যমুনা নদীতে নব নির্মিত রেল সেতুর নাম পরিবর্তন করে নতুন নাম করা হয়েছে ‘যমুনা রেল সেতু’। প্রথমে এই সেতুর নাম রাখা হয়েছিল ‘বঙ্গবন্ধু রেল সেতু’।
(২২ ডিসেম্বর) দুপুরে বিষয়টি জানিয়েছেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন।
তিনি বলেন, ‘যমুনা নদীতে নির্মিত নতুন রেল সেতুর নাম বঙ্গবন্ধু রেল সেতু থাকছে না। এটি এখন ‘যমুনা রেল সেতু’ নামেই উদ্বোধন করা হবে। ২০২৫ সালের জানুয়ারি মাসে এই রেল সেতু উদ্বোধন করা হতে পারে।’
বর্তমান যমুনা বঙ্গবন্ধু বহুমুখী সেতুর নানা সমস্যার কথা উল্লেখ করে রেলওয়ের মহাপরিচালক বলেন, এখন যমুনা বঙ্গবন্ধু বহুমুখী সেতুর ওপর একটি লাইন হওয়ায় দুই পাড়ের স্টেশনে সিগন্যালের জন্য অপেক্ষা করতে হচ্ছে দীর্ঘসময়। এতে মাত্র ৫ কিলোমিটার পথ পাড়ি দিতে লাগছে এক ঘণ্টার বেশি।
এই দুর্ভোগ থেকে যাত্রীদের মুক্তি দিতে বিগত আওয়ামী লীগ সরকার ২০২০ সালের ৩ মার্চ বঙ্গবন্ধু বহুমুখী সেতুর সমান্তরালে ডুয়েলগেজ ডাবল ট্র্যাকের ৪ দশমিক ৮০ কিলোমিটার দীর্ঘ রেলসেতু নির্মাণের পরিকল্পনা অনুমোদন করে। প্রকল্প ব্যয় ধরা হয় ১৬ হাজার ৭৮০ কোটি টাকা।
রেলের মহাপরিচালক আফজাল হোসেন বলেন, রেলে ইঞ্জিনের সংকট রয়েছে৷ চাইলেও নতুন ট্রেন দিতে পারছি না৷ তবে রাষ্ট্রপতি অনুরোধ করেছিলেন, পাবনাবাসীর জন্য কোনও নতুন ট্রেন পরিচালনা করা যায় কিন। সেটি নিয়ে আমরা ভাবছি।
No comments
Post a Comment