Responsive Ad Slot




সারাদেশ

সারাদেশ

রাশিয়ার মুখে হস্তক্ষেপের কথা মানায় না

Wednesday, September 13, 2023

/ by Gono Zamin

 নিজস্ব প্রতিবেদন : গণজমিন

যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার

ঢাকায় দেয়া রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জানিয়ে ম্যাথিউ মিলার বলেছেন, যারা প্রতিবেশি দেশকে আক্রমণ করে নারী-শিশুসহ অসহায় মানুষদের নির্বিচারে হামলা করছে, সেই রাশিয়ার মুখে অন্য দেশের হস্তক্ষেপ নিয়ে কথা বলাটা মানায় না।

মঙ্গলবার স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত ব্রিফিংয়ে লাভরভের ঢাকা সফরকালে দেয়া বক্তব্যের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে এমন মন্তব্য করেন মিলার।

ঢাকায় দেয়া রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের বক্তব্যের জবাবে মিলার বলেন, “রাশিয়া প্রসঙ্গে আমি বলবো, এটি হলো এমন একটি দেশ, যে দেশটি তার পাশ্ববর্তী দুই দেশে আগ্রাসন চালিয়েছে। যারা অন্য একটি দেশে আক্রমণাত্মক যুদ্ধ বাধিয়ে স্কুল, হাসাপাতাল এবং বাসাবাড়িতে নিয়মিত বোমা হামলা চালাচ্ছে। তাদের মুখে অন্য একটি দেশ নির্দেশেনা দিচ্ছে- এমন সমালোচনা মানায় না।

সত্যি কথা বলতে, এটা সের্গেই লাভরভের করা সুচিন্তিত মন্তব্য নয়। যুক্তরাষ্ট্রের নীতি সম্পর্কে আমি বলবো, যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্কের লক্ষ্য হচ্ছে একটি অবাধ, মুক্ত, সমৃদ্ধ, নিবিড় এবং নিরাপদ ইন্দো-প্যাসিফিক অঞ্চল গড়ে তুলা। এটাই এ অঞ্চলের ব্যাপারে আমাদের অবস্থান।”

ব্রিফিংয়ে সিনিয়র সাংবাদিক শফিক রেহমান এবং মাহমুদুর রহমানের বিরুদ্ধে কোর্টকে ব্যবহার করে কারাদন্ড প্রদান এবং নির্বাসিত সাংবাদিক ইলিয়াস হোসেনের মালামাল জব্দ করার বিষয়ে উদ্বেগ জানিয়েছে যুক্তরাষ্ট্র।

তিনি বলেন, আমি প্রায়শই বলে থাকি- সাংবাদিকদের অবশ্যই কোনো ধরনের ভীতি, হয়রানি ও সহিংসতা ছাড়া কাজ করার সুযোগ করে দিতে হবে। বাংলাদেশের যেসব সাংবাদিক সরকারকে জবাবদিহিতার আওতায় নিয়ে আসতে কাজ করে যাচ্ছে তাদের বিরুদ্ধে সরকারের রাষ্ট্রীয় এবং নির্যাতনমূলক আচরণের বিষয়ে আমরা উদ্বিগ্ন।

Newer Post পরবর্তী সংবাদ Older Post Home

No comments

Post a Comment

Don't Miss
© all rights reserved
made with গণজমিন মিডিয়া লিমিটেড ২০২৪