Responsive Ad Slot




সারাদেশ

সারাদেশ

জানা গেল জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ

Tuesday, December 24, 2024

/ by Gono Zamin

 


সম্প্রতি জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষা এবং ডিগ্রির মান উন্নয়নে আগামী ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে ভর্তি পরীক্ষা গ্রহণের ঘোষণা দেয়া হয়। অধিভুক্ত সব কলেজের স্নাতক সম্মান শ্রেণিতে ভর্তিতে বহুনির্বাচনি প্রশ্ন (এমসিকিউ) পদ্ধতিতে এ ভর্তি পরীক্ষা নেওয়ার ঘোষণা দেয় কর্তৃপক্ষ।

কিন্তু কর্তৃপক্ষ এখনও তারিখ ও পরীক্ষা পদ্ধতির বিষয়গুলো চূড়ান্ত না করায় তারা উদ্বিগ্ন।

তবে এবার শিক্ষার্থী ও অভিবাকদের উদ্বিগ্ন না হওয়ার আহ্বান জানিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মো. নুরুল ইসলাম দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, চলতি সপ্তাহের মধ্যেই ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করব। পদ্ধতি, কি কি বিষয় অন্তর্ভুক্ত হবে এবং কোন কোনটিতে কত নাম্বার সব বিষয় সেখানে উল্লেখ থাকবে। 

তিনি আরও বলেন, সবার চাহিদার কারণে এবার আমরা সিদ্ধান্ত নিয়েছি ভর্তি পরীক্ষার। গত সপ্তাহে আমরা এ সংক্রান্ত একটি নীতিগত সিদ্ধান্ত নিয়েছি। তবে এবার কিছু বিষয় আমরা পরিবর্তন নিয়ে এসেছি। সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার্থীরা যেমন বিজ্ঞান বিভাগে পড়লেও মানবিকে কিংবা ব্যবসায় অনুষদে পরীক্ষা দিয়ে ভর্তি হতে পারে, শিক্ষার্থীদের কথা বিবেচনা করে জাতীয় বিশ্ববিদ্যালয়েও এবার সেরকম সুযোগ থাকছে। একটা নির্দিষ্ট আসনে শিক্ষার্থীরা বিভাগ পরিবর্তন করে ভর্তির সুযোগ পাবে। 

এবার জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সময়ও এগিয়ে আসবে বলে জানিয়েছেন উপ উপাচার্য। তিনি বলেন, এখনও চূড়ান্ত তারিখ নির্ধারণ হয়নি। তবে আমাদের ভাবনা রয়েছে গুচ্ছের আগে পরীক্ষা নিয়ে ভর্তির কার্যক্রম শুরু করার। মে মাসের প্রথম সপ্তাহে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু হবে। এটা হতে পারে গুচ্ছ পরীক্ষার আগে।

ভর্তি পরীক্ষা কোথায় হবে এমন বিষয়ে অধ্যাপক মো. নুরুল ইসলাম বলেন, ৬৪টি জেলা শহরে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। শিক্ষার্থীদের যাতে কোনো বিড়ম্বনায় পড়তে না হয়, তারা নিজেদের জেলা শহরে এসে পরীক্ষায় অংশ নিতে পারবে।

Newer Post পরবর্তী সংবাদ Older Post Home

No comments

Post a Comment

Don't Miss
© all rights reserved
made with গণজমিন মিডিয়া লিমিটেড ২০২৪