Responsive Ad Slot




সারাদেশ

সারাদেশ

কোকাকোলার বিজ্ঞাপনের সাথে নাটক বয়কট না করার আহ্বান :কাজল আরেফিনের

Wednesday, June 12, 2024

/ by Gono Zamin

 



ব্যাচেলর পয়েন্টখ্যাত  শরাফ আহমেদ জীবন এবং শিমুল শর্মার কোমল পানীয় কোকাকোলার বিজ্ঞাপনে কাজ করা নিয়ে অনলাইন-অফলাইনে চলছে ব্যাপক সমালোচনা।  সমালোচনায় এসেছে ব্যাচেলর পয়েন্ট এবং ফিমেল নাটকের নির্মাতা কাজল আরেফিন অমির নামও।

অনেকে ফিম্যাল-৪ বয়কটের ডাক দিয়েছে , এসব বিষয়ে মঙ্গলবার বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যমে মন্তব্য করেছেন , বিজ্ঞাপনটিতে তার সঙ্গে নিয়মিত কাজ করা কয়েকজন শিল্পী কাজ করেছেন। তবে এরসঙ্গে তার কোনো যোগসূত্র নেই। দর্শকদের এ নিয়ে বিভ্রান্ত না হওয়ারও আহ্বান জানিয়েছেন তিনি।

ফেসবুকে  তিনি লিখেছেন, মানবতা ও বিবেক এ দুটি বিষয় একজন মানুষকে পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তোলে।  আমি সব সময় চেষ্টা করি আমার কাজের মাধ্যমে মানবতা এবং বিবেককে জাগ্রত রাখতে। আমি সব সময় চেষ্টা করি সাধারণ মানুষের হয়ে কথা বলতে। 

সাধারণ মানুষের জীবনের ছোট-ছোট  বিষয় তুলে ধরতে আমার কাজের মাধ্যমে। তারই ধারাবাহিকতায় আমি বানিয়েছিলাম বিদেশ, কিডনি, দই, শেষমেশ এবং আপনাদের ভালোবাসায় আজকে আমি এখানে। আমি আবেগ আপ্লুত এবং কৃতজ্ঞ আপনাদের প্রতি।

তিনি বলেন, একটি বিজ্ঞাপনের সঙ্গে সম্পৃক্ত থাকে একটি এজেন্সি, কোম্পানি এবং বিজ্ঞাপন নির্মাতা। গতকাল থেকে যে বিজ্ঞাপনের ইস্যু নিয়ে আমার দর্শক, আমার পরিবার ও দেশবাসী বিভিন্ন প্রতিক্রিয়া জানাচ্ছেন। আমি সবার কাছে একটি বিষয় পরিষ্কার করতে চাই যে, উক্ত বিজ্ঞাপনের সঙ্গে আমি কোনোভাবেই সম্পৃক্ত নই। আমি একজন পরিচালক।

 কোনো অভিনেতা-অভিনেত্রী যখন আমার প্রজেক্টে কাজ করতে আসে আমি শুধুমাত্র তাদের ডিরেকশন দেই। তাদের ব্যক্তিগত জীবন, তাদের কাজ, তাদের পথ চলা- এর কোনো কিছুর সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। অবশ্যই তারা আমার টিম মেম্বার, কিন্তু সেটা শুধুমাত্র যখন তারা আমার কাজ করবে তখন। এর বাইরে তাদের ব্যক্তিগত জীবন আছে।

ফিম্যাল-৪ নাটকটি দেখার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আপনারা যারা তাদের (অভিনেতা) ওপর অভিমান করে বলছেন, আমাদের কষ্টে বানানো ফিমেল-৪ দেখবেন না, অভিমান করে বলছেন, আমরা বয়কট করছি ফিমেল ৪। আপনারা নিশ্চয়ই পরিবারের একজন ভুল করলে সেই পরিবারের অন্য সদস্যদের শাস্তি দিবেন না।

 আমরা যারা একসঙ্গে কাজ করি আমরা সবাই একই পরিবারের সদস্য। আমাদের পরিবারের কেউ ভুল করে থাকলে, সে তার ভুল বুঝতে পারে এবং সে যদি ক্ষমাপ্রার্থী হয়, অবশ্যই আমরা চাইবো তাকে যেন দেশবাসী এবং সাধারণ মানুষ ক্ষমা করে দেয়।

Newer Post পরবর্তী সংবাদ Older Post Home

No comments

Post a Comment

Don't Miss
© all rights reserved
made with গণজমিন মিডিয়া লিমিটেড ২০২৪