Responsive Ad Slot




সারাদেশ

সারাদেশ

মিউজিক ফেস্ট' দিয়ে নতুন বাংলাদেশে প্রথম বিপিএল

Monday, December 23, 2024

/ by Gono Zamin



"মিউজিক ফেস্ট" দিয়ে শুরু হচ্ছে ১১তম বাংলাদেশ প্রিমিয়ার লিগের আনুষ্ঠানিক উন্মাদনা। যেখানে পারফর্ম করবেন উপমহাদেশের বিখ্যাত সঙ্গীত শিল্পী পাকিস্তানী রাহাত ফতেহ আলী খান।

একই সঙ্গে থাকবেন দেশিয় মাইলস, এভয়েড রাফা, জেফার, মুজা, হান্নান ও সঞ্জয়। কনসার্ট উপলক্ষে হোম অফ ক্রিকেট সাজানো হয়েছে রঙিনভাবে।

শুধু তাই নয়, মঞ্চে বাংলাদেশি শিল্পীদের মধ্যে পারফর্ম করতে দেখা যাবে মুজা, জেফার রহমান, সঞ্জয় ও হান্নানকে। ঢাকায় সোমবার বিকেল সাড়ে ৩টা থেকে শুরু হবে জমকালো এই অনুষ্ঠান। শুধু গানই নয়, জুলাই গণঅভ্যুত্থানের ওপরও থাকছে বিশেষ অনুষ্ঠান। এ ছাড়াও উপদেষ্টা হাসান আরিফের জন্যও জানানো হবে শোক।

এরই মধ্যে বিক্রি হয়ে গেছে কনসার্টের সব টিকিট। ৩০ ডিসেম্বর মাঠে গড়াবে এবারের বিপিএল। বিকেল সাড়ে ৪টা থেকে শুরু হবে বিপিএল মিউজিক ফেস্ট।
Newer Post পরবর্তী সংবাদ Older Post Home

No comments

Post a Comment

Don't Miss
© all rights reserved
made with গণজমিন মিডিয়া লিমিটেড ২০২৪