Responsive Ad Slot




Showing posts with label আন্তর্জাতিক. Show all posts
Showing posts with label আন্তর্জাতিক. Show all posts

সেপ্টেম্বরে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে মাল্টা, প্রধানমন্ত্রীর ঘোষণা

No comments

Wednesday, July 30, 2025

 


মঙ্গলবার (৩০ জুলাই) স্থানীয় সময় সন্ধ্যায় এক ফেসবুক পোস্টে আবেলা বলেন, 'আমাদের দেশের অবস্থান মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তির পক্ষে সমাধান খুঁজে বের করার প্রতি আমাদের অঙ্গীকারকে প্রতিফলিত করে।'

তার ঘোষণার কয়েক আগে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারও একই ধরণের ঘোষণা দিয়েছেন।

ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার জন্য মাল্টা সরকারের ওপর সরকারের ভেতর থেকে ক্রমবর্ধমান চাপ রয়েছে। জুলাইয়ের মাঝামাঝি সময়ে মধ্য-ডানপন্থী বিরোধী দলও অবিলম্বে স্বীকৃতির আহ্বান জানিয়েছে।

ভূমধ্যসাগরীয় ইউরোপীয় দ্বীপটির ফিলিস্তিনি স্বার্থের প্রতি সমর্থনের ইতিহাস রয়েছে। তারা 'দ্বি-রাষ্ট্রীয়' সমাধানের প্রচেষ্টাকে সমর্থন করেছে।

এর আগে গত মে মাসে আয়ারল্যান্ড, নরওয়ে এবং স্পেন ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়।

ভারতীয় পাইলট বন্দির দাবি পাকিস্তানের

No comments

Wednesday, May 7, 2025

 


পাকিস্তানে হামলার সময় ভারতের ৫টি যুদ্ধবিমান ভূপাতিতের দাবি করেছে পাকিস্তান। 

যার মধ্যে তিনটি রাফাল এবং বাকি দুটি মিগ ও সুখোই সিরিজের যুদ্ধবিমান। এ সময় ফাইটার জেটগুলোর পাইলটদের বন্দি করার দাবিও করে তারা। দেশটির এক সামরিক মুখপাত্র নিশ্চিত করেছেন।

বুধবার (৭ মে) সকালে পাকিস্তানের গণমাধ্যমগুলোতে উঠে আসে এ তথ্য।

ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর)-এর ডিরেক্টর জেনারেল লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী নিশ্চিত করেছেন, ভারতীয় যুদ্ধবিমানের সাথে সংঘর্ষের পর পাকিস্তান বিমান বাহিনীর সব যুদ্ধবিমান নিরাপদে আছে।

অপরদিকে, সীমান্তে ভারতীয় সেনাবাহিনীর একটি ব্রিগেডের সদরদপ্তর গুঁড়িয়ে দেয়ার দাবি করেছে ইসলামাবাদ। দুই দেশের নিয়ন্ত্রণ রেখার ধুনদিয়াল সেক্টরে এর অবস্থান।

নোবেল শান্তি পুরস্কার মনোনয়নের তালিকায় ট্রাম্প!

No comments

Friday, March 7, 2025

 


বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় ভূমিকায় রাখায় প্রতিবছর সর্বোচ্চ পদক নোবেল দেওয়া হয় ব্যক্তি বা প্রতিষ্ঠানকে। এবার চলতি বছরের সম্ভাব্য নোবেল জয়ীর পুরস্কার পেতে পারেন এমন ৩০০ জনেরও বেশি ব্যক্তিকে মনোনীত করা হয়েছে। যেখানে জায়গা হয়েছে দ্বিতীয়বারের মতো মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া ডোনাল্ড ট্রাম্পের।  

বুধবার নোবেল আয়োজকরা জানিয়েছেন, এই বছরের নোবেল শান্তি পুরষ্কারের জন্য ৩৩৮ জন মনোনয়ন পেয়েছেন। যার মধ্যে ২৪৪ জন ব্যক্তি ও ৯৪টি সংস্থা রয়েছে। নোবেল আইন অনুসারে, প্রার্থীদের পরিচয় গত ৫০ বছর ধরে গোপন রাখা হলেও রাজনীতিবিদরা জানিয়েছেন, চলতি বছর এই পুরষ্কারের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এগিয়ে রয়েছেন। নোবেল পুরস্কার কমিটি মনোনীতদের বিষয়ে মুখ বন্ধ রাখলেও মনোনয়নের যোগ্য ব্যক্তি ও পূর্বের নোবেল বিজয়ী, আইন প্রণেতা এবং বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা তাদের প্রস্তাবিত ব্যক্তি বা সংস্থার নাম প্রকাশ করতে পারেন। তেমনই এক ঘোষণায় সোমবার মার্কিন কংগ্রেসম্যান ড্যারেল ইসা এক্সে জানিয়েছেন, ‘তিনি ট্রাম্পকে এই মর্যাদাপূর্ণ পুরষ্কারের জন্য মনোনীত করবেন। সেই সঙ্গে তিনি বলেছেন কেউ তার চেয়ে বেশি যোগ্য নয়।’ ইসার এমন মন্তব্যের পর মার্কিন সংবাদমাধ্যমের বরাত দিয়ে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যের প্রতি ট্রাম্পের দৃষ্টিভঙ্গির কারণেই এই মনোনয়ন দেওয়া হয়েছে। এছাড়া ইউক্রেনীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ইউক্রেনের সংসদ সদস্য ওলেকজান্ডার মেরেঝকোও নভেম্বরে ট্রাম্পকে নোবেলের জন্য মনোনয়ন দিয়েছিলেন, যাতে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্টের দৃষ্টি আকর্ষণ করা যায়। অবশ্য ট্রাম্পকে নোবেলের জন্য আগেও মনোনয়ন প্রার্থী হিসেবে প্রস্তাব করা হয়েছিল। তবে এই বছর তার মনোনয়ন বিশেষভাবে গুরুত্ব পাবে বলে মনে করছেন অনেকে। উল্লেখ্য, গত বছর জাপানের পারমাণবিক বোমা থেকে বেঁচে যাওয়া ব্যক্তিদের দল নিহন হিডানকিও পারমাণবিক অস্ত্র নিষিদ্ধ করার প্রচেষ্টার জন্য নোবেল শান্তি পুরষ্কার পেয়েছে।

ট্রাম্প-জেলেনস্কির মধ্যে বাগবিতণ্ডা

No comments

Saturday, March 1, 2025

 


হোয়াইট হাউসের ওভাল অফিসের বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সের সঙ্গে নজিরবিহীন বাগ্‌বিতণ্ডায় জড়িয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এতে একপর্যায়ে জেলেনস্কিকে হোয়াইট হাউস ত্যাগ করতে বলা হয়। 

এতদিন দুই রাষ্ট্রনেতার মধ্যে পাল্টাপাল্টি কথার লড়াই হয়েছে অনেক, কিন্তু এবার কোনো রাখ-ঢাক না রেখে মুখোমুখি উত্তপ্ত বাক্য বিনিময় হয় দুজনের। ট্রাম্প ও জেলেনস্কির মধ্যে মতপার্থক্য একসময় চিৎকার-চ্যাঁচামেচির পর্যায়ে চলে যায়।

দুই নেতার বৈঠকের শুরুতেই সাংবাদিকদের সামনে জেলেনস্কিকে আক্রমণ করে বক্তব্য দেন ট্রাম্প। জেলেনস্কি তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে জুয়া খেলছেন বলে অভিযোগ করেন মার্কিন প্রেসিডেন্ট।

ট্রাম্প বলেন, ‘আপনার দেশের মানুষ খুবই সাহসী; কিন্ত আপনাকে হয় (রাশিয়ার সঙ্গে) একটি চুক্তি করতে হবে নইলে আমরা আর আপনাদের সঙ্গে নেই। আর আমরা যদি না থাকি তাহলে আপনাকে একা লড়তে হবে।’
বৈঠকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লদিমির পুতিনের নাম উল্লেখ করে তাকে খুনি হিসেবে আখ্যা দেন জেলেনস্কি। বলেন, একজন খুনিকে কোনোভাবে ছাড় দেওয়া উচিত নয়। পুতিনের বিষয়ে ট্রাম্পের নমনীয় অবস্থানেরও সমালোচনা করেন জেলেনস্কি।

একজন খুনির সঙ্গে কোনো ধরনের সমঝোতা না করার জন্য ট্রাম্পের প্রতি আহ্বান জানান তিনি। এসময় জেলেনস্কির সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও। বলেন, জেলেনস্কির মধ্যে কোনো কৃতজ্ঞতাবোধ নেই।

ওভাল অফিসে বসে জেলেনস্কি মার্কিন প্রেসিডেন্টকে অসম্মান করেছেন বলেও মন্তব্য করেন ভ্যান্স। এ সময় উচ্চস্বরে জেলেনস্কি উত্তর দেন, অনেকবার যুক্তরাষ্ট্রের জনগণকে ধন্যবাদ দিয়েছে ইউক্রেন।

 হোয়াইট হাউসের রীতি অনুযায়ী বৈঠক শেষে দুই রাষ্ট্র নেতার মধ্যে যৌথ সংবাদ সম্মেলন করার কথা থাকলেও শেষ পর্যন্ত তা বাতিল করা হয়।

জেলেনস্কি ও তার সঙ্গে থাকা ইউক্রেনের অন্য কর্মকর্তারা হোয়াইট হাউস থেকে বেরিয়ে যান। যদিও ট্রাম্প তার মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে বলেছেন, জেলেনস্কি ‘যুক্তরাষ্ট্র ও এ দেশের শ্রদ্ধার জায়গা ওভাল অফিসকে অসম্মান’ করেছেন। তিনি বলেন, ‘যেদিন তিনি (জেলেনস্কি) শান্তির জন্য প্রস্তুত হবেন, আবার (হোয়াইট হাউসে) ফিরে আসতে পারেন।’

'স্বৈরশাসক' প্রেসিডেন্ট বাশার আল-আসাদ দেশ ছেড়ে পালিয়েছেন

No comments

Sunday, December 8, 2024


সিরিয়ার 'স্বৈরশাসক' প্রেসিডেন্ট বাশার আল-আসাদ দেশ ছেড়ে পালিয়েছেন এবং সিরিয়া এখন মুক্ত বলে ঘোষণা করেছে দেশটির বিদ্রোহীরা।

বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল-শাম (এইচটিএস) নামের একটি ইসলামিক সশস্ত্র গোষ্ঠী, যারা এই অভিযানের নেতৃত্বে আছে তাদের টেলিগ্রাম হ্যান্ডেলে বলেছে, এর মাধ্যমে একটি অন্ধকার যুগের অবসান ঘটেছে, এবং এক নতুন যুগের সূচনা ঘটেছে।

দামেস্কের পথে পথে ব্যাপক সংখ্যক মানুষকে উল্লাস করতে দেখা গেছে।

বিদ্রোহীরা বলছে, আসাদ সরকারের নিপীড়নের শিকার শত শত মানুষ যারা কারাবন্দি ও বাড়িঘর ছেড়ে পালিয়ে ছিলেন তারা এখন নিশ্চিন্তে বাড়ি ফিরতে পারেন।

যুদ্ধ পর্যবেক্ষণ গ্রুপ সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলেছে একটি ব্যক্তিগত বিমান দামেস্ক বিমানবন্দর থেকে উড়ে গেছে এবং 'সম্ভবত এতেই প্রেসিডেন্ট আসাদ ছিলেন'।

রাজধানীতে প্রবেশ শুরুর আগে বিদ্রোহীরা দেশটির তৃতীয় বৃহত্তম শহর হোমসের নিয়ন্ত্রণ নিয়েছে।

দামেস্কে প্রবেশের ঘটনাকে বিদ্রোহী ইসলামপন্থী হায়াত তাহরির আল-শামস বা এইচটিএস এর প্রধান 'ঐতিহাসিক মূহুর্ত' হিসেবে আখ্যায়িত করেছেন।

এদিকে, দামেস্কের প্রাণকেন্দ্র উমায়াদ স্কয়ারে লোকজন উৎসব শুরু করেছে বলে খবর পাওয়া যাচ্ছে। এই এলাকাতেই সেখানকার প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সশস্ত্র বাহিনীর দপ্তরসহ সরকারি সংস্থাগুলোর কার্যালয়।

হঠাৎ করে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট সামরিক শাসন জারি এবং প্রত্যাহর কেন?

No comments

Wednesday, December 4, 2024

 


এশিয়ার গণতান্ত্রিক দেশ হিসেবে পরিচিত এই দেশটিতে গত ৫০ বছরের মধ্যে এই প্রথম মার্শাল ল বা সামরিক আইন জারি করা হলে তাতে হতবাক হন দেশটির মানুষ।

প্রেসিডেন্ট ইউন সুক ইওল মঙ্গলবার রাতে এক টেলিভিশন ঘোষণায় ‘রাষ্ট্র বিরোধী শক্তি’ এবং উত্তর কোরিয়ার হুমকির কথা উল্লেখ করে সামরিক আইন জারির ঘোষণা দিয়েছিলেন।

তবে এর কিছুক্ষণ পরই পরিষ্কার হয়ে যায় যে- কোন বিদেশি হুমকি নয়, বরং তার নিজের রাজনৈতিক সংকটের কারণেই তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন।

এরপর হাজার হাজার মানুষ এর প্রতিবাদে পার্লামেন্টের সামনে সমবেত হয়। অন্যদিকে বিরোধী আইন প্রণেতারা দ্রুত পার্লামেন্টে যান জরুরি ভোটের মাধ্যমে প্রেসিডেন্টের সিদ্ধান্ত বাতিলের জন্য চাপ দেয়ার জন্য।

ভোটে পরাজিত হওয়ার কয়েক ঘণ্টা পর তিনি পার্লামেন্টের সিদ্ধান্ত গ্রহণ করেন এবং সামরিক আইন জারির আদেশ প্রত্যাহার করেন।

পর্যবেক্ষকরা বলছেন, প্রেসিডেন্ট ইউন এমনভাবে কাজ করেছেন তাতে মনে হবে তিনি চাপের মুখে এটি করেছেন।

এরপর তিনি ‘সমস্যা তৈরি করছে এমন রাষ্ট্র বিরোধী শক্তিকে ধ্বংস করার জন্য’ সামরিক আইন জারির ঘোষণা দেন।

কবে প্রেসিডেন্টের দায়িত্ব নেবেন ট্রাম্প?

No comments

Wednesday, November 6, 2024

 ছবি: রয়টার্স

মঙ্গলবারের (৫ নভেম্বর) প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। এরপর শুরু হয় ভোট গণনা ও ফল প্রকাশ। এপির তথ্য অনুযায়ী, ৫৩৮টি ইলেক্টোরাল কলেজের মধ্যে রিপাবলিকান ট্রাম্প পেয়েছেন ২৭৭টি। যেখানে বিজয়ী হতে প্রয়োজন ২৭০টি ইলেক্টোরাল কলেজ।

ট্রাম্প এরই মধ্যে প্রয়োজনের তুলনায় ৭টি ভোট বেশি পেয়েছেন। যদিও আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফল ঘোষণা করা হয়নি।

সদ্য নির্বাচিত প্রেসিডেন্টকে সরকার গঠনের জন্য কিছুদিন সময় দেয়া হয়। একে ‘ট্রানজিশন পিরিয়ড’ বা ‘রূপান্তরকালীন সময়’ বলা হয়। এই সময়ের মধ্যে নতুন প্রেসিডেন্ট তার মন্ত্রিসভার সদস্য বাছাই করেন এবং সরকারের কর্মপরিকল্পনা তৈরি করেন।

এরপর নতুন বছরের শুরুতে, জানুয়ারিতে প্রেসিডেন্টের অভিষেক ও শপথ অনুষ্ঠান হয়। রীতি অনুযায়ী, ওয়াশিংটন ডিসির ক্যাপিটল ভবনে নতুন প্রেসিডেন্টের অভিষেক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

গাজার রাফা শহরে কেন্দ্রে ঢুকেছে ইসরাইলি ট্যাংক

No comments

Wednesday, May 29, 2024

 আন্তর্জাতিক ডেস্ক :

মধ্য রাফার আল-আওদা মসজিদের কাছে ইসরাইলি ট্যাংক দেখা গেছে বলে জানান প্রত্যক্ষদর্শীরা

মঙ্গলবার (২৮ মে) প্রথমবারের মতো রাফার কেন্দ্রে পৌঁছেছে ইসরাইলি ট্যাংক। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

গাজা উপত্যকার রাফায় ‘নিরাপদ অঞ্চল’ হিসেবে ঘোষিত একটি শরণার্থীশিবিরে রোববার বিমান হামলা চালায় ইসরাইলি সেনাবাহিনী। এই হামলায় শরণার্থীশিবিরে  নারী ও শিশুসহ অন্তত ৪৫ জন ফিলিস্তিনি নিহত এবং প্রায় আড়াইশজন আহত হয়েছেন।

রাফায় প্রবেশ করেছে ইসরাইলি ট্যাংক। প্রত্যক্ষদর্শীরা জানান, মধ্য রাফার আল-আওদা মসজিদের কাছে ইসরাইলি ট্যাংক দেখা গেছে। ট্যাংকগুলো পশ্চিম রাফার আরও ভেতরে ঢুকে পড়েছে। 


কিছু ট্যাংক পশ্চিম রাফার জুরুব এলাকায় পাহাড়ি উঁচু জায়গায় অবস্থান নিয়েছে। সেখানে হামাসসহ ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনগুলোর সঙ্গে ইসরাইলি বাহিনীর লড়াই চলছে।


প্রত্যক্ষদর্শীরা জানান, রাফায় ইসরাইলি সেনারা দূরনিয়ন্ত্রিত সাঁজোয়াযান ব্যবহার করছে বলে মনে হচ্ছে। কিছু সাঁজোয়াযানের ভেতরে বা আশপাশে তাৎক্ষণিক কোনো সেনার উপস্থিতি লক্ষ্য করা যায়নি।


তবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি ইসরাইলের নিরাপত্তাবাহিনী।

সেপটিক ট্যাংক থেকে মাংসের খণ্ড উদ্ধার করা হয়েছে: ডিবি হারুন

No comments

Tuesday, May 28, 2024

 নিজস্ব প্রতিবেদক, গণজমিন: 



কলকাতার নিউ টাউনে সঞ্জীভা গার্ডেনসের সেপটিক ট্যাংকে যে মাংসের টুকরা পাওয়া গেছে বাংলাদেশের গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান হারু অর রশীদ মঙ্গলবার রাতে সাংবাদিকদের এ তথ্য জানান।

(ডিবি) প্রধান হারুন বলেন, আমরা এখানকার সিআইডিকে অনুরোধ করেছিলাম যেখানে ঘটনা ঘটেছে সেখানকার স্যুয়ারেজ লাইন পরীক্ষা করা হয়।

সিআইডি আজ পরীক্ষা করে বেশ কিছু মাংসের টুকরা উদ্ধার করেছে তবে তা  সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের কি না তা নিশ্চিত করা যাচ্ছে না। সেটা ফরেনসিক করা হবে, ডিএনএ টেস্ট করা হবে। এরপর বোঝা যাবে যাবে, যে মাংসের টুকরা পাওয়া গেছে তা সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের কি না।

ডিবিপ্রধান হারুন বলেন, তার মেয়ে ডোরিন কল করেছিলো, আমি তাকে বলেছি, সম্ভব হলে যেন সে আসে। সে হয়তো অল্প কয়েকদিনের মধ্যে চলে আসবে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে হারুন অর রশীদ বলেন, তদন্ত করতে পারিপার্শ্বিক সাক্ষী দরকার। পুরো মরদেহ না পেলেও খণ্ডিত অংশ হলেও দরকার। আজ যেটা পাওয়া গেছে।  (ভারতে) ফরেনসিক আগেভাগে হয়। এমপি সাহেবের ভাই, মেয়ে আছে। ফরেনসিক হলে ডিএনএ টেস্ট হবে।

মরদেহ উদ্ধারে বিভিন্ন জায়গায় তল্লাশি চলমান থাকবে বলেও জানান (ডিবি) প্রধান হারুন।

কলকাতায় পৌঁছেছে বাংলাদেশের গোয়েন্দা প্রতিনিধি (ডিবি) দল।

No comments

Sunday, May 26, 2024

 কলকাতা প্রতিনিধি

কলকাতা বিমানবন্দরে কথা বলেন ডিবি হারুন অর রশীদ

ভারতের কলকাতায় খুন হওয়া এমপি আনোয়ারুল আজিম আনার খুনের তদন্ত করতে কলকাতায় পৌঁছেছে বাংলাদেশের গোয়েন্দা প্রতিনিধি (ডিবি) দল।

আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে কলকাতার নেতাজী সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদের নেতৃত্বে তিন সদস্যের একটি তদন্ত দল।

 ডিবি প্রধান গণমাধ্যমের মুখোমুখি হয়ে জানান, বাংলাদেশের একজন জনপ্রিয় সাংসদ এমপি আনার। তাকে নৃশংসভাবে হত্যা করে বিদেশের মাটিতে কোথাও ফেলে দেওয়া হয়েছে। এই হত্যার মাস্টারমাইন্ড আখতারুজ্জামানসহ যারা হত্যাকারী সবাই বাংলাদেশি।

 ইতিমধ্যে বাংলাদেশে ৩৬৪ ধারায় অপহরণের মামলা করা হয়েছে। মামলা অনুযায়ী, বাংলাদেশে খুনের পরিকল্পনা হয়েছে এবং কলকাতায় সেই পরিকল্পনা বাস্তবায়ন করা হয়েছে। পরে গুম করার জন্য এমপি আনারের মরদেহের টুকরো বিভিন্ন জায়গায় ফেলে দেওয়া হয়েছে। 

তিনি বলনে,  আমাদের কাজ হচ্ছে, অপরাধ যেখান থেকে শুরু হয়েছে এবং শেষ হয়েছে তা খুঁজে বের করা। তিনি আরও বলেন, পূর্ববঙ্গ কমিউনিস্ট পার্টির নেতা শিমুল বিশ্বাস। তিনি এই পরিকল্পনা বাস্তবায়নে কাজ করেছেন। আর আমানুল্লাহ নামে এ ব্যক্তি ভারতে এসেছেন। তার কাছে অনেক তথ্য পেয়েছি।

 গত বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের বনগাঁ থেকে গ্রেপ্তার করা হয়েছে কসাই জিহাদ হাওলাদারকে। জিহাদকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে, এমপি আনারের লাশের টুকরে ফেলা হয়েছিল ভাঙ্গড়ের কৃষ্ণমাটি এলাকায়। ফলে লাশের টুকরোর সন্ধান পেতে গত তিন ধরে দফায় দফায় কৃষ্ণমাটি এলাকার জিরানগাছা বাগজোলা খাল ও সংলগ্ন এলাকায় তল্লাশি আভিযান চালায় সিআইডি।

 এমনকি অভিযুক্ত জিহাদ হাওলাদারকেও সঙ্গে নিয়ে তল্লাশি অভিযান পরিচালনা করা হয়। পানিতে নামানো হয় কলকাতা পুলিশের দুর্যোগ মোকাবিলা বাহিনীর সদস্যদের। জাল ও যন্ত্রচালিত নৌকা ব্যবহার করেও খুঁজে পাওয়া যায়নি সেই লাশের টুকরো। কিন্তু লাশ বা লাশের টুকরো না পেলে খুনের মামলাও দায়ের করতে পারছে না পুলিশ। 

এই হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড, পরিকল্পনাকারী আখতারুজ্জামান ঘটনার পর ১০ তারিখ বাংলাদেশে আসে। এরপর নেপাল, দুবাই হয়ে যুক্তরাষ্ট্রে চলে গেছে। আমরা বাংলাদেশের ঊর্দ্ধতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি, ইন্টারপোলের সঙ্গে কথা বলেও তাকে কিভাবে আনা যায়, সে ব্যাপারে আলোচনা চলছে।




সাবেক জেনারেল আজিজ ও তার পরিবারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

No comments

Tuesday, May 21, 2024

  নিজস্ব প্রতিবেদক,ঢাকা

সাবেক সেনাপ্রধান জেনারেল  আজিজ আহমেদ



দুর্নীতিতে সম্পৃক্ততার অভিযোগে বাংলাদেশের সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) আজিজ আহমেদ ও তার পরিবারের সদস্যদের ওপর মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে দেশটির পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত  তথ্যে জানানো হয়।

দুর্নীতিতে সম্পৃক্ততার কারণে সাবেক জেনারেল (অব.) আজিজ আহমেদকে, পূর্বে বাংলাদেশের সেনাবাহিনী প্রধান, ডিপার্টমেন্ট অব স্টেট, ফরেন অপারেশন অ্যান্ড রিলেটেড প্রোগ্রামস অ্যাপ্রোপ্রিয়েশনস অ্যাক্টের ৭০৩১ (সি) ধারার আওতায় অন্তর্ভুক্ত করার ঘোষণা দিয়েছে পররাষ্ট্র দপ্তর। 

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর বলেছে, আজিজ আহমেদ তার ভাইকে বাংলাদেশে অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য জবাবদিহি এড়াতে সহযোগিতা করেন। এটা করতে গিয়ে তিনি নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় হস্তক্ষেপের মাধ্যমে উল্লেখযোগ্য দুর্নীতিতে জড়িয়েছেন।

 এছাড়া অন্যায্যভাবে সামরিক খাতে কন্ট্রাক্ট পাওয়া নিশ্চিত করার জন্য তিনি তাঁর ভাইয়ের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেছেন। তিনি নিজের স্বার্থের জন্য সরকারি নিয়োগের বিনিময়ে ঘুষ নিয়েছেন।

 আজিজ আহমেদের বিরুদ্ধে এই ব্যবস্থার মধ্য দিয়ে বাংলাদেশে গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও আইনের শাসন শক্তিশালী করতে যুক্তরাষ্ট্রের অঙ্গীকার পুনরায় নিশ্চিত করা হলো বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র।


আশঙ্কাজনক অবস্থায় পুতিনের ঘনিষ্ঠ মিত্র রমজান কাদিরভ হাসপাতালে

No comments

Monday, September 18, 2023

 

 ছবি : রয়টার্স

আশঙ্কাজনক অবস্থায় পুতিনের ঘনিষ্ঠ মিত্র রমজান কাদিরভ হাসপাতালে হাসপাতালে ভর্তি হয়েছেন।

গুরুতর অসুস্থ পুতিনের ঘনিষ্ঠ ভক্ত ও চেচেন নেতা রমজান আখমাতোভিচ কাদিরভ। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক বলে দাবি করেছে ইউক্রেনের গোয়েন্দা সূত্র। নিউইয়র্ক টাইমস ও ইয়াহু নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

তিনি আগে থেকেই নানা ধরনের অসুস্থতায় ভুগছিলেন। সেগুলোই এখন তাকে গুরুতর অসুস্থ করে তুলেছে।

কাদিরভের অসুস্থতার খবর একাধিক সূত্রের মাধ্যমে নিশ্চিত হওয়া গেছে বলে জানিয়েছেন ইউক্রেনের এই সামরিক কর্মকর্তা। তবে কোনও ধরনের আঘাতের কারণে তিনি অসুস্থ হয়ে পড়েননি বলে জানিয়েছেন আন্দ্রি ইউসভ।

২০০৭ সাল থেকে চেচেন প্রজাতন্ত্রের নেতা কাদিরভ। ২০১৪ সালে রাশিয়া ইউক্রেনের ক্রিমিয়া উপদ্বীপ দখলের সময় থেকেই তিনি ক্রেমলিনের একজন ঘনিষ্ঠ মিত্র। ইউক্রেনে রুশ বাহিনীর সর্বাত্মক যুদ্ধের পক্ষে সমর্থন দিয়ে যাচ্ছেন তিনি।

ওয়াগনারের অনেক পেশাদার সৈন্য ছিলেন যারা চেচেন যুদ্ধে বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াই করেছিলেন। এক সময় রমজান কাদিরভ নিজেও ছিলেন সেই বিদ্রোহীদের মধ্যে। তাই জাতিগতভাবে চেচেনদের জন্য ওয়াগনার বাহিনীতে যোগদান নিষিদ্ধ করা হয়েছিল।

ইউক্রেন যুদ্ধে প্রিগোজিন এবং রমজান কাদিরভের মধ্যে একটি মিল দেখা গেছে। তারা দুজনেই রাশিয়ার সামরিক নেতৃত্বের বিরুদ্ধে সমালোচনা করেছেন। তারা দুজনেই রাশিয়ার সামরিক নেতৃত্বকে অযোগ্য বলে আক্রমণ করেছেন এবং এর মাধ্যমে তারা নিজেদের ভাড়াটে বাহিনীকে সামনে নিয়ে এসেছেন।

ইউক্রেনে রাশিয়ার চলমান যুদ্ধে ‘কর্নেল জেনারেল’ হিসেবে দায়িত্ব পালন করছেন কাদিরভ। গত জুলাইয়ে নিজের অধীনস্ত কিছু চেচেন সেনাকে বাখমুতের রক্তক্ষয়ী যুদ্ধে মোতায়েন করেন তিনি।

হুমকির মুখে এখন গণতন্ত্র : জাতিসংঘ মহাসচিব

No comments

Friday, September 15, 2023

 নিজস্ব প্রতিবেদন : গণজমিন

আন্তোনিও গুতেরেস

আজ শুক্রবার আন্তর্জাতিক গণতন্ত্র দিবস। এ উপলক্ষে গতকাল দেওয়া এক বিবৃতিতে গণতন্ত্র হুমকির মুখে রয়েছে মন্তব্য করে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, মানুষের অধিকার চর্চার জায়গা দিন দিন সংকুচিত হয়ে আসছে।

জাতিসংঘের মহাসচিব বলেন, ‘গণতান্ত্রিক ব্যবস্থার যে প্রতিশ্রুতি, তা আমরা এই দিবসে উদ্‌যাপন করছি। একই সঙ্গে বর্তমানের অস্থির ও উত্তেজনাপূর্ণ সময়ে গণতন্ত্র যে হুমকির মুখোমুখি, তা–ও স্বীকার করে নিচ্ছি।’
গুতেরেস বলেন, মিথ্যা ও অপতথ্য মানুষকে বিভ্রান্ত করছে, সমাজকে মেরুকরণের দিকে ঠেলে দিচ্ছে। এ ছাড়া প্রতিষ্ঠানগুলোর প্রতি যে আস্থা, সেটাও নষ্ট করে দিচ্ছে এমন মিথ্যা ও অপতথ্য।


এতে তিনি বলেন, গণতন্ত্র, আইনের শাসন ও মানবাধিকারের প্রতি যে শ্রদ্ধবোধ, তা আসলে সমৃদ্ধ, সহনশীল, অন্তর্ভুক্তিমূলক ও শান্তিপূর্ণ সমাজের মূলভিত্তি। সমাজের প্রত্যেক মানুষের মর্যাদা ও অধিকার রক্ষা, টেকসই উন্নয়ন ও স্বাধীনতা রক্ষাকবচও গণতন্ত্র ও আইনের শাসন।


এবারের আন্তর্জাতিক গণতন্ত্র দিবসের প্রতিপাদ্য ‘পরবর্তী প্রজন্মের ক্ষমতায়ন’। জাতিসংঘের মহাসচিব বলেন, বর্তমান সময়ে এবং ভবিষ্যতে গণতন্ত্রের সুরক্ষার ক্ষেত্রে শিশু ও তরুণদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সুযোগ দিতে হবে।

আন্তর্জাতিক গণতন্ত্র দিবসের এবারের প্রতিপাদ্য ‘পরবর্তী প্রজন্মের ক্ষমতায়ন’। গুতেরেস বলেন, বর্তমান সময়ে এবং ভবিষ্যতে গণতন্ত্রের সুরক্ষার ক্ষেত্রে শিশু ও তরুণদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সুযোগ দিতে হবে।

জি-২০ এর আদ্যেপান্ত

No comments

Monday, September 11, 2023

নিজস্ব প্রতিবেদন : গণজমিন 
তথ্যসূত্র : অনলাইন, উইকিপিডিয়া

জি-২০ এর আদ্যেপান্ত
ভারতের রাজধানী নয়াদিল্লিতে ২০২৩ সালের ‘জি-২০ শীর্ষ সম্মেলন’

জি-২০ এর পূর্ণরূপ :

 গ্রুপ অব টোয়েনটি ফিন্যানস মিনিস্টারস অ্যান্ড সেন্টাল ব্যাংক গভর্নরস ( জি-২০, গ্রুপ অব   টোয়েনটি ) ।

জি-২০ এর জন্ম ও ইতিহাস : 

বিশ্বের অর্থনৈতিক সংকটের পরিপ্রেক্ষিতে ১৯৯৯ সালে গঠিত হয়েছিল গ্রুপ অব টোয়েনটি বা জি-২০। এটি মূলত বিভন্ন রাষ্টের অর্থমন্ত্রী এবং কেন্দ্রীয় ব্যােঙ্কের গভর্নরদের একটি সভা ছিল। সভার লক্ষ ছিল, বৈশিক অর্থনৈতিক ও আর্থিক সঙ্কট সমাধানের জন্য কার্যকরী নীতিমালা রচনা।

 বর্তমানে এই ফোরামের শীর্ষ সম্মেলনে প্রতিটি সদস্য দেশের রাষ্টপ্রধান, অর্থমন্ত্রী, বিদেশমন্ত্রী, এবং অন্যান্য উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা অংশ নিয়ে থাকেন। এর পাশাপাশি, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা এবং বেসরকারি সংস্থাকেও এই সম্মেলনে অংগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়।

কানাডার সাবেক অর্থমন্ত্রী পলমার্টিন প্রথম জি- ২০ গঠনের প্রস্তাব করেন। ২০০৯ সালের ২৫ সেপ্টেম্বরে জি-২০ এর নেতারা ঘোষণা দেন যে, জি-৮ কে জি-২০ অদূর ভবিষ্যতে প্রতিস্থাপন করবেন। ২০১১ সাল থেকে জি-২০ এর বার্ষিক সম্মেলন নিয়মিত অনুষ্ঠিত হয়ে আসছে।

জি-২০ এর সদস্য সংখ্যা : 

গ্রুপের সদস্য ১৯ টি দেশ এবং ইউরোপীয় ইউনিয়ন। ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট এবং ইউরোপীয়ান সেন্ট্রাল ব্যাংক ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিত্ব করেন। সমষ্টি গত ভাবে জি-২০ এর অন্তরর্ভুক্ত দেশ সমূহ পৃথিবীর মোট জাতীয় উৎপাদনের ৮৫%, বিশ্ববণিজ্যের ৮০%, এবং বিশ্বের প্রায় দুই-তৃতীয়াংশ জনসংখ্যা গঠন করে। 

বর্তমান সদস্য : 

২০২৩ সালের হিসেবে এই গ্রুপের সদস্য সংখ্যা ২০ দেশ ( আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, ব্রাজিল, ইউরোপীয় ইউনিয়ন, কানাডা, চীন, ফ্রান্স, জার্মানি, ভারত, ইন্দোনেশিয়া, ইতালি, জাপান, মেক্সিকো, রাশিয়া, সৌদি আরব, দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ কোরিয়া, তুরষ্ক, যুক্তরাজ্য, এবং মার্কিন যুক্তরাষ্ট। স্পেন এই স্থায়ী আমন্ত্রিতঅতিথি।

পদের আবর্তন : 

কোন সদস্যকে নিদিষ্ট বছরের জন্য জি-২০ নেতাদের বৈঠকে সভাপতিত্বের দায়িত্ব দেওয়া হবে তা নির্ধারণ করতে, ১৯ টি সার্বভৌম দেশকে সর্বোচ্চ চার সদস্যের পাঁচটি ভিন্ন ভিন্ন গ্রুপে বিভক্ত করা হয়। 

পদের আবর্তন :

গ্রুপ ১ :

  অস্ট্রেলিয়া,   কানাডা,  সৌদি আরব,  মার্কিন যুক্তরাষ্ট, 

গ্রুপ ২ :

   ভারত  রাশিয়া,   দক্ষিণ আফ্রিকা,  তুরষ্ক, 

গ্রুপ ৩ :

  আর্জেন্টিনা,   ব্রাজিল,    মেক্সিকো,

 গ্রুপ ৪ : 

  ফ্রান্স,  জার্মানি,  ইতালি,   যুক্তরাজ্য,

 গ্রুপ ৫ :

   চীন,    ইন্দোনেশিয়া,   জাপান,   দক্ষিণ কোরিয়া,


জি-২০ দেশের পদের আবর্তন 

ঢাকায় সের্গেই লাভরভের, সফর

No comments

Tuesday, September 5, 2023

 

রয়টার্স ফাইল ছবি

মুক্তিযুদ্ধে বাংলাদেশের মিত্র সাবেক সোভিয়েত ইউনিয়ন থেকে এ পর্যন্ত কোনো মন্ত্রী বাংলাদেশে আসেননি। গ্লাসনস্ত (উদার সমাজ গঠন) ও পেরেস্ত্রোইকার (অর্থনৈতিক পুনর্গঠন) পথে গিয়ে ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়ন বিলুপ্তির পরও ঢাকা-মস্কো সম্পর্কের ধারাবাহিকতা অব্যাহত রয়েছে। সেই বিবেচনায় সের্গেই লাভরভের সফরটিই হবে রাশিয়ার কোনো পররাষ্ট্রমন্ত্রীর প্রথম বাংলাদেশ সফর।

কূটনৈতিক পর্যবেক্ষকদের মতে, গত বছরের ফেব্রুয়ারিতে ইউক্রেনের সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়ার পর পশ্চিমা চাপে কোণঠাসা রাশিয়া আন্তর্জাতিক পরিমণ্ডলে রাজনৈতিক সম্পৃক্ততা বাড়ানোর বিষয়টি জোর দিচ্ছে। পরিবর্তিত ভূরাজনৈতিক প্রেক্ষাপটে বন্ধুত্ব ঝালাইয়ের পাশাপাশি নতুন বন্ধু খোঁজাও রাশিয়ার অগ্রাধিকার। সে ক্ষেত্রে ঐতিহাসিকভাবে পরীক্ষিত বন্ধুপ্রতিম বাংলাদেশকে স্বাভাবিকভাবেই পাশে চাইবে তারা।

চিরাচরিতভাবে কোনো দেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে নীরব রাশিয়া বছরখানেক ধরে বাংলাদেশের বিষয়ে নিজেদের সরব উপস্থিতির জানান দিয়ে আসছে। সেটি ঢাকায় সামাজিক যোগাযোগমাধ্যম এবং মস্কোর নিয়মিত সংবাদ সম্মেলনে স্পষ্ট করেছে দেশটি।

দীর্ঘদিনের প্রথা ভেঙে রাশিয়ার এই খোলস ছেড়ে বের হওয়ার নেপথ্যে যে যুক্তরাষ্ট্রের সঙ্গে বিরোধ, সেটি রাশিয়া মোটেও গোপন করছে না। বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন চেয়ে যুক্তরাষ্ট্র ও ইউরোপের রাজনীতিবিদদের ভূমিকাকে নব্য উপনিবেশবাদ হিসেবে আখ্যায়িত করেছে রাশিয়া। মস্কো মনে করে, এ ধরনের পদক্ষেপ একটি সার্বভৌম রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে ‘নির্লজ্জ হস্তক্ষেপ’।

অবশ্য ঢাকাকে যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘দ্বৈরথের ক্ষেত্র’ বানানোর নেপথ্যে ছিল মার্কিন নিষেধাজ্ঞা। এই নিষেধাজ্ঞার তালিকায় থাকা জাহাজে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের পণ্য খালাস করতে গিয়ে বাধার মুখে পড়েছে রাশিয়া। রুশ জাহাজটির নাম ছিল ‘স্পার্টা-৩’। সেটি পরিবর্তন করে ‘উরসা মেজর’ নাম দিয়ে রাশিয়া রূপপুর প্রকল্পের পণ্য পরিবহন করছিল।

কিন্তু ঢাকায় মার্কিন দূতাবাস নিষেধাজ্ঞার প্রসঙ্গটি উল্লেখ করে কূটনৈতিক পত্র দেওয়ার পর বাংলাদেশ উরসা মেজরকে এ দেশের জলসীমায় ঢুকতে দেয়নি। পরে তৃতীয় দেশে গিয়ে রাশিয়া ওই পণ্য খালাস করতে বাধ্য হয়েছে। ঘটনাটি গত ডিসেম্বরের।

তাতার মুসলিম ইউক্রেনের নতুন প্রতিরক্ষামন্ত্রী

No comments

Monday, September 4, 2023

 

ফাইল ছবি: রয়টার্স

নতুন প্রতিরক্ষামন্ত্রী হিসেবে রুস্তম উমেরভকে মনোনীত করেছেন ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী ওলেকসি রেজনিকভকে বরখাস্ত করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

গতকাল রোববার রাতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এসব সিদ্ধান্তের কথা জানান জেলেনস্কি। তিনি বলেন, ‘আমি মনে করি, প্রতিরক্ষা মন্ত্রণালয়কে নতুন করে সাজানোর প্রয়োজন রয়েছে।’

রুস্তমের বয়স এখন ৪১ বছর। তিনি ক্রিমিয়ার তাতার বংশোদ্ভূত। এই তাতাররা সুন্নি মুসলমান। তাদের পূর্বপুরুষদের বসবাস ছিল ক্রিমিয়া উপদ্বীপে। ২০১৪ সালে উপদ্বীপটি ইউক্রেনের কাছ থেকে দখল করে নেয় রাশিয়া।  

রুস্তমের পূর্বপুরুষ একসময় ক্রিমিয়ায় বসবাস করত। তবে ১৯৪৪ সালে তৎকালীন সোভিয়েত ইউনিয়নের নেতা জোসেফ স্তালিনের নির্দেশে ১ লাখ ৮০ হাজার তাতারকে ক্রিমিয়া থেকে উজবেকিস্তানে নির্বাসনে পাঠানো হয়। ফলে চলে যেতে হয় রুস্তমের পরিবারকেও।

উজবেকিস্তানের সমরখন্দ শহরে জন্ম রুস্তমের। পরে গত শতকের আশির দশকের শেষ ও নব্বইয়ের দশকের শুরু দিকে তাতারদের ক্রিমিয়ায় পুনর্বাসন করা হয়। তখন রুস্তম ও তাঁর পরিবার আবার ক্রিমিয়ায় ফিরে আসে।

Don't Miss
© all rights reserved
made with গণজমিন মিডিয়া লিমিটেড ২০২৪