নিজস্ব প্রতিবেদন : গণজমিন
![]() |
ছবি : সংগৃহীত |
মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশ থেকে টাকা পাচার করে ২৫২টি বাড়ি কিনেছেন সরকারি কর্মকর্তা-কর্মচারী। এদের কারো কারো আবার সেখানে একাধিক বাড়ি রয়েছে।
এমন একটা তালিকা সরকারের হাতে রয়েছে বলে জানা গেছে। এসব বিষয়টি নিয়ে কয়েকমাস ধরে তদন্ত করছিল একটি গোয়েন্দা সংস্থা।
এই তালিকায় সচিব পদমর্যাদার কর্মকর্তা ছাড়াও পুলিশের শীর্ষ কর্মকর্তাও রয়েছেন। তারা বর্তমানে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন। বিগত সরকারগুলোর আমলেও আমলা, পুলিশ কর্মকর্তাসহ সরকারি অনেক কর্মকর্তা বিদেশে টাকা পাচার করেছেন। তখনো কয়েকশো সরকারি কর্মকর্তা-কর্মচারীর তালিকা প্রকাশ করা হয়েছিল, যারা বিদেশে টাকা পাচার করেছিলেন। তাদের মধ্যে অনেকেই এখন সেসব বাড়িতে অবস্থান করে দেশের বিরুদ্ধে অপপ্রচার করছেন।
টাকা পাচার করে যুক্তরাষ্ট্রে যারা বাড়ি কিনেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন বিশেষজ্ঞরা।
No comments
Post a Comment