সিলেটের চা–শ্রমিকদের ঐতিহ্যবাহী পোশাকে দুই দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ও গ্যাবি লুইস ট্রফি উন্মোচন করেন। ট্রফি উন্মোচনের আগে চা–শ্রমিক হিসেবে প্রতীকী পাতা উত্তোলন করেন জ্যোতি ও লুইস।
ট্রফি উন্মোচন উপলক্ষ্যে চা শ্রমিকদের ঐতিহ্যবাহী পোশাকে চা-বাগানে যান বাংলাদেশ দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি এবং আয়ারল্যান্ডের অধিনায়ক গ্যাবি লুইস। প্রথমে তারা শ্রমিকবেশে কিছু সময় চা পাতা সংগ্রহ করেন এবং ফটোসেশন করেন। পরে ব্যতিক্রমভাবে এই ট্রফি উন্মোচন করেন দুই অধিনায়ক।
সিলেটে আগামীকাল শুরু হচ্ছে বাংলাদেশ-আয়ারল্যান্ড নারী দলের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। টি-টোয়েন্টি সিরিজের আগে আজ বেলা ২টায় মালনীছড়া চা–বাগানে ট্রফি উন্মোচন করেন দুই দলের অধিনায়ক।
No comments
Post a Comment