![]() |
| ছবি: রয়টার্স |
মঙ্গলবারের (৫ নভেম্বর) প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। এরপর শুরু হয় ভোট গণনা ও ফল প্রকাশ। এপির তথ্য অনুযায়ী, ৫৩৮টি ইলেক্টোরাল কলেজের মধ্যে রিপাবলিকান ট্রাম্প পেয়েছেন ২৭৭টি। যেখানে বিজয়ী হতে প্রয়োজন ২৭০টি ইলেক্টোরাল কলেজ।
ট্রাম্প এরই মধ্যে প্রয়োজনের তুলনায় ৭টি ভোট বেশি পেয়েছেন। যদিও আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফল ঘোষণা করা হয়নি।
সদ্য নির্বাচিত প্রেসিডেন্টকে সরকার গঠনের জন্য কিছুদিন সময় দেয়া হয়। একে ‘ট্রানজিশন পিরিয়ড’ বা ‘রূপান্তরকালীন সময়’ বলা হয়। এই সময়ের মধ্যে নতুন প্রেসিডেন্ট তার মন্ত্রিসভার সদস্য বাছাই করেন এবং সরকারের কর্মপরিকল্পনা তৈরি করেন।
এরপর নতুন বছরের শুরুতে, জানুয়ারিতে প্রেসিডেন্টের অভিষেক ও শপথ অনুষ্ঠান হয়। রীতি অনুযায়ী, ওয়াশিংটন ডিসির ক্যাপিটল ভবনে নতুন প্রেসিডেন্টের অভিষেক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

No comments
Post a Comment