Responsive Ad Slot




সারাদেশ

সারাদেশ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল কর্মকর্তা ৯ দফা সম্পর্কে অবগত নবনিযুক্ত উপাচার্য

Friday, September 6, 2024

/ by Gono Zamin

 


জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য ড. এস এম আমানুল্লাহ এর সাথে শিক্ষার্থীদের সাক্ষাৎ সম্পন্ন।

পরীক্ষা নিয়ন্ত্রক সহ জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল কর্মকর্তা ৯ দফা সম্পর্কে অবগত। কলেজ থেকে পাঠানো স্মারকলিপি মেইল/ডাকযোগে জাতীয় বিশ্ববিদ্যালয় এসে পৌঁছেছে। এসব বিষয় উনারা ফাইল আকারে রেখেছেন এবং খুবই গুরুত্ব সহকারে দেখছেন। খুব শীগ্রই এসব বিষয় একাডেমিক মিটিং এ তুলে ধরা হবে।

উপাচার্য ড. এস এম আমানুল্লাহ স্পষ্ট কথা ক্লাস না করে পরীক্ষা দেয়ার কথা ভুলে যেতে হবে। একাডেমিক ক্যালেন্ডার হবে সেটা সঠিক ভাবে মেইনটেইন করা হবে। একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী ফরম পূরণ,পরীক্ষা, ফল প্রকাশ করা হবে নির্ধারিত সময়ে।
banner
পরীক্ষার উত্তরপত্র রিভিউ/পুনঃমুল্যায়ন নিয়েও খুব ভাল সিদ্ধান্ত আসবে।
এ বছরের শেষে সমাবর্তন আয়োজনের কথা ছিল আগেই এটা নিয়ে খুব শীগ্রই একটা মিটিং করবেন নবনিযুক্ত উপাচার্য।
সিলেবাসের কাজ অনেক আগেই শুরু হয়েছে এখানেও অনেক পরিবর্তন আসবে। প্রেজেন্টেশন/এসাইনমেন্ট যুক্ত হবে।
মাল্টিমিডিয়া সেন্টার হবে সেখানে কল সেন্টারে যোগাযোগের জন্য একটি নাম্বার সচল থাকবে যেন শিক্ষার্থীরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাথে যোগাযোগ করতে পারে।

রেজাল্টের সার্ভারের লোড বাড়ানো হবে।
একাডেমিক সার্ভিস গুলো আরো ডিজিটাল হবে এবং নাম সংশোধন থেকে শুরু করে সকল সার্ভিস একটি নির্দিষ্ট সময় শেষ হবে এবং দ্রুত নিষ্পত্তি করা হবে।

একাডেমিক মিটিং এ এসব বিষয় নিয়ে দ্রুত আলোচনা করা হবে কলেজ অধ্যক্ষরা এখেনে উপস্থিত থাকবেন। যারা স্মারকলিপি দিয়েছেন তাদের আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আপনাদের কার্যক্রমের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয় দ্রুত পদক্ষেপ নিবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য ড. এস এম আমানুল্লাহ।
Newer Post পরবর্তী সংবাদ Older Post Home

No comments

Post a Comment

Don't Miss
© all rights reserved
made with গণজমিন মিডিয়া লিমিটেড ২০২৪