Responsive Ad Slot




সারাদেশ

সারাদেশ

বাংলাদেশের বিশ্বকাপ দল ঘোষণা তামিমকে বাদ দিয়ে

Wednesday, September 27, 2023

/ by Gono Zamin

 


ভারতে বিশ্বকাপের জন্য মঙ্গলবার চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ওই দলে দেশ সেরা ওপেনার ও সাবেক ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের জায়গা হয়নি। তার জায়গায় অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী ২২ বছর বয়সী তানজিদ হাসান তামিম বিশ্বকাপ দলে জায়গা পেয়েছেন। 


আগামী ৫ অক্টোবর শুরু হবে বিশ্বকাপ। বাংলাদেশ ৭ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে আসর শুরু করবে। ওই আসরে দলের সহ-অধিনায়ক করা হয়েছে নাজমুল শান্তকে। এর আগে দলের সহ-অধিনায়ক ছিলেন লিটন দাস। কিন্তু ডানহাতি এই ওপেনারের ফর্ম ভালো যাচ্ছে না। 


বাংলাদেশের বিশ্বকাপ দলে থাকার কথা ছিল তামিম ইকবালের। কিন্তু তিনি পুরোপুরি ফিট না হওয়ায় বিশ্বকাপ দল থেকে তাকে বাদ দেওয়া হয়েছে। গত জুলাইয়ে আফগানিস্তানের বিপক্ষে সিরিজে প্রথম ওয়ানডে খেলে অবসর ঘোষণা করেছিলেন তিনি। পরে প্রধানমন্ত্রীর আহ্বানে অবসর ভেঙে দলে ফিরেছিলেন। 


কোমরে ইনজুরি থাকায় চিকিৎসকের পরামর্শ দিয়ে মাঠে ফেরার প্রক্রিয়া সম্পন্ন করে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে দ্বিতীয় ওয়ানডে খেলে ৪৪ রান করেছিলেন বাঁ-হাতি ওপেনার তামিম। কিন্তু ম্যাচ শেষে কোমরের অস্বস্তির কথা জানান সংবাদ মাধ্যমে। 


টিম ম্যানেজমেন্টকেও ব্যথার কথা জানান তামিম। বোর্ডকে বিশ্বকাপের পুরোটা খেলার ব্যাপারে আশ্বস্ত করতে পারেননি তিনি। যে কারণ ‘আনফিট’ তামিমকে দলে নিতে আপত্তি জানান কোচ হাথুরুসিংহে ও অধিনায়ক সাকিব। তাদের চাওয়ায় দল থেকে বাদ দেওয়া হয়েছে দেশের পক্ষে সর্বোাচ্চ ওয়ানডে রান করা তামিমকে।


Newer Post পরবর্তী সংবাদ Older Post Home

No comments

Post a Comment

Don't Miss
© all rights reserved
made with গণজমিন মিডিয়া লিমিটেড ২০২৪