Responsive Ad Slot




সারাদেশ

সারাদেশ

থমথমে দহগ্রাম সীমান্ত , অতিরিক্ত সৈন্য মোতায়েন

Sunday, January 12, 2025

/ by Gono Zamin

 


লালমনিরহাটের পাটগ্রামের দহগ্রাম সীমান্তের শূন্যরেখার মধ্যে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) বাংলাদেশের বর্ডারগার্ডকে (বিজিবি) কোনো কিছু না জানিয়ে কাঁটাতারের বেড়া নির্মাণ করেছে। এ নিয়ে বিএসএফ ও বিজিবি উভয় সীমান্তে অতিরিক্ত সৈন্য মোতায়েন করায় গোটা সীমান্তজুড়ে চরম উত্তেজনা দেখা দিয়েছে।

এ ঘটনাকে কেন্দ্র করে সীমান্তে বিএসএফের অসংখ্য সদস্য মোতায়েন করেছে ভারত। গোটা দহগ্রাম ইউনিয়ন সীমান্তে বিজিবিকেও সতর্ক অবস্থান নিতে দেখা গেছে।

এদিকে দহগ্রাম সীমান্তের শূন্যরেখায় আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন করে কাঁটাতারের বেড়া নির্মাণ করার ঘটনায় এখনো থমথমে অবস্থা বিরাজ বিরাজ করছে।

দহগ্রাম সীমান্তবর্তী এলাকার ইউপি সদস্য গোলাম রাব্বানী বলেন, বিএসএফ এর তৎপরতা রুখতে আমরা সদা প্রস্তুত রয়েছি। যে কোন পরিস্থিতিতে আমরা দেশ রক্ষার স্বার্থে ঝাপিয়ে পড়বো। বিজিবির উপর আমাদের আস্থা আছে, আমরা বিজিবির সাথে আছি।

বিজিবি ও সীমান্তের স্থানীয় সূত্র আরো জানায়, ভারতের কোচবিহার রাজ্যের ৬ রাণীনগর বিএসএফ ব্যাটালিয়নের করুণ ক্যাম্পের বিএসএফের সদস্যরা আন্তর্জাতিক সীমান্ত আইন না মেনে শূন্যরেখার দেড়শো গজের একদম শেষ অংশে কাঁটাতারের বেড়া স্থাপন করেছে।

সরেজমিনে দেখা যায়, সীমান্তের শূন্যরেখা বরাবর আধা কিলোমিটারে প্রায় তিন ফুট উঁচু কাঁটাতারের বেড়া স্থাপন করা হয়েছে।

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি), রংপুর ৫১ ব্যাটালিয়নের সহকারী পরিচালক (এডি) ওমর খসরু বলেন, সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণকে কেন্দ্র করে বিএসএফকে বাধা দেওয়া হয়েছিল। বেড়া উঠিয়ে নিতে হবে এ বিষয়ে বিএসএফকে জানিয়ে দেয়া হয়েছে।

Newer Post পরবর্তী সংবাদ Older Post Home

No comments

Post a Comment

Don't Miss
© all rights reserved
made with গণজমিন মিডিয়া লিমিটেড ২০২৪