Responsive Ad Slot




সারাদেশ

সারাদেশ

আশঙ্কাজনক অবস্থায় পুতিনের ঘনিষ্ঠ মিত্র রমজান কাদিরভ হাসপাতালে

Monday, September 18, 2023

/ by Gono Zamin

 

 ছবি : রয়টার্স

আশঙ্কাজনক অবস্থায় পুতিনের ঘনিষ্ঠ মিত্র রমজান কাদিরভ হাসপাতালে হাসপাতালে ভর্তি হয়েছেন।

গুরুতর অসুস্থ পুতিনের ঘনিষ্ঠ ভক্ত ও চেচেন নেতা রমজান আখমাতোভিচ কাদিরভ। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক বলে দাবি করেছে ইউক্রেনের গোয়েন্দা সূত্র। নিউইয়র্ক টাইমস ও ইয়াহু নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

তিনি আগে থেকেই নানা ধরনের অসুস্থতায় ভুগছিলেন। সেগুলোই এখন তাকে গুরুতর অসুস্থ করে তুলেছে।

কাদিরভের অসুস্থতার খবর একাধিক সূত্রের মাধ্যমে নিশ্চিত হওয়া গেছে বলে জানিয়েছেন ইউক্রেনের এই সামরিক কর্মকর্তা। তবে কোনও ধরনের আঘাতের কারণে তিনি অসুস্থ হয়ে পড়েননি বলে জানিয়েছেন আন্দ্রি ইউসভ।

২০০৭ সাল থেকে চেচেন প্রজাতন্ত্রের নেতা কাদিরভ। ২০১৪ সালে রাশিয়া ইউক্রেনের ক্রিমিয়া উপদ্বীপ দখলের সময় থেকেই তিনি ক্রেমলিনের একজন ঘনিষ্ঠ মিত্র। ইউক্রেনে রুশ বাহিনীর সর্বাত্মক যুদ্ধের পক্ষে সমর্থন দিয়ে যাচ্ছেন তিনি।

ওয়াগনারের অনেক পেশাদার সৈন্য ছিলেন যারা চেচেন যুদ্ধে বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াই করেছিলেন। এক সময় রমজান কাদিরভ নিজেও ছিলেন সেই বিদ্রোহীদের মধ্যে। তাই জাতিগতভাবে চেচেনদের জন্য ওয়াগনার বাহিনীতে যোগদান নিষিদ্ধ করা হয়েছিল।

ইউক্রেন যুদ্ধে প্রিগোজিন এবং রমজান কাদিরভের মধ্যে একটি মিল দেখা গেছে। তারা দুজনেই রাশিয়ার সামরিক নেতৃত্বের বিরুদ্ধে সমালোচনা করেছেন। তারা দুজনেই রাশিয়ার সামরিক নেতৃত্বকে অযোগ্য বলে আক্রমণ করেছেন এবং এর মাধ্যমে তারা নিজেদের ভাড়াটে বাহিনীকে সামনে নিয়ে এসেছেন।

ইউক্রেনে রাশিয়ার চলমান যুদ্ধে ‘কর্নেল জেনারেল’ হিসেবে দায়িত্ব পালন করছেন কাদিরভ। গত জুলাইয়ে নিজের অধীনস্ত কিছু চেচেন সেনাকে বাখমুতের রক্তক্ষয়ী যুদ্ধে মোতায়েন করেন তিনি।

Newer Post পরবর্তী সংবাদ Older Post Home

No comments

Post a Comment

Don't Miss
© all rights reserved
made with গণজমিন মিডিয়া লিমিটেড ২০২৪