Responsive Ad Slot




সারাদেশ

সারাদেশ

সেপটিক ট্যাংক থেকে মাংসের খণ্ড উদ্ধার করা হয়েছে: ডিবি হারুন

Tuesday, May 28, 2024

/ by Gono Zamin

 নিজস্ব প্রতিবেদক, গণজমিন: 



কলকাতার নিউ টাউনে সঞ্জীভা গার্ডেনসের সেপটিক ট্যাংকে যে মাংসের টুকরা পাওয়া গেছে বাংলাদেশের গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান হারু অর রশীদ মঙ্গলবার রাতে সাংবাদিকদের এ তথ্য জানান।

(ডিবি) প্রধান হারুন বলেন, আমরা এখানকার সিআইডিকে অনুরোধ করেছিলাম যেখানে ঘটনা ঘটেছে সেখানকার স্যুয়ারেজ লাইন পরীক্ষা করা হয়।

সিআইডি আজ পরীক্ষা করে বেশ কিছু মাংসের টুকরা উদ্ধার করেছে তবে তা  সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের কি না তা নিশ্চিত করা যাচ্ছে না। সেটা ফরেনসিক করা হবে, ডিএনএ টেস্ট করা হবে। এরপর বোঝা যাবে যাবে, যে মাংসের টুকরা পাওয়া গেছে তা সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের কি না।

ডিবিপ্রধান হারুন বলেন, তার মেয়ে ডোরিন কল করেছিলো, আমি তাকে বলেছি, সম্ভব হলে যেন সে আসে। সে হয়তো অল্প কয়েকদিনের মধ্যে চলে আসবে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে হারুন অর রশীদ বলেন, তদন্ত করতে পারিপার্শ্বিক সাক্ষী দরকার। পুরো মরদেহ না পেলেও খণ্ডিত অংশ হলেও দরকার। আজ যেটা পাওয়া গেছে।  (ভারতে) ফরেনসিক আগেভাগে হয়। এমপি সাহেবের ভাই, মেয়ে আছে। ফরেনসিক হলে ডিএনএ টেস্ট হবে।

মরদেহ উদ্ধারে বিভিন্ন জায়গায় তল্লাশি চলমান থাকবে বলেও জানান (ডিবি) প্রধান হারুন।

Newer Post পরবর্তী সংবাদ Older Post Home

No comments

Post a Comment

Don't Miss
© all rights reserved
made with গণজমিন মিডিয়া লিমিটেড ২০২৪