Responsive Ad Slot




Showing posts with label খেলার খবর. Show all posts
Showing posts with label খেলার খবর. Show all posts

বাংলাদেশের বিশ্বকাপ দল ঘোষণা তামিমকে বাদ দিয়ে

No comments

Wednesday, September 27, 2023

 


ভারতে বিশ্বকাপের জন্য মঙ্গলবার চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ওই দলে দেশ সেরা ওপেনার ও সাবেক ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের জায়গা হয়নি। তার জায়গায় অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী ২২ বছর বয়সী তানজিদ হাসান তামিম বিশ্বকাপ দলে জায়গা পেয়েছেন। 


আগামী ৫ অক্টোবর শুরু হবে বিশ্বকাপ। বাংলাদেশ ৭ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে আসর শুরু করবে। ওই আসরে দলের সহ-অধিনায়ক করা হয়েছে নাজমুল শান্তকে। এর আগে দলের সহ-অধিনায়ক ছিলেন লিটন দাস। কিন্তু ডানহাতি এই ওপেনারের ফর্ম ভালো যাচ্ছে না। 


বাংলাদেশের বিশ্বকাপ দলে থাকার কথা ছিল তামিম ইকবালের। কিন্তু তিনি পুরোপুরি ফিট না হওয়ায় বিশ্বকাপ দল থেকে তাকে বাদ দেওয়া হয়েছে। গত জুলাইয়ে আফগানিস্তানের বিপক্ষে সিরিজে প্রথম ওয়ানডে খেলে অবসর ঘোষণা করেছিলেন তিনি। পরে প্রধানমন্ত্রীর আহ্বানে অবসর ভেঙে দলে ফিরেছিলেন। 


কোমরে ইনজুরি থাকায় চিকিৎসকের পরামর্শ দিয়ে মাঠে ফেরার প্রক্রিয়া সম্পন্ন করে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে দ্বিতীয় ওয়ানডে খেলে ৪৪ রান করেছিলেন বাঁ-হাতি ওপেনার তামিম। কিন্তু ম্যাচ শেষে কোমরের অস্বস্তির কথা জানান সংবাদ মাধ্যমে। 


টিম ম্যানেজমেন্টকেও ব্যথার কথা জানান তামিম। বোর্ডকে বিশ্বকাপের পুরোটা খেলার ব্যাপারে আশ্বস্ত করতে পারেননি তিনি। যে কারণ ‘আনফিট’ তামিমকে দলে নিতে আপত্তি জানান কোচ হাথুরুসিংহে ও অধিনায়ক সাকিব। তাদের চাওয়ায় দল থেকে বাদ দেওয়া হয়েছে দেশের পক্ষে সর্বোাচ্চ ওয়ানডে রান করা তামিমকে।


Songbad52 Bangla Newspaper bd

No comments

Wednesday, September 20, 2023

 

Songbad52 - Professional Bangla Newspaper Blogger Templates for Blogspot

Hello guys, are you looking for a professional Bangla Newspaper blogger templates for your blogspot blog? Here is Songbad52 Blogger Template. Songbad52 is a high quality and Professional Bangla Newspaper Blogger Templates for Blogspot blog. You can make a professional Bangla News portal with blogspot platform. Make a high quality Bangla Newspaper Blog with blogspot using Songabad52 bangla blogger templates. MS Design developed Songbad52 Newspaper Blogger Template for blogspot  platform. You should make a newspaper website using blogger with low cost. Get this awesome Bangla Newspaper Blogger Templates with very low cost.

About Songbad52 Bangla Newspaper Blogger Template

Name: Songbad52
Version: 1.0
Template Language: Bengali
Plan1: Price = ৳0/- BDT (Template file and Lifetime Support)
Plan2: Price = ৳0/- BDT ( Template file + .com Domain + Full Setup + 1 Logo + Lifetime Support)

Free Download - Download Now

ভারতকে হারাতে পারবে কি বাংলাদেশ

No comments

Friday, September 15, 2023

 

ছবি : সংগৃহীত

শুক্রবার (১৫ আগস্ট) কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে বিকেল সাড়ে ৩টায় ভারতের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ দল। তবে নিজেদের শেষ ম্যাচটা জয় দিয়ে রাঙাতে টাইগার অধিনায়ক সাকিব।

এশিয়া কাপের সুপার ফোরে টানা দুই হারে বিদায় নিশ্চিত হয়ে গেছে বাংলাদেশের। প্রতিযোগিতায় নিয়মরক্ষার ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে সাকিব আল হাসানের দল। আগেই টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ায় এ ম্যাচে বাংলাদেশ শিবিরে একাধিক পরিবর্তন দেখা যাওয়ার সম্ভাবনাই প্রবল।

ভারতের বিপক্ষে শেষ ম্যাচটা জেতার ইচ্ছার কথা গতকালই জানিয়েছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব। কিন্তু মাঠের খেলায় ভালো করতে পারছে না বাংলাদেশ। রোহিত শর্মার ভারত আছে দুর্দান্ত ফর্মে।

শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ শেষ করে পারিবারিক কারণে বাংলাদেশে ফিরে আসেন মুশফিকুর রহিম। বিসিবি থেকে ছুটির মেয়াদ বাড়ানোর কারণে আর দলের সঙ্গে যোগ দেননি টাইগার উইকেটকিপার। তার দলত্যাগ করায় বাংলাদেশের একাদশে পরিবর্তন আসবে।

ভারতের বিপক্ষে বাংলাদেশের একাদশে ফিরতে পারেন ওপেনার এনামুল হক বিজয়। বাংলাদেশের কোচ ও অধিনায়ক নাঈম শেখের প্রতি আস্থা রাখার কথা কয়েকবার বলেছেন। সেই হিসেবে নাঈমের সঙ্গী হিসেবে দেখা যেতে পারে বিজয়কে।

যথারীতি তিনে আসবেন লিটন দাস, চারে সাকিব আল হাসান, পাঁচে তাওহীদ হৃদয়। ছয় নম্বর পজিশনে শামীমকে এবং সাতে দেখা যেতে পারে মিরাজকে। আট নম্বরে ব্যাট করতে আসবেন নাসুম আহমেদ। বাকি পজিশন গুলোতে তাসকিন, মুস্তাফিজুর, শরীফুল থাকার সম্ভাবনা বেশি।

Don't Miss
© all rights reserved
made with গণজমিন মিডিয়া লিমিটেড ২০২৪