নিজস্ব প্রতিবেদন : গণজমিন
![]() |
| খালেদা জিয়া |
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অসুস্থ খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন গণতন্ত্র মঞ্চের নেতারা।
হাসপাতাল থেকে ফিরে গণতন্ত্র মঞ্চের সভাপতি মাহমুদুর রহমান মান্না সাংবাদিকদের বলেছেন, খালেদা জিয়া রাজনীতির বিষয়ে নিজে থেকে কিছু বলেননি। তবে তাঁরা দেশের সার্বিক পরিস্থিতি তাঁকে অবহিত করেছেন। তাঁরা যে আগামী অক্টোবর মাস থেকে একটি জোরাল আন্দোলনের প্রস্তুতি নিচ্ছেন, সে কথা জানিয়েছেন। তিনি আন্দোলনের প্রতি তাঁর সমর্থন জানিয়েছেন।
চিকিৎসকদের সঙ্গে কথা বলে তার শারীরিক অবস্থা সম্পর্কে জেনেছি। জোনায়েদ সাকি বলেন, ‘উনি (খালেদা জিয়া) গুরুতর অসুস্থ। তার লিভার ট্রান্সপ্লান্ট করতে হবে।
‘আমরা মনে করি, বাংলাদেশের যেকোনো নাগরিকের এবং তিনি যদি কারাবন্দি হয়ে থাকেন তার চিকিৎসা পাওয়াটা অধিকারের বিষয়। আইনের কোথাও লেখা নেই যে উনি (খালেদা জিয়া) বিদেশে যেতে পারবেন না। এর আগে বাংলাদেশের অনেকে কারাবন্দি অবস্থায়ও সরকার তাদেরকে বিদেশে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করেছেন।
বাংলাদেশের একজন গুরুত্বপূর্ণ নেতা আ স ম আবদুর রবও কারাবন্দি অবস্থায় বিদেশে চিকিৎসার সুযোগ পেয়েছেন।
বাংলাদেশের একজন গুরুত্বপূর্ণ নেতা আ স ম আবদুর রবও কারাবন্দি অবস্থায় বিদেশে চিকিৎসার সুযোগ পেয়েছেন।
ফলে আমরা মনে করি, বেগম খালেদা জিয়া দেশের একজন সিনিয়র নাগরিক, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন। সব অর্থেই তার বিদেশে চিকিৎসা পাওয়ার অধিকার আছে।
প্রতিনিধিদলে জেএসডি সভাপতি আ স ম আবদুর রব, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম, রাষ্ট্র সংস্কার আন্দোলনের সমন্বয়ক হাসনাত কাইয়ুম ছিলেন।

No comments
Post a Comment