Responsive Ad Slot




সারাদেশ

সারাদেশ

ক্লাস চলাকালীন সমাবেশে বাধ্য করায় টাঙ্গাইলে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল-সমাবেশ

Wednesday, July 30, 2025

/ by Gono Zamin

 


টাঙ্গাইলে এনসিপির পদযাত্রায় শিক্ষার্থীদের যেতে ‘বাধ্য করার’ প্রতিবাদে বিক্ষোভ

টাঙ্গাইলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রায় শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীদের যেতে বাধ্য করার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। পরে তারা টাঙ্গাইল  প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে। এ সময় তারা ‘শিক্ষা প্রতিষ্ঠানে রাজনীতি চলবে না, চলবে না, চলবে না’ বলে বিভিন্ন স্লোগান দেন। 

মানববন্ধনে বক্তব্য রাখেন- বর্তমান শিক্ষার্থী সাইফুল বারী, সাবেক শিক্ষার্থী তানজিল আহমেদ ও সজিব আহমেদ প্রমুখ। 

বক্তারা বলেন, গত ২৯ জুলাই শহরের নিরালার মোড়ে জাতীয় নাগরিক পার্টির পদযাত্রায় অংশ নেওয়ার জন্য ক্লাস চলাকালে এনসিপির নেতৃবৃন্দ বিন্দুবাসিনী সরকারি বিদ্যালয়ে ক্লাস রুমে প্রবেশ করেন। এ সময় তারা অরাজনৈতিক কথা বলে শিক্ষকদের অনুমতি ছাড়াই শিক্ষার্থীদের এনসিপির সমাবেশে যেতে বাধ্য করেন। একপর্যায়ে এনসিপির নেতৃবৃন্দের সঙ্গে শিক্ষকদের কথা কাটাকাটি হয়। পরবর্তীতে বাধ্য হয়েই শিক্ষা প্রতিষ্ঠানটি ছুটি দেওয়া হয়।

তারা আরও বলেন, যারা শিক্ষার্থীদের রাজনৈতিক অনুষ্ঠানে যেতে বাধ্য করেছেন, আমরা তাদের শাস্তির দাবি করছি। একই সঙ্গে ঘটনায় জড়িতদের জনসম্মুখে ক্ষমা চাওয়ার আহ্বান করছি। তা না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন বক্তারা।

অভিযোগের বিষয়ে টাঙ্গাইল জেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রধান সমন্বয়কারী মাসুদুর রহমান রাসেল বলেন, ‘আমি এ নিয়ে সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের কাছে দুঃখ প্রকাশ করছি। আমরা তাদের বলেছি, ভবিষ্যতে এনসিপির কোনো সভায় তাদের আনা হবে না।’

বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তোফাজ্জাল হোসেন বলেন, ‘জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ বিদ্যালয়ে এসে সকাল ১১টার সময় তাদের পদযাত্রায় ছাত্রদের অংশ নেওয়ার জন্য অনুরোধ করেন। বিদ্যালয়ে ক্লাস চলাকালে ছাত্র দেওয়া সম্ভব নয় বলে জানিয়ে দেই। পরবর্তীতে ১১টা ৪৫ মিনিটে স্কুল ছুটি হওয়ার পর হয়তো ছাত্ররা যেতে পারে। তবে বিষয়টি আমার জানা নেই।’  

উল্লেখ্য মঙ্গলবার সকাল ১১টায় শহরের শামছুল হক তোরণ থেকে জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা বের হওয়ার কথা ছিল। পরে দুপুর ১টার দিকে পদযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহরের নিরালা মোড়ে সমাবেশে মিলিত হয়।

পরবর্তী সংবাদ Older Post Home

No comments

Post a Comment

Don't Miss
© all rights reserved
made with গণজমিন মিডিয়া লিমিটেড ২০২৪