Responsive Ad Slot




সারাদেশ

সারাদেশ

বাংলাদেশের দুই সিনেমা দক্ষিণ এশিয়ার শীর্ষ দশে

Thursday, January 25, 2024

/ by Gono Zamin

বিশ্ব চলচ্চিত্র

২০২৩ সালে মুক্তি পাওয়া সিনেমা থেকে সেরা ২০ সিনেমার একটি তালিকা তৈরি করেছে ভারতীয় সংবাদমাধ্যম মিড ডে।


১ / ১০ 

তালিকায় ১ নম্বরে রয়েছে ভুটানের সিনেমা ‘দ্য মঙ্ক অ্যান্ড দ্য গান’। সিনেমাটি অস্কারের সংক্ষিপ্ত তালিকায় ছিল। ভুটানের প্রথম গণতন্ত্র প্রতিষ্ঠা ও একটি ঐতিহাসিক বন্দুক উদ্ধারের গল্প নিয়ে এগিয়েছে সিনেমার গল্প।

তালিকায় ১ নম্বরে রয়েছে ভুটানের সিনেমা ‘দ্য মঙ্ক অ্যান্ড দ্য গান’। 
ছবি: আইএমডিবি
২ / ১০ 

ভারতের তথ্যচিত্র ‘টু কিল আ টাইগার’ এ তালিকায় ২ নম্বরে রয়েছে। ঝাড়খন্ডের এক গরিব কৃষকের মেয়ে যৌন নির্যাতনের শিকার হয়। সেই ঘটনার ন্যায়বিচার নিয়েই এর মানবিক গল্প। এটি অস্কারেও প্রতিযোগিতা করছে।

ভারতের তথ্যচিত্র ‘টু কিল আ টাইগার’ এ তালিকায় ২ নম্বরে রয়েছে।
ছবি: আইএমডিবি

৩ / ১০ 

পাকিস্তানের সিনেমা ‘ইন ফ্ল্যামেস’ এ তালিকায় ৩ নম্বরে রয়েছে। সিনেমাটি পরিচালনা করেছেন জারাহ খান। সিনেমাটি কান চলচ্চিত্র উৎসবের ডিরেক্টরস ফোর্ট নাইটে জায়গা পেয়েছিল।

পাকিস্তানের সিনেমা ‘ইন ফ্ল্যামেস’ এ তালিকায় ৩ নম্বরে রয়েছে।
ছবি: আইএমডিবি

৪ / ১০ 
দীপা মেহতা ও সিরাত তানিজার যৌথভাবে পরিচালিত পাকিস্তানের সিনেমা ‘আই অ্যাম সিরাত’–এর গল্প এক ট্রান্সজেন্ডারকে কেন্দ্র করে। পরিচালক সিরাত নিজেই এখানে চরিত্র। সিনেমাটি লন্ডন উৎসবে প্রতিযোগিতা করেছিল।

দীপা মেহতা ও সিরাত তানিজার যৌথভাবে পরিচালিত পাকিস্তানের সিনেমা ‘আই অ্যাম সিরাত’–এর গল্প এক ট্রান্সজেন্ডারকে কেন্দ্র করে।
ছবি: আইএমডিবি

৫ / ১০ 

মোস্তফা সরয়ার ফারুকীর সিনেমা ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’ রয়েছে তালিকায় ৫ নম্বরে। চরকিতে সিনেমাটি দেখা যাচ্ছে। সিনেমাটি বুসান চলচ্চিত্র উৎসবের কিম জিসুক পুরস্কারের জন্য মনোনয়ন পেয়েছিল।

মোস্তফা সরয়ার ফারুকীর সিনেমা ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’ রয়েছে তালিকায় ৫ নম্বরে। 
ছবি: চরকি
৬ / ১০ 

ভারতের মালয়ালম ভাষার সিনেমা ‘প্যারাডাইস’ এ তালিকায় ৬ নম্বরে রয়েছে। এটি পরিচালনা করেছেন প্রসন্ন বিথানাগ। সিনেমাটি গত বছর বুসানের কিম জিসুক পুরস্কার জিতেছিল।

ভারতের মালয়ালম ভাষার সিনেমা ‘প্যারাডাইস’ এ তালিকায় ৬ নম্বরে রয়েছে।
ছবি: আইএমডিবি

৭ / ১০ 

নেপালের সিনেমা ‘আ রোড টু আ ভিলেজ’ তালিকায় ৭ নম্বরে রয়েছে। বাবা-ছেলের বোঝাপড়া নিয়েই সিনেমাটি। এটি পরিচালনা করছেন নবিন সুব্বাহ। সিনেমাটি টরন্টো উৎসবসহ বেশ কিছু উৎসবে অফিশিয়াল সিলেকশনে জায়গা পেয়েছিল।

নেপালের সিনেমা ‘আ রোড টু আ ভিলেজ’ তালিকায় ৭ নম্বরে রয়েছে। 
ছবি: আইএমডিবি

৮ / ১০ 

ফাউজিয়া মির্জা পরিচালিত ‘দ্য কুইন অব মাই ড্রিমস’ সিনেমাটি এ তালিকায় ৮ নম্বরে রয়েছে। পাকিস্তানের এক নারী থাকেন কানাডায়। বাবার মৃত্যুতে পাকিস্তানের করাচিতে আসেন। কয়েক প্রজন্মের মেলবন্ধন, সমকামী সম্পর্কের মতো বেশ কিছু বিষয় উঠে এসেছে।

ফাউজিয়া মির্জা পরিচালিত ‘দ্য কুইন অব মাই ড্রিমস’ সিনেমাটি এ তালিকায় ৮ নম্বরে রয়েছে।
ছবি: আইএমডিবি

৯ / ১০ 

ভেনিস চলচ্চিত্র উৎসবের হরিজনস অ্যাওয়ার্ডে মনোনয়ন পেয়েছিল নেপালের সিনেমা ‘দ্য রেড সুটকেস’। একজন ডেলিভারি ম্যান দূরবর্তী শহরে একটি সুটকেস পৌঁছে দিতে যায়। নেপালি অভিবাসীদের নানা প্রসঙ্গ উঠে এসেছে রহস্যময় এই সিনেমায়। এটি পরিচালনা করেছেন ফিদেল দেবকোটা।
ভেনিস চলচ্চিত্র উৎসবের হরিজনস অ্যাওয়ার্ডে মনোনয়ন পেয়েছিল নেপালের সিনেমা ‘দ্য রেড সুটকেস’।
ছবি: আইএমডিবি
১০ / ১০ 

বাংলাদেশের সিনেমা ‘বাড়ির নাম শাহানা’ এ তালিকায় ১০ নম্বরে রয়েছে। সিনেমাটি পরিচালনা করেছেন লিসা গাজী। ‘বাড়ির নাম শাহানা’ বিবাহবিচ্ছেদকারী এক নারীর গল্প বলে, যে নিজের মতো করে বাঁচার স্বপ্ন দেখে। সত্য কাহিনি অবলম্বনে নির্মিত এ সিনেমা মুম্বাইসহ বেশ কিছু উৎসবে পুরস্কার জয় করে। উল্লেখ্য, শীর্ষ ২০ সিনেমার মধ্যে পরবর্তীকালে ১০টির তালিকা চলতি সপ্তাহে প্রকাশ করার কথা রয়েছে। ছবি : অভিনেত্রীর সৌজন্যে
বাংলাদেশের সিনেমা ‘বাড়ির নাম শাহানা’ এ তালিকায় ১০ নম্বরে রয়েছে।  ছবি : অভিনেত্রীর সৌজন্যে
Newer Post পরবর্তী সংবাদ Older Post Home

No comments

Post a Comment

Don't Miss
© all rights reserved
made with গণজমিন মিডিয়া লিমিটেড ২০২৪