Responsive Ad Slot




সারাদেশ

সারাদেশ

২০ হাজার শূন্য পদ রেলওয়েতে

Monday, September 4, 2023

/ by Gono Zamin

ছবি : সংগৃহীত

  রেলপথ মন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন জানিয়েছেন, বাংলাদেশ রেলওয়েতে বর্তমানে বিভিন্ন শ্রেণিতে প্রায় ২০ হাজার শূন্য পদ রয়েছে। জাতীয় সংসদে সরকারি দলের সদস্য এম. আব্দুল লতিফের টেবিলে উপস্থাপিত লিখিত এক প্রশ্নের জবাবে জানান 

তিনি জানান, বাংলাদেশ রেলওয়েতে গত ৯ মাসে বিভিন্ন ক্যাটাগরিতে ২ হাজার ৮৮০ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। জনবল সংকট দূরীকরণের লক্ষ্যে নিয়োগ প্রক্রিয়া চলমান। আশা করা যাচ্ছে দ্রুতই জনবল সংকট নিরসন হবে।

মন্ত্রী জানান, বাংলাদেশ রেলওয়ে আন্তঃনগর ট্রেনসমূহের সেবার মান বৃদ্ধির জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। গত ৫ বছরে ১৩০টি নতুন ব্রডগেজ কোচ, ২৫৮টি মিটারগেজ কোচ, ৩০টি মিটারগেজ এবং ২৫টি ব্রডগেজ লোকোমোটিভ রেলবহরে যুক্ত করা হয়েছে। আরও ৮৯টি মিটারগেজ কোচ, ২২০টি ব্রড গেজ কোচ এবং ৭৫টি মিটারগেজ লাগেজ ভ্যান, ৫০টি ব্রডগেজ লাগেজ ভ্যান, ৫৮০টি মিটার গেজ ওয়াগন, ৪২০টি ব্রডগেজ ওয়াগন ও ১৫টি ব্রডগেজ লোকোমোটিভ সংগ্রহ কার্যক্রম প্রক্রিয়াধীন।

তিনি বলেন, যাত্রীদের ট্রেনে আরোহণ ও অবতরণের সুবিধার্থে প্ল্যাটফরমের উচ্চতা বৃদ্ধি করার কার্যক্রম চলমান। প্রতিবন্ধীদের জন্য স্টেশনগুলোতে হুইল চেয়ার ও র‌্যাম্প রয়েছে। বিনা টিকিটের যাত্রী যাতে স্টেশন বা ট্রেনে প্রবেশ করতে না পারে সেজন্য বড় স্টেশনগুলোতে ফেন্সিং নির্মাণ করা হয়েছে।


Newer Post পরবর্তী সংবাদ Older Post Home

No comments

Post a Comment

Don't Miss
© all rights reserved
made with গণজমিন মিডিয়া লিমিটেড ২০২৪