Responsive Ad Slot




Showing posts with label ফুটবল. Show all posts
Showing posts with label ফুটবল. Show all posts

২০৩০ ফুটবল বিশ্বকাপে খেলবে ৬৪ দল!

No comments

Friday, March 7, 2025

 


বিশ্বকাপের শতবর্ষপূর্তি উপলক্ষে ৬৪ দল খেলানোর প্রস্তাব যাচাই-বাছাই করে দেখছে ফিফা। 

ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য টাইমস’ জানিয়েছে, উরুগুয়ের ফিফা কাউন্সিল সদস্য ইগানাসিও আলোনসো গত বুধবার ফিফার বৈঠকে এই প্রস্তাব দেন। সেখানে ফুটবল-সংশ্লিষ্ট সিনিয়র ব্যক্তিত্বরা এ নিয়ে শঙ্কার কথাও জানান। তবে ফিফা প্রেসিডেন্ট গিয়ানন্নি ইনফান্তিনো নাকি এই প্রস্তাব বিবেচনা করে দেখার কথা বলেছেন।

১৯৩০ সাল থেকে ১৩ দল নিয়ে হয় আয়োজিত প্রথম বিশ্বকাপ। এরপর সংখ্যা বদলেছে। শেষবার  ১৯৯৮ সালে ফ্রান্স বিশ্বকাপ থেকে শুরু হওয়ার পর ২০২২ কাতার বিশ্বকাপ দিয়ে শেষ হয়েছে ৩২ দলের বিশ্বকাপ অধ্যায়ও। ২০২৬ আসরে যা বেড়ে ৪৮ হচ্ছে।

এবার ২০৩০ বিশ্বকাপে এটা ৬৪-এ নিয়ে যাওয়ার ভাবনা ফুটবল বিশ্বকে চমকে দিয়েছে।

প্রস্তাবিত ৬৪ দলের বিশ্বকাপ নিয়ে একটি বিবৃতিও দিয়েছে ফিফা, ‘২০৩০ সালে শতবর্ষ উদ্‌যাপন উপলক্ষে ৬৪ দল নিয়ে বিশ্বকাপ আয়োজনের প্রস্তাবটি যাচাই করা হচ্ছে।

২০২৬ বিশ্বকাপের পরই ফিফা ২০৩০-এর জন্য চূড়ান্ত ঘোষণা দেবে, আর পুরো ফুটবল বিশ্ব তাকিয়ে আছে সেই ঐতিহাসিক ঘোষণার অপেক্ষায়!

টিভিতে দেখা যাবে যেসব খেলা (১৯ আগস্ট)

No comments

Monday, August 19, 2024

 


ইংলিশ প্রিমিয়ার লিগ ও লা লিগায় আজ রয়েছে একটি করে ম্যাচ। সেখানে নিজেদের স্ব স্ব ম্যাচে মাঠে নামবে টটেনহাম ও আতলেতিকো মাদ্রিদ।
ফুটবল:
লেস্টার সিটি–টটেনহাম
রাত ১টা, স্টার স্পোর্টস সিলেক্ট-১

খেলার সময়সূচি:

ইংলিশ প্রিমিয়ার লিগ

স্প্যানিশ লা লিগা
ভিয়ারিয়াল–আতলেতিকো মাদ্রিদ
রাত দেড়টা, এ স্পোর্টস

Don't Miss
© all rights reserved
made with গণজমিন মিডিয়া লিমিটেড ২০২৪