Responsive Ad Slot




Showing posts with label ফটোগ্যালারি. Show all posts
Showing posts with label ফটোগ্যালারি. Show all posts

ISRAEL ATTACKS IRAN

No comments

Friday, June 20, 2025

 


বিমানে বউয়ের সাথে ঝগড়া করে মার খেলেন ফ্রান্সের প্রেসিডেন্ট

No comments

Monday, May 26, 2025

 


বউয়ের সাথে ঝগড়া করে পার পেয়েছে এমন পুরুষ পাওয়া হয়তো পৃথিবীতে দুর্লভ। বউয়ের সাথে চলে না কোনো ক্ষমতা; হোক সে সাধারণ মানুষ কিংবা প্রেসিডেন্ট। তাই হয়তো পার পেলেন না ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরনও।

দ্বিপাক্ষিক বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ও কানাডার প্রধানমন্ত্রীর সাথে ড. মোহাম্মদ ইউনুস।

No comments

Tuesday, September 24, 2024

 

মার্কিন প্রেসিডেন্ট ও ড. মোহাম্মদ ইউনুস।

কানাডার প্রধানমন্ত্রীর ও ড. মোহাম্মদ ইউনুস।


মার্কিন প্রেসিডেন্ট ও ড. মোহাম্মদ ইউনুস।


কানাডার প্রধানমন্ত্রীর ও ড. মোহাম্মদ ইউনুস।

মোজো

No comments

Friday, August 30, 2024

 



''রিলিজের অপেক্ষায় দেশীয় ওটিটি প্ল্যাটফর্ম ‘চরকি’র মিনিস্ট্রি অফ লাভের চতুর্থ ফিল্ম "ফরগেট মি নট"

No comments

Wednesday, August 28, 2024

 

''রিলিজের অপেক্ষায় দেশীয় ওটিটি প্ল্যাটফর্ম ‘চরকি’র মিনিস্ট্রি অফ লাভের চতুর্থ ফিল্ম "ফরগেট মি নট"
''রিলিজের অপেক্ষায় দেশীয় ওটিটি প্ল্যাটফর্ম ‘চরকি’র মিনিস্ট্রি অফ লাভের চতুর্থ ফিল্ম "ফরগেট মি নট"


বাংলাদেশের দুই সিনেমা দক্ষিণ এশিয়ার শীর্ষ দশে

No comments

Thursday, January 25, 2024

বিশ্ব চলচ্চিত্র

২০২৩ সালে মুক্তি পাওয়া সিনেমা থেকে সেরা ২০ সিনেমার একটি তালিকা তৈরি করেছে ভারতীয় সংবাদমাধ্যম মিড ডে।


১ / ১০ 

তালিকায় ১ নম্বরে রয়েছে ভুটানের সিনেমা ‘দ্য মঙ্ক অ্যান্ড দ্য গান’। সিনেমাটি অস্কারের সংক্ষিপ্ত তালিকায় ছিল। ভুটানের প্রথম গণতন্ত্র প্রতিষ্ঠা ও একটি ঐতিহাসিক বন্দুক উদ্ধারের গল্প নিয়ে এগিয়েছে সিনেমার গল্প।

তালিকায় ১ নম্বরে রয়েছে ভুটানের সিনেমা ‘দ্য মঙ্ক অ্যান্ড দ্য গান’। 
ছবি: আইএমডিবি
২ / ১০ 

ভারতের তথ্যচিত্র ‘টু কিল আ টাইগার’ এ তালিকায় ২ নম্বরে রয়েছে। ঝাড়খন্ডের এক গরিব কৃষকের মেয়ে যৌন নির্যাতনের শিকার হয়। সেই ঘটনার ন্যায়বিচার নিয়েই এর মানবিক গল্প। এটি অস্কারেও প্রতিযোগিতা করছে।

ভারতের তথ্যচিত্র ‘টু কিল আ টাইগার’ এ তালিকায় ২ নম্বরে রয়েছে।
ছবি: আইএমডিবি

৩ / ১০ 

পাকিস্তানের সিনেমা ‘ইন ফ্ল্যামেস’ এ তালিকায় ৩ নম্বরে রয়েছে। সিনেমাটি পরিচালনা করেছেন জারাহ খান। সিনেমাটি কান চলচ্চিত্র উৎসবের ডিরেক্টরস ফোর্ট নাইটে জায়গা পেয়েছিল।

পাকিস্তানের সিনেমা ‘ইন ফ্ল্যামেস’ এ তালিকায় ৩ নম্বরে রয়েছে।
ছবি: আইএমডিবি

৪ / ১০ 
দীপা মেহতা ও সিরাত তানিজার যৌথভাবে পরিচালিত পাকিস্তানের সিনেমা ‘আই অ্যাম সিরাত’–এর গল্প এক ট্রান্সজেন্ডারকে কেন্দ্র করে। পরিচালক সিরাত নিজেই এখানে চরিত্র। সিনেমাটি লন্ডন উৎসবে প্রতিযোগিতা করেছিল।

দীপা মেহতা ও সিরাত তানিজার যৌথভাবে পরিচালিত পাকিস্তানের সিনেমা ‘আই অ্যাম সিরাত’–এর গল্প এক ট্রান্সজেন্ডারকে কেন্দ্র করে।
ছবি: আইএমডিবি

৫ / ১০ 

মোস্তফা সরয়ার ফারুকীর সিনেমা ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’ রয়েছে তালিকায় ৫ নম্বরে। চরকিতে সিনেমাটি দেখা যাচ্ছে। সিনেমাটি বুসান চলচ্চিত্র উৎসবের কিম জিসুক পুরস্কারের জন্য মনোনয়ন পেয়েছিল।

মোস্তফা সরয়ার ফারুকীর সিনেমা ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’ রয়েছে তালিকায় ৫ নম্বরে। 
ছবি: চরকি
৬ / ১০ 

ভারতের মালয়ালম ভাষার সিনেমা ‘প্যারাডাইস’ এ তালিকায় ৬ নম্বরে রয়েছে। এটি পরিচালনা করেছেন প্রসন্ন বিথানাগ। সিনেমাটি গত বছর বুসানের কিম জিসুক পুরস্কার জিতেছিল।

ভারতের মালয়ালম ভাষার সিনেমা ‘প্যারাডাইস’ এ তালিকায় ৬ নম্বরে রয়েছে।
ছবি: আইএমডিবি

৭ / ১০ 

নেপালের সিনেমা ‘আ রোড টু আ ভিলেজ’ তালিকায় ৭ নম্বরে রয়েছে। বাবা-ছেলের বোঝাপড়া নিয়েই সিনেমাটি। এটি পরিচালনা করছেন নবিন সুব্বাহ। সিনেমাটি টরন্টো উৎসবসহ বেশ কিছু উৎসবে অফিশিয়াল সিলেকশনে জায়গা পেয়েছিল।

নেপালের সিনেমা ‘আ রোড টু আ ভিলেজ’ তালিকায় ৭ নম্বরে রয়েছে। 
ছবি: আইএমডিবি

৮ / ১০ 

ফাউজিয়া মির্জা পরিচালিত ‘দ্য কুইন অব মাই ড্রিমস’ সিনেমাটি এ তালিকায় ৮ নম্বরে রয়েছে। পাকিস্তানের এক নারী থাকেন কানাডায়। বাবার মৃত্যুতে পাকিস্তানের করাচিতে আসেন। কয়েক প্রজন্মের মেলবন্ধন, সমকামী সম্পর্কের মতো বেশ কিছু বিষয় উঠে এসেছে।

ফাউজিয়া মির্জা পরিচালিত ‘দ্য কুইন অব মাই ড্রিমস’ সিনেমাটি এ তালিকায় ৮ নম্বরে রয়েছে।
ছবি: আইএমডিবি

৯ / ১০ 

ভেনিস চলচ্চিত্র উৎসবের হরিজনস অ্যাওয়ার্ডে মনোনয়ন পেয়েছিল নেপালের সিনেমা ‘দ্য রেড সুটকেস’। একজন ডেলিভারি ম্যান দূরবর্তী শহরে একটি সুটকেস পৌঁছে দিতে যায়। নেপালি অভিবাসীদের নানা প্রসঙ্গ উঠে এসেছে রহস্যময় এই সিনেমায়। এটি পরিচালনা করেছেন ফিদেল দেবকোটা।
ভেনিস চলচ্চিত্র উৎসবের হরিজনস অ্যাওয়ার্ডে মনোনয়ন পেয়েছিল নেপালের সিনেমা ‘দ্য রেড সুটকেস’।
ছবি: আইএমডিবি
১০ / ১০ 

বাংলাদেশের সিনেমা ‘বাড়ির নাম শাহানা’ এ তালিকায় ১০ নম্বরে রয়েছে। সিনেমাটি পরিচালনা করেছেন লিসা গাজী। ‘বাড়ির নাম শাহানা’ বিবাহবিচ্ছেদকারী এক নারীর গল্প বলে, যে নিজের মতো করে বাঁচার স্বপ্ন দেখে। সত্য কাহিনি অবলম্বনে নির্মিত এ সিনেমা মুম্বাইসহ বেশ কিছু উৎসবে পুরস্কার জয় করে। উল্লেখ্য, শীর্ষ ২০ সিনেমার মধ্যে পরবর্তীকালে ১০টির তালিকা চলতি সপ্তাহে প্রকাশ করার কথা রয়েছে। ছবি : অভিনেত্রীর সৌজন্যে
বাংলাদেশের সিনেমা ‘বাড়ির নাম শাহানা’ এ তালিকায় ১০ নম্বরে রয়েছে।  ছবি : অভিনেত্রীর সৌজন্যে

জি-২০ এর আদ্যেপান্ত

No comments

Monday, September 11, 2023

নিজস্ব প্রতিবেদন : গণজমিন 
তথ্যসূত্র : অনলাইন, উইকিপিডিয়া

জি-২০ এর আদ্যেপান্ত
ভারতের রাজধানী নয়াদিল্লিতে ২০২৩ সালের ‘জি-২০ শীর্ষ সম্মেলন’

জি-২০ এর পূর্ণরূপ :

 গ্রুপ অব টোয়েনটি ফিন্যানস মিনিস্টারস অ্যান্ড সেন্টাল ব্যাংক গভর্নরস ( জি-২০, গ্রুপ অব   টোয়েনটি ) ।

জি-২০ এর জন্ম ও ইতিহাস : 

বিশ্বের অর্থনৈতিক সংকটের পরিপ্রেক্ষিতে ১৯৯৯ সালে গঠিত হয়েছিল গ্রুপ অব টোয়েনটি বা জি-২০। এটি মূলত বিভন্ন রাষ্টের অর্থমন্ত্রী এবং কেন্দ্রীয় ব্যােঙ্কের গভর্নরদের একটি সভা ছিল। সভার লক্ষ ছিল, বৈশিক অর্থনৈতিক ও আর্থিক সঙ্কট সমাধানের জন্য কার্যকরী নীতিমালা রচনা।

 বর্তমানে এই ফোরামের শীর্ষ সম্মেলনে প্রতিটি সদস্য দেশের রাষ্টপ্রধান, অর্থমন্ত্রী, বিদেশমন্ত্রী, এবং অন্যান্য উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা অংশ নিয়ে থাকেন। এর পাশাপাশি, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা এবং বেসরকারি সংস্থাকেও এই সম্মেলনে অংগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়।

কানাডার সাবেক অর্থমন্ত্রী পলমার্টিন প্রথম জি- ২০ গঠনের প্রস্তাব করেন। ২০০৯ সালের ২৫ সেপ্টেম্বরে জি-২০ এর নেতারা ঘোষণা দেন যে, জি-৮ কে জি-২০ অদূর ভবিষ্যতে প্রতিস্থাপন করবেন। ২০১১ সাল থেকে জি-২০ এর বার্ষিক সম্মেলন নিয়মিত অনুষ্ঠিত হয়ে আসছে।

জি-২০ এর সদস্য সংখ্যা : 

গ্রুপের সদস্য ১৯ টি দেশ এবং ইউরোপীয় ইউনিয়ন। ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট এবং ইউরোপীয়ান সেন্ট্রাল ব্যাংক ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিত্ব করেন। সমষ্টি গত ভাবে জি-২০ এর অন্তরর্ভুক্ত দেশ সমূহ পৃথিবীর মোট জাতীয় উৎপাদনের ৮৫%, বিশ্ববণিজ্যের ৮০%, এবং বিশ্বের প্রায় দুই-তৃতীয়াংশ জনসংখ্যা গঠন করে। 

বর্তমান সদস্য : 

২০২৩ সালের হিসেবে এই গ্রুপের সদস্য সংখ্যা ২০ দেশ ( আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, ব্রাজিল, ইউরোপীয় ইউনিয়ন, কানাডা, চীন, ফ্রান্স, জার্মানি, ভারত, ইন্দোনেশিয়া, ইতালি, জাপান, মেক্সিকো, রাশিয়া, সৌদি আরব, দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ কোরিয়া, তুরষ্ক, যুক্তরাজ্য, এবং মার্কিন যুক্তরাষ্ট। স্পেন এই স্থায়ী আমন্ত্রিতঅতিথি।

পদের আবর্তন : 

কোন সদস্যকে নিদিষ্ট বছরের জন্য জি-২০ নেতাদের বৈঠকে সভাপতিত্বের দায়িত্ব দেওয়া হবে তা নির্ধারণ করতে, ১৯ টি সার্বভৌম দেশকে সর্বোচ্চ চার সদস্যের পাঁচটি ভিন্ন ভিন্ন গ্রুপে বিভক্ত করা হয়। 

পদের আবর্তন :

গ্রুপ ১ :

  অস্ট্রেলিয়া,   কানাডা,  সৌদি আরব,  মার্কিন যুক্তরাষ্ট, 

গ্রুপ ২ :

   ভারত  রাশিয়া,   দক্ষিণ আফ্রিকা,  তুরষ্ক, 

গ্রুপ ৩ :

  আর্জেন্টিনা,   ব্রাজিল,    মেক্সিকো,

 গ্রুপ ৪ : 

  ফ্রান্স,  জার্মানি,  ইতালি,   যুক্তরাজ্য,

 গ্রুপ ৫ :

   চীন,    ইন্দোনেশিয়া,   জাপান,   দক্ষিণ কোরিয়া,


জি-২০ দেশের পদের আবর্তন 

Don't Miss
© all rights reserved
made with গণজমিন মিডিয়া লিমিটেড ২০২৪