"মিউজিক ফেস্ট" দিয়ে শুরু হচ্ছে ১১তম বাংলাদেশ প্রিমিয়ার লিগের আনুষ্ঠানিক উন্মাদনা। যেখানে পারফর্ম করবেন উপমহাদেশের বিখ্যাত সঙ্গীত শিল্পী পাকিস্তানী রাহাত ফতেহ আলী খান।
মিউজিক ফেস্ট' দিয়ে নতুন বাংলাদেশে প্রথম বিপিএল
No commentsMonday, December 23, 2024
December 23, 2024"মিউজিক ফেস্ট" দিয়ে শুরু হচ্ছে ১১তম বাংলাদেশ প্রিমিয়ার লিগের আনুষ্ঠানিক উন্মাদনা। যেখানে পারফর্ম করবেন উপমহাদেশের বিখ্যাত সঙ্গীত শিল্পী পাকিস্তানী রাহাত ফতেহ আলী খান।
চা শ্রমিকদের পোশাক পরে বাংলাদেশ ও আয়ারল্যান্ড অধিনায়কের ট্রফি উন্মোচন
No commentsWednesday, December 4, 2024
December 04, 2024
সিলেটের চা–শ্রমিকদের ঐতিহ্যবাহী পোশাকে দুই দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ও গ্যাবি লুইস ট্রফি উন্মোচন করেন। ট্রফি উন্মোচনের আগে চা–শ্রমিক হিসেবে প্রতীকী পাতা উত্তোলন করেন জ্যোতি ও লুইস।
ট্রফি উন্মোচন উপলক্ষ্যে চা শ্রমিকদের ঐতিহ্যবাহী পোশাকে চা-বাগানে যান বাংলাদেশ দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি এবং আয়ারল্যান্ডের অধিনায়ক গ্যাবি লুইস। প্রথমে তারা শ্রমিকবেশে কিছু সময় চা পাতা সংগ্রহ করেন এবং ফটোসেশন করেন। পরে ব্যতিক্রমভাবে এই ট্রফি উন্মোচন করেন দুই অধিনায়ক।
সিলেটে আগামীকাল শুরু হচ্ছে বাংলাদেশ-আয়ারল্যান্ড নারী দলের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। টি-টোয়েন্টি সিরিজের আগে আজ বেলা ২টায় মালনীছড়া চা–বাগানে ট্রফি উন্মোচন করেন দুই দলের অধিনায়ক।
বিপিএল মাসকট 'ডানা ৩৬'
No commentsMonday, December 2, 2024
December 02, 2024
উন্মোচন করা হলো ১১তম বিপিএলের মাসকট। জুলাই বিপ্লবকে ধারণ করে বিপিএলের মাসকটের নাম দেয়া হয়েছে ‘ডানা ৩৬’। এর স্লোগান- এসো দেশ বদলাই পৃথিবী বদলাই।
‘ডানা ৩৬’ মাসকট সাম্প্রতিক ছাত্র-নাগরিক আন্দোলন এবং রাজনৈতিক পরিবর্তনের প্রতীক হিসেবে ডিজাইন করা হয়েছে। এই মাসকটটি বাংলাদেশের স্বাধীনতার চেতনা এবং ক্রীড়ামোদীদের ঐক্যবদ্ধ প্রচেষ্টার প্রতীক হিসেবে চিত্রিত করা হয়েছে। এই পায়রার মাসকটটিকে স্বাধীনতার চেতনার সাথে মেলবন্ধন ঘটানোর জন্য ডিজাইন করা হয়েছে, যা খেলাধুলার একটি অপরিহার্য অংশ এবং ক্রিকেট সংস্কৃতিরও একটি মূল প্রতিপাদ্য বিষয়। পায়রাকে শান্তি এবং স্থিতিস্থাপকতার প্রতীক হিসেবে দেখা হয়, যা একটি জাতির শক্তি এবং ঐক্যকে প্রতিফলিত করে।
প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ক্রীড়া মন্ত্রণালয়ের এই আয়োজনে বিসিবি সভাপতি ফারুক আহমেদের নেতৃত্বে উপস্থিত ছিলেন বোর্ড পরিচালক এবং সদস্যরা। বাংলাদেশ জাতীয় দলের বর্তমান অধিনায়ক নাজমুল শান্ত থেকে শুরু করে সাবেক অধিনায়ক তামিম ইকবাল, মুশফিকুর রহীমও ছিলেন সেখানে। এছাড়া উপস্থিত ছিলেন নারী ক্রিকেট দলের সদস্য, ফুটবলসহ বাকি ক্রীড়া ফেডারেশনের কর্তা ব্যক্তি ও খেলোয়াড়রা।
পরিশ্রমী মানুষ কখনো হে'রে যায় না! তার প্রমাণ আফগানিস্তান
No commentsTuesday, June 25, 2024
June 25, 2024বাংলাদেশের বিপক্ষে বৃষ্টি আইনে ৮ রানের জয় পেয়েছে রশিদ খানের দল।
শুরুতে ব্যাট করে আফগানিস্তান ১১৫ রান তোলে, সেমিফাইনালে জায়গা পেতে এই ম্যাচ বাংলাদেশের জিততেই হতো ১২.১ ওভারে। কিন্তু বাংলাদেশকে ১০৫ রানে অলআউট করতে নাভিন উল হক ও রশিদ খান চারটি করে উইকেট নিয়েছেন।
এই ম্যাচের ওপর ঝুলে ছিল অস্ট্রেলিয়ার ভাগ্যও, বাংলাদেশ এই ম্যাচ জিতলেই অস্ট্রেলিয়া সেমিফাইনালে উঠে যেত। কিন্তু আফগানিস্তান ক্রিকেট দল বাংলাদেশকে হারিয়ে দিয়ে নিজেরাই সেমিফাইনালে জায়গা করে নিয়েছে।
এমন এক জয়ে ইতিহাস গড়ার পর আফগানিস্তান ক্রিকেট দলের অধিনায়ক রাশিদ খান বলেন, "এটা আমাদের দেশের জন্য অনেক বড় একটা ব্যাপার,
আমাদের কাছে মনে হয় আমাদের দেশে ক্রিকেটই একমাত্র আনন্দ নিয়ে আসে। আমরা দেশের মানুষকে আনন্দিত করতে পারি এটাই অনেক বড় ব্যাপার"।
আফগানিস্তান সেমিফাইনাল খেলবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে, ভারত সেমিফাইনাল খেলবে ইংল্যান্ডের বিপক্ষে।
বাংলাদেশের বিশ্বকাপ দল ঘোষণা তামিমকে বাদ দিয়ে
No commentsWednesday, September 27, 2023
September 27, 2023
ভারতে বিশ্বকাপের জন্য মঙ্গলবার চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ওই দলে দেশ সেরা ওপেনার ও সাবেক ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের জায়গা হয়নি। তার জায়গায় অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী ২২ বছর বয়সী তানজিদ হাসান তামিম বিশ্বকাপ দলে জায়গা পেয়েছেন।
আগামী ৫ অক্টোবর শুরু হবে বিশ্বকাপ। বাংলাদেশ ৭ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে আসর শুরু করবে। ওই আসরে দলের সহ-অধিনায়ক করা হয়েছে নাজমুল শান্তকে। এর আগে দলের সহ-অধিনায়ক ছিলেন লিটন দাস। কিন্তু ডানহাতি এই ওপেনারের ফর্ম ভালো যাচ্ছে না।
বাংলাদেশের বিশ্বকাপ দলে থাকার কথা ছিল তামিম ইকবালের। কিন্তু তিনি পুরোপুরি ফিট না হওয়ায় বিশ্বকাপ দল থেকে তাকে বাদ দেওয়া হয়েছে। গত জুলাইয়ে আফগানিস্তানের বিপক্ষে সিরিজে প্রথম ওয়ানডে খেলে অবসর ঘোষণা করেছিলেন তিনি। পরে প্রধানমন্ত্রীর আহ্বানে অবসর ভেঙে দলে ফিরেছিলেন।
কোমরে ইনজুরি থাকায় চিকিৎসকের পরামর্শ দিয়ে মাঠে ফেরার প্রক্রিয়া সম্পন্ন করে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে দ্বিতীয় ওয়ানডে খেলে ৪৪ রান করেছিলেন বাঁ-হাতি ওপেনার তামিম। কিন্তু ম্যাচ শেষে কোমরের অস্বস্তির কথা জানান সংবাদ মাধ্যমে।
টিম ম্যানেজমেন্টকেও ব্যথার কথা জানান তামিম। বোর্ডকে বিশ্বকাপের পুরোটা খেলার ব্যাপারে আশ্বস্ত করতে পারেননি তিনি। যে কারণ ‘আনফিট’ তামিমকে দলে নিতে আপত্তি জানান কোচ হাথুরুসিংহে ও অধিনায়ক সাকিব। তাদের চাওয়ায় দল থেকে বাদ দেওয়া হয়েছে দেশের পক্ষে সর্বোাচ্চ ওয়ানডে রান করা তামিমকে।
ভারতকে হারাতে পারবে কি বাংলাদেশ
No commentsFriday, September 15, 2023
September 15, 2023
![]() |
ছবি : সংগৃহীত |
শুক্রবার (১৫ আগস্ট) কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে বিকেল সাড়ে ৩টায় ভারতের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ দল। তবে নিজেদের শেষ ম্যাচটা জয় দিয়ে রাঙাতে টাইগার অধিনায়ক সাকিব।
এশিয়া কাপের সুপার ফোরে টানা দুই হারে বিদায় নিশ্চিত হয়ে গেছে বাংলাদেশের। প্রতিযোগিতায় নিয়মরক্ষার ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে সাকিব আল হাসানের দল। আগেই টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ায় এ ম্যাচে বাংলাদেশ শিবিরে একাধিক পরিবর্তন দেখা যাওয়ার সম্ভাবনাই প্রবল।
ভারতের বিপক্ষে শেষ ম্যাচটা জেতার ইচ্ছার কথা গতকালই জানিয়েছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব। কিন্তু মাঠের খেলায় ভালো করতে পারছে না বাংলাদেশ। রোহিত শর্মার ভারত আছে দুর্দান্ত ফর্মে।
শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ শেষ করে পারিবারিক কারণে বাংলাদেশে ফিরে আসেন মুশফিকুর রহিম। বিসিবি থেকে ছুটির মেয়াদ বাড়ানোর কারণে আর দলের সঙ্গে যোগ দেননি টাইগার উইকেটকিপার। তার দলত্যাগ করায় বাংলাদেশের একাদশে পরিবর্তন আসবে।
ভারতের বিপক্ষে বাংলাদেশের একাদশে ফিরতে পারেন ওপেনার এনামুল হক বিজয়। বাংলাদেশের কোচ ও অধিনায়ক নাঈম শেখের প্রতি আস্থা রাখার কথা কয়েকবার বলেছেন। সেই হিসেবে নাঈমের সঙ্গী হিসেবে দেখা যেতে পারে বিজয়কে।
যথারীতি তিনে আসবেন লিটন দাস, চারে সাকিব আল হাসান, পাঁচে তাওহীদ হৃদয়। ছয় নম্বর পজিশনে শামীমকে এবং সাতে দেখা যেতে পারে মিরাজকে। আট নম্বরে ব্যাট করতে আসবেন নাসুম আহমেদ। বাকি পজিশন গুলোতে তাসকিন, মুস্তাফিজুর, শরীফুল থাকার সম্ভাবনা বেশি।