Responsive Ad Slot




সারাদেশ

সারাদেশ

ইউনূসের বিপক্ষে বিবৃতিতে স্বারক্ষর করবেন না এমরান আহম্মদ ভূইয়া

ইউনূসের বিপক্ষে বিবৃতিতে স্বারক্ষর করবেন না এমরান আহম্মদ ভূইয়া

Tuesday, September 5, 2023

/ by Gono Zamin

 নিজস্ব প্রতিবেদন : গণজমিন

ইউনূসের বিপক্ষে বিবৃতিতে স্বারক্ষর করবেন না এমরান আহম্মদ ভূইয়া

 মুহাম্মদ ইউনূস

ড.  মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে চলা মামলার বিচারিক কার্যক্রম স্থগিত চেয়ে খোলাচিঠি দিয়েছিলেন শতাধিক নোবেল বিজয়ীসহ ১৬০ জনের বেশি বিশ্বনেতা। অ্যাটর্নি জেনারেলের কার্যলয় থেকে প্রতিবাদ জানিয়ে বিবূতি দেওয়ার কথা রয়েছে। এরই মাঝে খোলাচিঠির প্রতিবাদ জানিয়েছে দেশের বিভিন্ন ব্যাক্তি ও সংগঠণ। 

তবে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান আহম্মদ ভূইয়া বলেন, ’আমি এই সিদ্ধান্ত নিয়েছি, এ বিবৃতিতে আমি স্বাক্ষর করবো না।’

এমরান আহম্মদ গতকাল সোমবার সুপ্রিম কোর্টে সাংবাদিকদের বলেন, ‘গত রোববার হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাটর্নি জেনালের অফিসের কর্মত সবাইকে স্বাক্ষর করার জন্য বলা হযেছে। কিন্তু আমি স্বাক্ষর করবো না। ’আমি মনে করি, ড. ইউনূস একজন সম্মানিত ব্যাক্তি’। তাঁর সম্মানহানি করা হচ্ছে, এটা বিচারিক হয়রানি। 

ডেপুর্টি অ্যাটনি জেনারেল আর বলেন, ‘বিবৃতি দিয়েছেন যুক্তরাষ্টের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন সহ নোবেলজয়ীরা। আমি এদের বিবৃতির সঙ্গে একমত।'

তবে ডেপুর্টি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক বলেন, আমাদের স্বাধীন বিচার বিভাগের ওপর হস্তক্ষেপ করা ঠিক না। সেক্ষেত্রে সুপ্রিম কোর্টের যারা সিনিয়র আাইনজীবী, যারা এই বিচার ব্যাবস্থা দেখছেন, তাদের মধ্যে বোধোদয় হচ্ছে, বিদেশিদের বিবৃতি সঠিক নয়, এটা প্রত্যাহার করা উচিত। সে কারণেই সাধারণ আইনজীবী একটি বিবৃতি দেওয়ার ব্যাবস্থা করেছেন। আমরা এই বিবৃতিতে স্বাক্ষর করেছি।  

Newer Post পরবর্তী সংবাদ Older Post Home

No comments

Post a Comment

Don't Miss
© all rights reserved
made with গণজমিন মিডিয়া লিমিটেড ২০২৪