"মিউজিক ফেস্ট" দিয়ে শুরু হচ্ছে ১১তম বাংলাদেশ প্রিমিয়ার লিগের আনুষ্ঠানিক উন্মাদনা। যেখানে পারফর্ম করবেন উপমহাদেশের বিখ্যাত সঙ্গীত শিল্পী পাকিস্তানী রাহাত ফতেহ আলী খান।
মিউজিক ফেস্ট' দিয়ে নতুন বাংলাদেশে প্রথম বিপিএল
No commentsMonday, December 23, 2024
December 23, 2024"মিউজিক ফেস্ট" দিয়ে শুরু হচ্ছে ১১তম বাংলাদেশ প্রিমিয়ার লিগের আনুষ্ঠানিক উন্মাদনা। যেখানে পারফর্ম করবেন উপমহাদেশের বিখ্যাত সঙ্গীত শিল্পী পাকিস্তানী রাহাত ফতেহ আলী খান।
চা শ্রমিকদের পোশাক পরে বাংলাদেশ ও আয়ারল্যান্ড অধিনায়কের ট্রফি উন্মোচন
No commentsWednesday, December 4, 2024
December 04, 2024
সিলেটের চা–শ্রমিকদের ঐতিহ্যবাহী পোশাকে দুই দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ও গ্যাবি লুইস ট্রফি উন্মোচন করেন। ট্রফি উন্মোচনের আগে চা–শ্রমিক হিসেবে প্রতীকী পাতা উত্তোলন করেন জ্যোতি ও লুইস।
ট্রফি উন্মোচন উপলক্ষ্যে চা শ্রমিকদের ঐতিহ্যবাহী পোশাকে চা-বাগানে যান বাংলাদেশ দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি এবং আয়ারল্যান্ডের অধিনায়ক গ্যাবি লুইস। প্রথমে তারা শ্রমিকবেশে কিছু সময় চা পাতা সংগ্রহ করেন এবং ফটোসেশন করেন। পরে ব্যতিক্রমভাবে এই ট্রফি উন্মোচন করেন দুই অধিনায়ক।
সিলেটে আগামীকাল শুরু হচ্ছে বাংলাদেশ-আয়ারল্যান্ড নারী দলের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। টি-টোয়েন্টি সিরিজের আগে আজ বেলা ২টায় মালনীছড়া চা–বাগানে ট্রফি উন্মোচন করেন দুই দলের অধিনায়ক।
বিপিএল মাসকট 'ডানা ৩৬'
No commentsMonday, December 2, 2024
December 02, 2024
উন্মোচন করা হলো ১১তম বিপিএলের মাসকট। জুলাই বিপ্লবকে ধারণ করে বিপিএলের মাসকটের নাম দেয়া হয়েছে ‘ডানা ৩৬’। এর স্লোগান- এসো দেশ বদলাই পৃথিবী বদলাই।
‘ডানা ৩৬’ মাসকট সাম্প্রতিক ছাত্র-নাগরিক আন্দোলন এবং রাজনৈতিক পরিবর্তনের প্রতীক হিসেবে ডিজাইন করা হয়েছে। এই মাসকটটি বাংলাদেশের স্বাধীনতার চেতনা এবং ক্রীড়ামোদীদের ঐক্যবদ্ধ প্রচেষ্টার প্রতীক হিসেবে চিত্রিত করা হয়েছে। এই পায়রার মাসকটটিকে স্বাধীনতার চেতনার সাথে মেলবন্ধন ঘটানোর জন্য ডিজাইন করা হয়েছে, যা খেলাধুলার একটি অপরিহার্য অংশ এবং ক্রিকেট সংস্কৃতিরও একটি মূল প্রতিপাদ্য বিষয়। পায়রাকে শান্তি এবং স্থিতিস্থাপকতার প্রতীক হিসেবে দেখা হয়, যা একটি জাতির শক্তি এবং ঐক্যকে প্রতিফলিত করে।
প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ক্রীড়া মন্ত্রণালয়ের এই আয়োজনে বিসিবি সভাপতি ফারুক আহমেদের নেতৃত্বে উপস্থিত ছিলেন বোর্ড পরিচালক এবং সদস্যরা। বাংলাদেশ জাতীয় দলের বর্তমান অধিনায়ক নাজমুল শান্ত থেকে শুরু করে সাবেক অধিনায়ক তামিম ইকবাল, মুশফিকুর রহীমও ছিলেন সেখানে। এছাড়া উপস্থিত ছিলেন নারী ক্রিকেট দলের সদস্য, ফুটবলসহ বাকি ক্রীড়া ফেডারেশনের কর্তা ব্যক্তি ও খেলোয়াড়রা।
ক্রীড়া উপদেষ্টাকে মিরপুর স্টেডিয়াম ঘুরে দেখালেন তামিম
No commentsMonday, August 19, 2024
August 19, 2024
ছবি: সংগৃহীত |
মিরপুর স্টেডিয়াম পরিদর্শনে এসেছেন অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ। আনুষ্ঠানিক পরিচয় পর্ব শেষে ক্রীড়া উপদেষ্টাকে বিসিবির প্রেসিডেন্ট বক্স ঘুরে দেখান তামিম।
মাঠে প্রবেশের পর ড্রেসিংরুমের সামনে থেকে হেঁটে ইনডোরেও দেখতে যান উপদেষ্টা। তামিম ছাড়াও তার সঙ্গে ছিলেন সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন, শাহারিয়ার নাফিজ ও বিসিবির সিইও নিজাম উদ্দিন চৌধুরী সুজন। শেখ হাসিনা সরকার পতনের পর বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনসহ বেশিরভাগ পরিচালক আত্মগোপনে থাকায় কার্যত অভিভাবকশূন্য হয়ে পড়েছে বিসিবি।
তবে বিসিবি সূত্রে জানা গেছে, তামিম বিসিবির কাছে একজন ট্রেইনার চেয়েছেন। অনুশীলন শুরু করতে চান তিনি। তাছাড়া নিজের চোট নিয়েও কথা বলবেন বিসিবর চিকিৎসকের সঙ্গে। আর এ কারণেই মূলত তার বোর্ডে আসা। ক্রিকেট পাড়ায় গুঞ্জন আছে, চ্যাম্পিয়নস ট্রফি দিয়ে আবারও জাতীয় দলে ফিরতে পারেন বাংলাদেশের সেরা এই ওপেনার।
পরিশ্রমী মানুষ কখনো হে'রে যায় না! তার প্রমাণ আফগানিস্তান
No commentsTuesday, June 25, 2024
June 25, 2024বাংলাদেশের বিপক্ষে বৃষ্টি আইনে ৮ রানের জয় পেয়েছে রশিদ খানের দল।
শুরুতে ব্যাট করে আফগানিস্তান ১১৫ রান তোলে, সেমিফাইনালে জায়গা পেতে এই ম্যাচ বাংলাদেশের জিততেই হতো ১২.১ ওভারে। কিন্তু বাংলাদেশকে ১০৫ রানে অলআউট করতে নাভিন উল হক ও রশিদ খান চারটি করে উইকেট নিয়েছেন।
এই ম্যাচের ওপর ঝুলে ছিল অস্ট্রেলিয়ার ভাগ্যও, বাংলাদেশ এই ম্যাচ জিতলেই অস্ট্রেলিয়া সেমিফাইনালে উঠে যেত। কিন্তু আফগানিস্তান ক্রিকেট দল বাংলাদেশকে হারিয়ে দিয়ে নিজেরাই সেমিফাইনালে জায়গা করে নিয়েছে।
এমন এক জয়ে ইতিহাস গড়ার পর আফগানিস্তান ক্রিকেট দলের অধিনায়ক রাশিদ খান বলেন, "এটা আমাদের দেশের জন্য অনেক বড় একটা ব্যাপার,
আমাদের কাছে মনে হয় আমাদের দেশে ক্রিকেটই একমাত্র আনন্দ নিয়ে আসে। আমরা দেশের মানুষকে আনন্দিত করতে পারি এটাই অনেক বড় ব্যাপার"।
আফগানিস্তান সেমিফাইনাল খেলবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে, ভারত সেমিফাইনাল খেলবে ইংল্যান্ডের বিপক্ষে।