Responsive Ad Slot




Showing posts with label সমগ্র. Show all posts
Showing posts with label সমগ্র. Show all posts

(২০২৫ ও ২০২৬ সাল) বিনামূল্যে ৩০ কেজি চাল দেবে সরকার, আবেদন যেভাবে

No comments

Sunday, November 10, 2024

 

অসচ্ছল নারীদের মাসে ৩০ কেজি করে ফ্রিতে চাল দেবে সরকার। ভালনারেবল উইমেন বেনিফিট প্রোগ্রামের আওতায় এ চাল দেয়া হবে বলে জানিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়। আগামী দু’বছর (২০২৫ ও ২০২৬ সাল) এই সুবিধা পাওয়া যাবে বলে জানা গেছে।

আবেদনের যোগ্যতা

১) শারীরিক ও মানসিকভাবে সুস্থ ও কর্মক্ষম নারী
২) বয়স ২০ থেকে ৫০ বছর
৩) জাতীয় পরিচয়পত্র থাকা বাধ্যতামূলক
৪) পরিবারের স্থায়ী/নিয়মিত আয়ের উৎস নেই এবং কোন উপার্জনক্ষম সদস্য নেই

আবেদন প্রক্রিয়া

অনলাইনে dwavwb.gov.bd অথবা mygov.bd অথবা VWB মোবাইল এ্যাপের মাধ্যমে আবেদন করা যাবে। ইউনিয়ন ডিজিটাল সেন্টার, তথ্য আপা, স্থানীয় কম্পিউটারের দোকান থেকে এবং ১০৯ ও ৩৩৩ হটলাইন নাম্বারে কল করে আবেদন করা যাবে। পার্বত্য ও দুর্গম এলাকা যেখানে ইন্টারনেট সংযোগ নেই সেখানে মোবাইল অ্যাপ ভালনারেবল উইমেন বেনিফিট কার্যক্রমের মাধ্যমে অফলাইনে আবেদনের সুযোগ রয়েছে।

আবেদন প্রক্রিয়া চলবে আগামী ২০ নভেম্বর পর্যন্ত। আবেদনের পর ইউনিয়ন কমিটি কর্তৃক যাচাই করে উপজেলা কমিটি চূড়ান্ত তালিকা অনুমোদন করবে।

পরিশ্রমী মানুষ কখনো হে'রে যায় না! তার প্রমাণ আফগানিস্তান

No comments

Tuesday, June 25, 2024




বাংলাদেশের বিপক্ষে বৃষ্টি আইনে ৮ রানের জয় পেয়েছে রশিদ খানের দল।

শুরুতে ব্যাট করে আফগানিস্তান ১১৫ রান তোলে, সেমিফাইনালে জায়গা পেতে এই ম্যাচ  বাংলাদেশের  জিততেই হতো ১২.১ ওভারে। কিন্তু বাংলাদেশকে ১০৫ রানে অলআউট করতে নাভিন উল হক ও রশিদ খান চারটি করে উইকেট নিয়েছেন।

এই ম্যাচের ওপর ঝুলে ছিল অস্ট্রেলিয়ার ভাগ্যও, বাংলাদেশ এই ম্যাচ জিতলেই অস্ট্রেলিয়া সেমিফাইনালে উঠে যেত। কিন্তু আফগানিস্তান ক্রিকেট দল বাংলাদেশকে হারিয়ে দিয়ে নিজেরাই সেমিফাইনালে জায়গা করে নিয়েছে।

এমন এক জয়ে ইতিহাস গড়ার পর আফগানিস্তান ক্রিকেট দলের অধিনায়ক রাশিদ খান বলেন, "এটা আমাদের দেশের জন্য অনেক বড় একটা ব্যাপার, 

আমাদের কাছে মনে হয় আমাদের দেশে ক্রিকেটই একমাত্র আনন্দ নিয়ে আসে। আমরা দেশের মানুষকে আনন্দিত করতে পারি এটাই অনেক বড় ব্যাপার"।

আফগানিস্তান সেমিফাইনাল খেলবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে, ভারত সেমিফাইনাল খেলবে ইংল্যান্ডের বিপক্ষে।

Don't Miss
© all rights reserved
made with গণজমিন মিডিয়া লিমিটেড ২০২৪