Responsive Ad Slot




সারাদেশ

সারাদেশ

গাজার রাফা শহরে কেন্দ্রে ঢুকেছে ইসরাইলি ট্যাংক

Wednesday, May 29, 2024

/ by Gono Zamin

 আন্তর্জাতিক ডেস্ক :

মধ্য রাফার আল-আওদা মসজিদের কাছে ইসরাইলি ট্যাংক দেখা গেছে বলে জানান প্রত্যক্ষদর্শীরা

মঙ্গলবার (২৮ মে) প্রথমবারের মতো রাফার কেন্দ্রে পৌঁছেছে ইসরাইলি ট্যাংক। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

গাজা উপত্যকার রাফায় ‘নিরাপদ অঞ্চল’ হিসেবে ঘোষিত একটি শরণার্থীশিবিরে রোববার বিমান হামলা চালায় ইসরাইলি সেনাবাহিনী। এই হামলায় শরণার্থীশিবিরে  নারী ও শিশুসহ অন্তত ৪৫ জন ফিলিস্তিনি নিহত এবং প্রায় আড়াইশজন আহত হয়েছেন।

রাফায় প্রবেশ করেছে ইসরাইলি ট্যাংক। প্রত্যক্ষদর্শীরা জানান, মধ্য রাফার আল-আওদা মসজিদের কাছে ইসরাইলি ট্যাংক দেখা গেছে। ট্যাংকগুলো পশ্চিম রাফার আরও ভেতরে ঢুকে পড়েছে। 


কিছু ট্যাংক পশ্চিম রাফার জুরুব এলাকায় পাহাড়ি উঁচু জায়গায় অবস্থান নিয়েছে। সেখানে হামাসসহ ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনগুলোর সঙ্গে ইসরাইলি বাহিনীর লড়াই চলছে।


প্রত্যক্ষদর্শীরা জানান, রাফায় ইসরাইলি সেনারা দূরনিয়ন্ত্রিত সাঁজোয়াযান ব্যবহার করছে বলে মনে হচ্ছে। কিছু সাঁজোয়াযানের ভেতরে বা আশপাশে তাৎক্ষণিক কোনো সেনার উপস্থিতি লক্ষ্য করা যায়নি।


তবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি ইসরাইলের নিরাপত্তাবাহিনী।

Newer Post পরবর্তী সংবাদ Older Post Home

No comments

Post a Comment

Don't Miss
© all rights reserved
made with গণজমিন মিডিয়া লিমিটেড ২০২৪