অসচ্ছল নারীদের মাসে ৩০ কেজি করে ফ্রিতে চাল দেবে সরকার। ভালনারেবল উইমেন বেনিফিট প্রোগ্রামের আওতায় এ চাল দেয়া হবে বলে জানিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়। আগামী দু’বছর (২০২৫ ও ২০২৬ সাল) এই সুবিধা পাওয়া যাবে বলে জানা গেছে।
আবেদনের যোগ্যতা
১) শারীরিক ও মানসিকভাবে সুস্থ ও কর্মক্ষম নারী
২) বয়স ২০ থেকে ৫০ বছর
৩) জাতীয় পরিচয়পত্র থাকা বাধ্যতামূলক
৪) পরিবারের স্থায়ী/নিয়মিত আয়ের উৎস নেই এবং কোন উপার্জনক্ষম সদস্য নেই
আবেদন প্রক্রিয়া
অনলাইনে dwavwb.gov.bd অথবা mygov.bd অথবা VWB মোবাইল এ্যাপের মাধ্যমে আবেদন করা যাবে। ইউনিয়ন ডিজিটাল সেন্টার, তথ্য আপা, স্থানীয় কম্পিউটারের দোকান থেকে এবং ১০৯ ও ৩৩৩ হটলাইন নাম্বারে কল করে আবেদন করা যাবে। পার্বত্য ও দুর্গম এলাকা যেখানে ইন্টারনেট সংযোগ নেই সেখানে মোবাইল অ্যাপ ভালনারেবল উইমেন বেনিফিট কার্যক্রমের মাধ্যমে অফলাইনে আবেদনের সুযোগ রয়েছে।
আবেদন প্রক্রিয়া চলবে আগামী ২০ নভেম্বর পর্যন্ত। আবেদনের পর ইউনিয়ন কমিটি কর্তৃক যাচাই করে উপজেলা কমিটি চূড়ান্ত তালিকা অনুমোদন করবে।