি বুসান চলচ্চিত্র উৎসবের কিম জিসুক পুরস্কারের জন্য মনোনয়ন পেয়েছিল।

মোস্তফা সরয়ার ফারুকীর সিনেমা ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’ রয়েছে তালিকায় ৫ নম্বরে। 
ছবি: চরকি
৬ / ১০ 

ভারতের মালয়ালম ভাষার সিনেমা ‘প্যারাডাইস’ এ তালিকায় ৬ নম্বরে রয়েছে। এটি পরিচালনা করেছেন প্রসন্ন বিথানাগ। সিনেমাটি গত বছর বুসানের কিম জিসুক পুরস্কার জিতেছিল।

ভারতের মালয়ালম ভাষার সিনেমা ‘প্যারাডাইস’ এ তালিকায় ৬ নম্বরে রয়েছে।
ছবি: আইএমডিবি

৭ / ১০ 

নেপালের সিনেমা ‘আ রোড টু আ ভিলেজ’ তালিকায় ৭ নম্বরে রয়েছে। বাবা-ছেলের বোঝাপড়া নিয়েই সিনেমাটি। এটি পরিচালনা করছেন নবিন সুব্বাহ। সিনেমাটি টরন্টো উৎসবসহ বেশ কিছু উৎসবে অফিশিয়াল সিলেকশনে জায়গা পেয়েছিল।

নেপালের সিনেমা ‘আ রোড টু আ ভিলেজ’ তালিকায় ৭ নম্বরে রয়েছে। 
ছবি: আইএমডিবি

৮ / ১০ 

ফাউজিয়া মির্জা পরিচালিত ‘দ্য কুইন অব মাই ড্রিমস’ সিনেমাটি এ তালিকায় ৮ নম্বরে রয়েছে। পাকিস্তানের এক নারী থাকেন কানাডায়। বাবার মৃত্যুতে পাকিস্তানের করাচিতে আসেন। কয়েক প্রজন্মের মেলবন্ধন, সমকামী সম্পর্কের মতো বেশ কিছু বিষয় উঠে এসেছে।

ফাউজিয়া মির্জা পরিচালিত ‘দ্য কুইন অব মাই ড্রিমস’ সিনেমাটি এ তালিকায় ৮ নম্বরে রয়েছে।
ছবি: আইএমডিবি

৯ / ১০ 

ভেনিস চলচ্চিত্র উৎসবের হরিজনস অ্যাওয়ার্ডে মনোনয়ন পেয়েছিল নেপালের সিনেমা ‘দ্য রেড সুটকেস’। একজন ডেলিভারি ম্যান দূরবর্তী শহরে একটি সুটকেস পৌঁছে দিতে যায়। নেপালি অভিবাসীদের নানা প্রসঙ্গ উঠে এসেছে রহস্যময় এই সিনেমায়। এটি পরিচালনা করেছেন ফিদেল দেবকোটা।
ভেনিস চলচ্চিত্র উৎসবের হরিজনস অ্যাওয়ার্ডে মনোনয়ন পেয়েছিল নেপালের সিনেমা ‘দ্য রেড সুটকেস’।
ছবি: আইএমডিবি
১০ / ১০ 

বাংলাদেশের সিনেমা ‘বাড়ির নাম শাহানা’ এ তালিকায় ১০ নম্বরে রয়েছে। সিনেমাটি পরিচালনা করেছেন লিসা গাজী। ‘বাড়ির নাম শাহানা’ বিবাহবিচ্ছেদকারী এক নারীর গল্প বলে, যে নিজের মতো করে বাঁচার স্বপ্ন দেখে। সত্য কাহিনি অবলম্বনে নির্মিত এ সিনেমা মুম্বাইসহ বেশ কিছু উৎসবে পুরস্কার জয় করে। উল্লেখ্য, শীর্ষ ২০ সিনেমার মধ্যে পরবর্তীকালে ১০টির তালিকা চলতি সপ্তাহে প্রকাশ করার কথা রয়েছে। ছবি : অভিনেত্রীর সৌজন্যে
বাংলাদেশের সিনেমা ‘বাড়ির নাম শাহানা’ এ তালিকায় ১০ নম্বরে রয়েছে।  ছবি : অভিনেত্রীর সৌজন্যে

আয়মান-মুনজেরিন বিয়ে করছেন

No comments

Sunday, September 17, 2023

 নিজস্ব প্রতিবেদন : গণজমিন

মুনজেরিন ও আয়মান। ছবি : সংগৃহীত

‘১০ মিনিট স্কুলে'-এর প্রতিষ্ঠাতা আয়মান সাদিক বিয়ে করছেন একই প্রতিষ্ঠানের ইংরেজি শিক্ষিকা মুনজেরিন শহীদকে।

শুক্রবার জুমার নামাজের পর রাজধানীর মিরপুর ডিওএইচএসের মসজিদে পরিবারের সদস্যদের উপস্থিতিতে তাদের বিয়ে সম্পন্ন হয়েছে।


সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া একটি কার্ডে দেখা যায়, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল তায়েবুর রহমান ও শারমিন আক্তারের পুত্র আয়মান সাদিক এবং শহীদ উদ্দিন আহমেদ চৌধুরী ও মনোয়ারা শহীদের কন্যা মুনজেরিন শহীদের বিবাহোত্তর সংবর্ধনার কথা রয়েছে।


আয়মান সাদিক এর জন্ম কুমিল্লায় এবং মুনজেরিন শহীদের জন্ম চট্টগ্রামে।


আয়মান সাদিক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ’র ছাত্র এবং মুনজেরিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে স্নাতকোত্তরে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অর্জন করেছিলেন।


এখন তিনি বিশ্বের অন্যতম সেরা শিক্ষাপ্রতিষ্ঠান অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে শতভাগ বৃত্তি নিয়ে ইংরেজিতে দ্বিতীয় স্নাতকোত্তর করছেন।

Don't Miss
© all rights reserved
made with গণজমিন মিডিয়া লিমিটেড ২০২৪