Responsive Ad Slot




Showing posts with label সর্বশেষ. Show all posts
Showing posts with label সর্বশেষ. Show all posts

ক্লাস চলাকালীন সমাবেশে বাধ্য করায় টাঙ্গাইলে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল-সমাবেশ

No comments

Wednesday, July 30, 2025

 


টাঙ্গাইলে এনসিপির পদযাত্রায় শিক্ষার্থীদের যেতে ‘বাধ্য করার’ প্রতিবাদে বিক্ষোভ

টাঙ্গাইলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রায় শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীদের যেতে বাধ্য করার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। পরে তারা টাঙ্গাইল  প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে। এ সময় তারা ‘শিক্ষা প্রতিষ্ঠানে রাজনীতি চলবে না, চলবে না, চলবে না’ বলে বিভিন্ন স্লোগান দেন। 

মানববন্ধনে বক্তব্য রাখেন- বর্তমান শিক্ষার্থী সাইফুল বারী, সাবেক শিক্ষার্থী তানজিল আহমেদ ও সজিব আহমেদ প্রমুখ। 

বক্তারা বলেন, গত ২৯ জুলাই শহরের নিরালার মোড়ে জাতীয় নাগরিক পার্টির পদযাত্রায় অংশ নেওয়ার জন্য ক্লাস চলাকালে এনসিপির নেতৃবৃন্দ বিন্দুবাসিনী সরকারি বিদ্যালয়ে ক্লাস রুমে প্রবেশ করেন। এ সময় তারা অরাজনৈতিক কথা বলে শিক্ষকদের অনুমতি ছাড়াই শিক্ষার্থীদের এনসিপির সমাবেশে যেতে বাধ্য করেন। একপর্যায়ে এনসিপির নেতৃবৃন্দের সঙ্গে শিক্ষকদের কথা কাটাকাটি হয়। পরবর্তীতে বাধ্য হয়েই শিক্ষা প্রতিষ্ঠানটি ছুটি দেওয়া হয়।

তারা আরও বলেন, যারা শিক্ষার্থীদের রাজনৈতিক অনুষ্ঠানে যেতে বাধ্য করেছেন, আমরা তাদের শাস্তির দাবি করছি। একই সঙ্গে ঘটনায় জড়িতদের জনসম্মুখে ক্ষমা চাওয়ার আহ্বান করছি। তা না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন বক্তারা।

অভিযোগের বিষয়ে টাঙ্গাইল জেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রধান সমন্বয়কারী মাসুদুর রহমান রাসেল বলেন, ‘আমি এ নিয়ে সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের কাছে দুঃখ প্রকাশ করছি। আমরা তাদের বলেছি, ভবিষ্যতে এনসিপির কোনো সভায় তাদের আনা হবে না।’

বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তোফাজ্জাল হোসেন বলেন, ‘জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ বিদ্যালয়ে এসে সকাল ১১টার সময় তাদের পদযাত্রায় ছাত্রদের অংশ নেওয়ার জন্য অনুরোধ করেন। বিদ্যালয়ে ক্লাস চলাকালে ছাত্র দেওয়া সম্ভব নয় বলে জানিয়ে দেই। পরবর্তীতে ১১টা ৪৫ মিনিটে স্কুল ছুটি হওয়ার পর হয়তো ছাত্ররা যেতে পারে। তবে বিষয়টি আমার জানা নেই।’  

উল্লেখ্য মঙ্গলবার সকাল ১১টায় শহরের শামছুল হক তোরণ থেকে জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা বের হওয়ার কথা ছিল। পরে দুপুর ১টার দিকে পদযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহরের নিরালা মোড়ে সমাবেশে মিলিত হয়।

সেপ্টেম্বরে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে মাল্টা, প্রধানমন্ত্রীর ঘোষণা

No comments

 


মঙ্গলবার (৩০ জুলাই) স্থানীয় সময় সন্ধ্যায় এক ফেসবুক পোস্টে আবেলা বলেন, 'আমাদের দেশের অবস্থান মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তির পক্ষে সমাধান খুঁজে বের করার প্রতি আমাদের অঙ্গীকারকে প্রতিফলিত করে।'

তার ঘোষণার কয়েক আগে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারও একই ধরণের ঘোষণা দিয়েছেন।

ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার জন্য মাল্টা সরকারের ওপর সরকারের ভেতর থেকে ক্রমবর্ধমান চাপ রয়েছে। জুলাইয়ের মাঝামাঝি সময়ে মধ্য-ডানপন্থী বিরোধী দলও অবিলম্বে স্বীকৃতির আহ্বান জানিয়েছে।

ভূমধ্যসাগরীয় ইউরোপীয় দ্বীপটির ফিলিস্তিনি স্বার্থের প্রতি সমর্থনের ইতিহাস রয়েছে। তারা 'দ্বি-রাষ্ট্রীয়' সমাধানের প্রচেষ্টাকে সমর্থন করেছে।

এর আগে গত মে মাসে আয়ারল্যান্ড, নরওয়ে এবং স্পেন ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়।

বিমানবন্দরে উপদেষ্টা আসিফের ব্যাগে অ/স্ত্রের ম্যাগাজিন উদ্ধার

No comments

Sunday, June 29, 2025

 


নিরাপত্তার স্বার্থে লাইসেন্স করা বৈধ অস্ত্র থাকার কথা জানিয়েছেন স্থানীয় সরকার, যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, গণ-অভ্যুত্থানের নেতৃত্বের ওপর যেভাবে কয়েক দফা হত্যাচেষ্টা চালানো হয়েছে তাতে অস্ত্র রাখাটাই স্বাভাবিক। যখন সরকারি প্রোটোকল বা সিকিউরিটি থাকে না তখন নিজের এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিতের উদ্দেশ্যে লাইসেন্স করা অস্ত্র রাখা।

রোববার (২৯ জুন) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া পোস্টে একথা বলেন তিনি।

ফেসবুক পোস্টে উপদেষ্টা লেখেন, মরক্কোর মারাকেশে অনুষ্ঠিতব্য ওআইসি ইয়ুথ ক্যাপিটাল ইন্টারন্যাশনাল প্রোগ্রামে অংশগ্রহণের জন্য আজ (রোববার) ভোর ৬টা ৫০ মিনিটে ফ্লাইট ছিল। ভোরে প্যাকিং করার সময় অস্ত্রসহ একটা ম্যাগাজিন রেখে এসলেও ভুলবশত আরেকটি ম্যাগাজিন ব্যাগেই রয়ে যায়। যেটা স্ক্যানে আসার পর আমার প্রোটোকল অফিসারের কাছে হস্তান্তর করে আসি। বিষয়টি সম্পূর্ণ আনইন্টেনশনাল।

তিনি লেখেন, শুধু ম্যাগাজিন দিয়ে আমি কি করবো ভাই? ইন্টেনশন থাকলে অবশ্যই অস্ত্র রেখে আসতাম না। এখানে অবৈধ কিছু না থাকলেও অনেকের জন্যই এটা আলোচনার খোরাক বটে।

তিনি আরও লেখেন, তবে চাপ দিয়ে নিউজ সরানোর অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। এ ঘটনার পর আমি টিমসহ টানা ১০ ঘণ্টা ফ্লাইটে ছিলাম। ট্রানজিটে নেমেও দীর্ঘক্ষণ পর অনলাইনে এসে দেখতে পাচ্ছি যে এতকিছু ঘটেছে। নাগরিক হিসেবে আপনারও যদি নিরাপত্তা ঝুঁকি থাকে, যথাযথ নিয়ম ফলো করে আপনিও অস্ত্রের লাইসেন্স করতে পারেন।

সরকারি পলিটেকনিকে ভর্তিতে বসতে হবে পরীক্ষায়

No comments

Monday, May 26, 2025

 


দেশের সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে আবারও ভর্তি পরীক্ষা পদ্ধতি চালু হতে হচ্ছে। আগামী ২০২৫-২৬ শিক্ষাবর্ষ থেকে সরকারি পলিটেকনিকে ভর্তি হতে শিক্ষার্থীদের পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত হয়েছে।

সোমবার (২৬ মে) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব ড. খ ম কবিরুল ইসলাম এ তথ্য জানান।

তিনি বলেন, ‘কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের গৃহীত কার্যক্রম ও ভবিষ্যৎ কর্মপন্থা অবহিতকরণ’ শীর্ষক এ সভার আয়োজন করে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদাসা শিক্ষা বিভাগ। আগে সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে ভর্তি পরীক্ষা পদ্ধতি চালু ছিল। ২০১৬ সালে তৎকালীন আওয়ামী লীগ সরকার এ পদ্ধতি বাতিল করে জিপিএ অনুযায়ী শিক্ষার্থী ভর্তির নিয়ম চালু করে। এ নিয়ম বাদ দিয়ে পুনরায় ভর্তি পরীক্ষা পদ্ধতি ফেরানো হচ্ছে।

ড. খ ম কবিরুল ইসলাম বলেন, নতুন ব্যবস্থায় ১০০ নম্বরের মধ্যে ৭০ নম্বর থাকবে এমসিকিউ (বহুনির্বাচনী) পরীক্ষায়, বাকি ৩০ নম্বর একাডেমিক ফলাফলের ভিত্তিতে নির্ধারিত হবে।

কারিগরি শিক্ষার গুণগত মান বাড়ানোর লক্ষ্যে শিক্ষার্থীদের যোগ্যতা যাচাই করে তাদের ভর্তি নিশ্চিত করতে এ উদ্যোগ নেয়া হচ্ছে। এর ফলে প্রকৃত আগ্রহী ও যোগ্য শিক্ষার্থীরা কারিগরি শিক্ষায় যুক্ত হতে পারবে।

বিমানে বউয়ের সাথে ঝগড়া করে মার খেলেন ফ্রান্সের প্রেসিডেন্ট

No comments



ফ্রান্সের প্রেসিডেন্ট প্রকাশ্যে স্ত্রীর হাতে মার খেলেন। সামাজিক মাধ্যমে দাবানলের মতো ছড়িয়ে পড়ে ছড়িয়ে পড়েছে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁকে প্রকাশ্যে ধাক্কা মেরেছেন তার স্ত্রী এমন একটি ভিডিও। ধাক্কা মারার দৃশ্য ধারা পড়ছে বার্তাসংস্থা এপির ক্যামেরায় ধরা পড়েছে এমন ঘটনা।

এপির ধারণ করা ভিডিওতে দেখা যাচ্ছে, বিমানবন্দরে অবতরণ করার পর তার বিমানের দরজা খোলা হয়েছে। ওই সময় হঠাৎ করেই ম্যাঁক্রোর মুখে দুই হাত দিয়ে সজোরে ধাক্কা মারেন তার স্ত্রী ব্রিগিট্টি ম্যাঁক্রো। এতে কিছুটা বিব্রত হয়ে যান প্রেসিডেন্ট ম্যাঁক্রো। তবে কয়েক মুহূর্তের মধ্যে নিজেকে সামলে নেন তিনি। এরপর বাইরে অপেক্ষমান কর্মকর্তাদের উদ্দেশ্যে হাত নাড়েন তিনি।

ম্যাঁক্রোর দপ্তর এসব ছবির সত্যতাকে প্রথমে উড়িয়ে দিয়েছিল। তারা বলেছিল এগুলো এডিট করা। তবে পরবর্তীতে জানা যায়, ম্যাঁক্রোর স্ত্রী যে তাকে ধাক্কা মেরেছেন সেটি সত্যি তথ্য।

পরবর্তীতে ম্যাঁক্রোর এক ঘনিষ্ঠ সহযোগী জানান, প্রেসিডেন্ট ও তার স্ত্রীর মধ্যে সামান্য ‘ঝগড়া’ হয়েছে। তবে এতে কেউ হতাহত হননি।

ম্যাক্রোঁর বহরে থাকা এক কর্মকর্তা জানিয়েছেন, প্রেসিডেন্ট ও তার স্ত্রী একে-অপরের সঙ্গে মজা করছিলেন।

কাল শুরু আসিয়ান শীর্ষ সম্মেলন; বাংলাদেশের সদস্যপদ নিয়ে অনিশ্চয়তা

No comments

Sunday, May 25, 2025

মার্কিন শুল্কারোপ, মিয়ানমার সংঘাত নিয়ে সোমবার মালয়েশিয়ায় শুরু হচ্ছে ৪৬তম আসিয়ান শীর্ষ সম্মেলন

কুয়ালালামপুরে আসিয়ান এবং জিসিসির মধ্যে দ্বিতীয় শীর্ষ সম্মেলনের পাশাপাশি জিসিসি এবং চীনের সাথে উদ্বোধনী যৌথ শীর্ষ সম্মেলনও অনুষ্ঠিত হয়। 


সোমবার মালয়েশিয়া দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলির সংগঠন (আসিয়ান) এর ৪৬তম শীর্ষ সম্মেলন আয়োজন করতে চলেছে, যেখানে ব্লকের নেতারা অসংখ্য আঞ্চলিক ও বৈশ্বিক বিষয় নিয়ে আলোচনা করতে প্রস্তুত, বিশেষ করে মার্কিন "পারস্পরিক" শুল্ক, মিয়ানমারের সংঘাত এবং দক্ষিণ চীন সাগরে সামুদ্রিক বিরোধ।

"অন্তর্ভুক্তি এবং স্থায়িত্ব" বিষয়বস্তু নিয়ে দুই দিনের এই শীর্ষ সম্মেলন দক্ষিণ-পূর্ব এশীয় ব্লক এবং উপসাগরীয় সহযোগিতা পরিষদ (GCC) এর মধ্যে দ্বিতীয় শীর্ষ সম্মেলনের পাশাপাশি কুয়ালালামপুরে GCC এবং চীনের সাথে উদ্বোধনী যৌথ শীর্ষ সম্মেলনের সাথে মিলে যায়।

ব্লকের ১০টি সদস্য রাষ্ট্র অর্থনৈতিক সহযোগিতা, নিরাপত্তা এবং টেকসই উন্নয়ন সহ গুরুত্বপূর্ণ আঞ্চলিক বিষয়গুলি নিয়েও আলোচনা করবে।

নিরাপত্তা নিশ্চিত করতে বিমানবন্দর, হোটেল এবং কনভেনশন সেন্টারে ৬,০০০ এরও বেশি পুলিশ কর্মকর্তা মোতায়েন করা হয়েছে।

আসিয়ান সচিবালয়ের এক বিবৃতি অনুসারে, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম, ঘূর্ণায়মান চেয়ার হিসেবে, শীর্ষ সম্মেলনে সভাপতিত্ব করবেন।

মালয় মেইলের প্রতিবেদন অনুযায়ী, শীর্ষ সম্মেলনের আগে ভাষণ দিতে গিয়ে আনোয়ার বলেন, বৈঠকে আন্তঃআসিয়ান সহযোগিতা বৃদ্ধি, আঞ্চলিক অর্থনৈতিক স্বার্থ বৃদ্ধি এবং বিনিয়োগ উদ্যোগের প্রচারের উপর আলোকপাত করা হবে।

তিনি বলেন, আসিয়ান তাদের আর্থিক তহবিল গঠন এবং আঞ্চলিক আর্থিক নিরাপত্তা বৃদ্ধির ধারণা পুনরুজ্জীবিত করতে শুরু করেছে।

এর পরে মঙ্গলবার চীনা প্রধানমন্ত্রী লি কিয়াং এবং বাহরাইন, কুয়েত, ওমান, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের সমন্বয়ে গঠিত জিসিসির নেতাদের সাথে একটি শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে।

বুধবার চীন-আসিয়ান মুক্ত বাণিজ্য এলাকার ৩.০ সংস্করণ নিয়ে বেইজিং এবং আসিয়ান আলোচনা শেষ করেছে।

ব্লকের সদস্য দেশগুলি ১০% থেকে ৪৯% পর্যন্ত মার্কিন শুল্কের দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছে, যদিও রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প গত মাসে জরিমানা ৯০ দিনের জন্য স্থগিতাদেশ ঘোষণা করেছিলেন, যার ফলে আসিয়ান দেশগুলি ওয়াশিংটনের সাথে দ্রুত আলোচনা শুরু করতে বাধ্য হয়েছিল।

আসিয়ান হল ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, লাওস, ব্রুনাই, থাইল্যান্ড, মায়ানমার, ফিলিপাইন, কম্বোডিয়া, সিঙ্গাপুর এবং মালয়েশিয়া নিয়ে গঠিত একটি আন্তর্জাতিক আন্তঃসরকারি সংস্থা।

মালয়েশিয়া ২০২৫ সালে আসিয়ানের ঘূর্ণায়মান চেয়ারম্যান পদ গ্রহণ করে।

মানবিক সাহায্যের প্রবেশাধিকার এবং আলোচনার আহ্বান জানিয়ে আসিয়ান ব্লকের শান্তি পরিকল্পনা মেনে চলতে সেনাবাহিনী অস্বীকৃতি জানানোর পর মিয়ানমারের জান্তা প্রধান মিন অং হ্লাইংকে আসিয়ানের বৈঠক থেকে নিষিদ্ধ করা হয়েছে।

দেশে দ্রুতগতির স্টারলিংকের যাত্রা শুরু, অর্ডার আজ থেকেই

No comments

Tuesday, May 20, 2025

 


স্টারলিংক অফিশিয়ালি বাংলাদেশে যাত্রা শুরু করেছে। বাংলাদেশের গ্রাহকরা আজ থেকেই অর্ডার করতে পারবেন।

স্টারলিংক আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে যাত্রা শুরু করেছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ে দায়িত্বপ্রাপ্ত) ফয়েজ আহমদ তৈয়্যব।

মঙ্গলবার (২০ মে) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য নিশ্চিত করেছেন।

ফয়েজ আহমদ বলেন, ‘স্টারলিংক অফিশিয়ালি বাংলাদেশে যাত্রা শুরু করেছে। সোমবার বিকালে তারা ফোন কলে আমাকে বিষয়টি জানিয়েছে এবং আজ সকালে তাদের এক্স হ্যান্ডেলে বিষয়টি নিশ্চিত করেছে।’

শুরুতে স্টারলিংক দুটি প্যাকেজ দিয়ে শুরু করছে- স্টারলিংক রেসিডেন্স এবং রেসিডেন্স লাইট। মাসিক খরচ একটিতে ৬০০০ টাকা, অপরটিতে ৪২০০।

তবে সেটাপ যন্ত্রপাতির জন্য ৪৭ হাজার টাকা এককালীন খরচ হবে। এখানে কোন স্পীড ও ডাটা লিমিট নেই। ব্যক্তি ৩০০ এম্বিপিএস পর্যন্ত গতির আনলিমিটেড ডেটা ব্যবহার করতে পারবেন।

দ্বিতীয় সমাবর্তন চাই জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

No comments

Wednesday, May 14, 2025

 


গ্রাজুয়েশন শেষ করার পর পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পায় সমাবর্তন। কিন্তু তা থেকে বঞ্চিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। অথচ অন্যদিকে দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পায় সমাবর্তন। 

একজন শিক্ষার্থীর সমাবর্তনের কথা মনে পড়লে পড়নে কালো গাউন এবং মাথায় কালো টুপি পড়ে এক ফালি হাসি দিয়ে ছবি তোলার দৃশ্যটি চোখের সামনে ভেসে ওঠে। বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনের সময়ের এ দৃশ্য আজীবন স্মৃতির পাতায় থাকে। সকল শিক্ষার্থীদের লালিত একটাই স্বপ্ন থাকে গ্রাজুয়েশন শেষ কর সমাবর্তন পাওয়া। এই সমাবর্তনটি শুধুমাত্র গাউন আর টুপি পড়ে ছবি তুলা নয় এর সাথে অনেক সম্মান এবং গর্বও জড়িত। কিন্তু খুবই দুঃখজনক হলেও সত্যি, এ ধরনের সম্মান শুধু দেশের পাবলিক বিশ্ববিদ্যালয় গুলোতেই দেখা যায়। জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এর থেকে বঞ্চিত।

এক সমীক্ষায় দেখা যায়- প্রতি বছর জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে সারা বাংলাদেশের বিভিন্ন কলেজ থেকে প্রায় ৪ লাখ শিক্ষার্থী স্নাতক সম্পন্ন করে থাকেন। স্নাতক সম্পন্ন করার পর তাদের হাতে শুধু মাত্র একটি কাগজের সার্টিফিকেট ধরিয়ে দেওয়া হয়, কোন সমাবর্তনা দেওয়া হয় না। অথচ পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে প্রতিবছর অথবা এক দুই বছর অন্তর অন্তর সমাবর্তনা দেওয়া হয়ে থাকে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে এটা এখন পর্যন্ত স্বপ্নই হয়ে আছে।

যদিও এর আগে প্রতিষ্ঠার আড়াই দশক পর, ২০১৭ সালে অনুষ্ঠিত হয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১ম সমাবর্তন অনুষ্ঠান। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে হওয়া এ সমাবর্তনায় নানা ভোগান্তিও বিরাজমান ছিল। সমাবর্তনার দিন দেওয়া হয়নি কোন সার্টিফিকেট। ছিল না ভাল কোন ব্যবস্থাপনা। সমাবর্তন পাওয়া সকল স্নাতকোত্তর শিক্ষার্থীদের ন্যায্য অধিকার। অথচ লক্ষ লক্ষ শিক্ষার্থীদের মধ্যে থেকে প্রথম সমাবর্তনাতে গুটি কয়েকজন শিক্ষার্থী পেয়েছিলেন সমাবর্তন।

২০১৭ সাল পেরিয়ে এখন ২০২৫ সাল, কিন্তু ২০১৭ সালের পর থেকে ২০২৫ সাল পর্যন্ত এখনো কোন  সমাবর্তন অনুষ্ঠিত হয়নি।

সাম্প্রতিক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তন অনুষ্ঠান আজ বুধবার (১৪ মে)। সমাবর্তনে সমাবর্তন বক্তা হিসেবে বক্তব্য রাখবেন বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। সমাবর্তনে অংশ নিচ্ছেন ২০১১ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত ৯টি অনুষদের ২২ হাজার ৫৮৬ জন শিক্ষার্থী। এর মধ্যে ৪২ জনকে পিএইচডি ও ৩৩ জনকে এমফিল ডিগ্রি প্রদান করা হবে।

এরপর থেকেই জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দ্বিতীয় করার জন্য দাবি তুলে ধরেন। 

সকল শিক্ষার্থীরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মহোদয়ের নিকট অতিদ্রুত দ্বিতীয় সমাবর্তন করার জন্য দাবি জানাচ্ছেন।

অনেক শিক্ষার্থী বলছেন যে, যেকোনো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে সমাবর্তন একটা স্বপ্ন এবং অধিকারের নাম।

'বাংলাদেশ জাতীয় বিশ্ববিদ্যালয়' ১৯৯২ সালে প্রতিষ্ঠিত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম বিদ্যাপীঠ। অধিভুক্ত কলেজগুলোয় অধ্যয়নরত মোট শিক্ষার্থী সংখ্যা ২৮ লাখেরও অধিক।

বেসরকারি বিশ্ববিদ্যালয়সহ দেশের প্রায় সকল বিশ্ববিদ্যালয়ে নিয়মিত সমাবর্তন হলেও দেশের সর্বাধিক সংখ্যক শিক্ষার্থীদের ঠিকানা জাতীয় বিশ্ববিদ্যালয়ে কোন সমাবর্তন হয় না।

এটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য দুঃখজনক, লজ্জাজনক এবং বিব্রতকরও বটে।

আমি মনে করি, জাতীয় বিশ্ববিদ্যালয়ের লক্ষ লক্ষ শিক্ষার্থী দীর্ঘদিন যাবত 'সমাবর্তন' নামক তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছে।

শিক্ষা মন্ত্রণালয়, ইউজিসি এবং জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, এই বছর থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য নিয়মিত সমাবর্তন আয়োজনের জন্য প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করবেন বলে প্রত্যাশা করছি।

আবার অনেক শিক্ষার্থী সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখছেন জাতীয় বিশ্ববিদ্যালয় বলে কি সমাবর্তন পাওয়ার অধিকার রাখিনা?

এ বিষয়ে সমাবর্তন প্রত্যাশী শিক্ষার্থী মো: শরিফুল ইসলাম আশিক বলেন, প্রথমত চাই দ্রুত সমাবর্তন করা হোক। দ্বীতিয়ত প্রথম সমাবর্তনে যে সমস্যাগুলো হয়েছে সেগুলো যেন না হয় এ ব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। বিশেষ করে আচার্যের হাত থেকে সনদ গ্রহন করা। সার্টিফিকেট ছাড়াই যেন বাসায় ফিরতে না হয়। 

আওয়ামী লীগ নিষিদ্ধ ঘোষণা

No comments

Saturday, May 10, 2025

 


আজ শনিবার, ১০ মে ২০২৫ তারিখে উপদেষ্টা পরিষদের এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়। সভায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল আইনের সংশোধনী অনুমোদিত হয়েছে। সংশোধনী অনুযায়ী, আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল কোনও রাজনৈতিক দল, তার অঙ্গসংগঠন বা সমর্থক গোষ্ঠীকে শাস্তি দিতে পারবে।

উপদেষ্টা পরিষদের বৈঠকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে বাংলাদেশ আওয়ামী লীগ ও তার নেতাদের বিচার কার্যসম্পন্ন না হওয়া পর্যন্ত দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা, জুলাই আন্দোলনের নেতাকর্মীদের নিরাপত্তা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাদী ও সাক্ষীদের সুরক্ষার জন্য সন্ত্রাস বিরোধী আইনের অধীনে সাইবার স্পেস-সহ আওয়ামি লীগ এর যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় পরিপত্র পরবর্তী কর্মদিবসে জারি করা হবে।

এর পাশাপাশি, আজকের উপদেষ্টা পরিষদের বৈঠকে জুলাই ঘোষণাপত্র আগামী ৩০ কার্যদিবসের মধ্যে চূড়ান্ত করে প্রকাশ করার সিদ্ধান্তও গৃহীত হয়েছে।

ভারতীয় পাইলট বন্দির দাবি পাকিস্তানের

No comments

Wednesday, May 7, 2025

 


পাকিস্তানে হামলার সময় ভারতের ৫টি যুদ্ধবিমান ভূপাতিতের দাবি করেছে পাকিস্তান। 

যার মধ্যে তিনটি রাফাল এবং বাকি দুটি মিগ ও সুখোই সিরিজের যুদ্ধবিমান। এ সময় ফাইটার জেটগুলোর পাইলটদের বন্দি করার দাবিও করে তারা। দেশটির এক সামরিক মুখপাত্র নিশ্চিত করেছেন।

বুধবার (৭ মে) সকালে পাকিস্তানের গণমাধ্যমগুলোতে উঠে আসে এ তথ্য।

ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর)-এর ডিরেক্টর জেনারেল লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী নিশ্চিত করেছেন, ভারতীয় যুদ্ধবিমানের সাথে সংঘর্ষের পর পাকিস্তান বিমান বাহিনীর সব যুদ্ধবিমান নিরাপদে আছে।

অপরদিকে, সীমান্তে ভারতীয় সেনাবাহিনীর একটি ব্রিগেডের সদরদপ্তর গুঁড়িয়ে দেয়ার দাবি করেছে ইসলামাবাদ। দুই দেশের নিয়ন্ত্রণ রেখার ধুনদিয়াল সেক্টরে এর অবস্থান।

৭ কলেজের বিশ্ববিদ্যালয়ের নাম হচ্ছে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ ২০৩১ সাল পর্যন্ত থাকছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে

No comments

Sunday, March 16, 2025

 


রাজধানীর সরকারি সাতটি কলেজের সমন্বয়ে গঠিত হতে যাওয়া নতুন বিশ্ববিদ্যালয়ের নাম চূড়ান্ত করা হয়েছে। তবে এর কার্যক্রম শুরু হতে বেশ সময় লাগবে। এ জন্য আগামী ২০৩১ সাল পর্যন্ত অপেক্ষা করতে হবে। তাই নাম চূড়ান্ত হলেও ২০৩১ সাল পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধীনে কিংবা বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) অধীনে স্বতন্ত্র কাঠামো থেকে শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম পরিচালিত হবে সাত কলেজ।

আজ রবিবার (১৬ মার্চ) এ তথ্য জানান ইউজিসির উপ-পরিচালক (পাবলিক ইউনিভার্সিটি) জামাল উদ্দিন। তিনি বলেন, ইউজিসির চেয়ারম্যান স্যার আজ সকালে ৭ কলেজের প্রতিনিধিদের সঙ্গে বসেছিলেন। সেখানে তিনি ৭ কলেজের সমন্বয়ে গঠিত নতুন বিশ্ববিদ্যালয়ের নাম ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ ঘোষণা করেন।

কবে থেকে এ বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু হবে জানতে চাইলে তিনি বলেন, মাত্রতো নাম ঠিক হলো। এখন আইন নিয়ে কাজ করতে হবে। এরপর সংসদে এ আইন পাশ করে তবেই বিশ্ববিদ্যালয়। পুরো কার্যক্রম শুরু করতে ২০৩১ সাল পর্যন্ত সময় লাগতে পারে।

এর আগ পর্যন্ত বর্তমান শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম কী হবে জানতে চাইলে ইউজিসি উপ-পরিচালক বলেন, এর জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন একটি প্রশাসনিক আইনের মাধ্যমেই চলবে। এছাড়া নতুন শিক্ষাবর্ষে ভর্তি কার্যক্রমও ঢাকা বিশ্ববিদ্যালয় পরিচালনা করবে।

নোবেল শান্তি পুরস্কার মনোনয়নের তালিকায় ট্রাম্প!

No comments

Friday, March 7, 2025

 


বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় ভূমিকায় রাখায় প্রতিবছর সর্বোচ্চ পদক নোবেল দেওয়া হয় ব্যক্তি বা প্রতিষ্ঠানকে। এবার চলতি বছরের সম্ভাব্য নোবেল জয়ীর পুরস্কার পেতে পারেন এমন ৩০০ জনেরও বেশি ব্যক্তিকে মনোনীত করা হয়েছে। যেখানে জায়গা হয়েছে দ্বিতীয়বারের মতো মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া ডোনাল্ড ট্রাম্পের।  

বুধবার নোবেল আয়োজকরা জানিয়েছেন, এই বছরের নোবেল শান্তি পুরষ্কারের জন্য ৩৩৮ জন মনোনয়ন পেয়েছেন। যার মধ্যে ২৪৪ জন ব্যক্তি ও ৯৪টি সংস্থা রয়েছে। নোবেল আইন অনুসারে, প্রার্থীদের পরিচয় গত ৫০ বছর ধরে গোপন রাখা হলেও রাজনীতিবিদরা জানিয়েছেন, চলতি বছর এই পুরষ্কারের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এগিয়ে রয়েছেন। নোবেল পুরস্কার কমিটি মনোনীতদের বিষয়ে মুখ বন্ধ রাখলেও মনোনয়নের যোগ্য ব্যক্তি ও পূর্বের নোবেল বিজয়ী, আইন প্রণেতা এবং বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা তাদের প্রস্তাবিত ব্যক্তি বা সংস্থার নাম প্রকাশ করতে পারেন। তেমনই এক ঘোষণায় সোমবার মার্কিন কংগ্রেসম্যান ড্যারেল ইসা এক্সে জানিয়েছেন, ‘তিনি ট্রাম্পকে এই মর্যাদাপূর্ণ পুরষ্কারের জন্য মনোনীত করবেন। সেই সঙ্গে তিনি বলেছেন কেউ তার চেয়ে বেশি যোগ্য নয়।’ ইসার এমন মন্তব্যের পর মার্কিন সংবাদমাধ্যমের বরাত দিয়ে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যের প্রতি ট্রাম্পের দৃষ্টিভঙ্গির কারণেই এই মনোনয়ন দেওয়া হয়েছে। এছাড়া ইউক্রেনীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ইউক্রেনের সংসদ সদস্য ওলেকজান্ডার মেরেঝকোও নভেম্বরে ট্রাম্পকে নোবেলের জন্য মনোনয়ন দিয়েছিলেন, যাতে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্টের দৃষ্টি আকর্ষণ করা যায়। অবশ্য ট্রাম্পকে নোবেলের জন্য আগেও মনোনয়ন প্রার্থী হিসেবে প্রস্তাব করা হয়েছিল। তবে এই বছর তার মনোনয়ন বিশেষভাবে গুরুত্ব পাবে বলে মনে করছেন অনেকে। উল্লেখ্য, গত বছর জাপানের পারমাণবিক বোমা থেকে বেঁচে যাওয়া ব্যক্তিদের দল নিহন হিডানকিও পারমাণবিক অস্ত্র নিষিদ্ধ করার প্রচেষ্টার জন্য নোবেল শান্তি পুরষ্কার পেয়েছে।

২০৩০ ফুটবল বিশ্বকাপে খেলবে ৬৪ দল!

No comments

 


বিশ্বকাপের শতবর্ষপূর্তি উপলক্ষে ৬৪ দল খেলানোর প্রস্তাব যাচাই-বাছাই করে দেখছে ফিফা। 

ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য টাইমস’ জানিয়েছে, উরুগুয়ের ফিফা কাউন্সিল সদস্য ইগানাসিও আলোনসো গত বুধবার ফিফার বৈঠকে এই প্রস্তাব দেন। সেখানে ফুটবল-সংশ্লিষ্ট সিনিয়র ব্যক্তিত্বরা এ নিয়ে শঙ্কার কথাও জানান। তবে ফিফা প্রেসিডেন্ট গিয়ানন্নি ইনফান্তিনো নাকি এই প্রস্তাব বিবেচনা করে দেখার কথা বলেছেন।

১৯৩০ সাল থেকে ১৩ দল নিয়ে হয় আয়োজিত প্রথম বিশ্বকাপ। এরপর সংখ্যা বদলেছে। শেষবার  ১৯৯৮ সালে ফ্রান্স বিশ্বকাপ থেকে শুরু হওয়ার পর ২০২২ কাতার বিশ্বকাপ দিয়ে শেষ হয়েছে ৩২ দলের বিশ্বকাপ অধ্যায়ও। ২০২৬ আসরে যা বেড়ে ৪৮ হচ্ছে।

এবার ২০৩০ বিশ্বকাপে এটা ৬৪-এ নিয়ে যাওয়ার ভাবনা ফুটবল বিশ্বকে চমকে দিয়েছে।

প্রস্তাবিত ৬৪ দলের বিশ্বকাপ নিয়ে একটি বিবৃতিও দিয়েছে ফিফা, ‘২০৩০ সালে শতবর্ষ উদ্‌যাপন উপলক্ষে ৬৪ দল নিয়ে বিশ্বকাপ আয়োজনের প্রস্তাবটি যাচাই করা হচ্ছে।

২০২৬ বিশ্বকাপের পরই ফিফা ২০৩০-এর জন্য চূড়ান্ত ঘোষণা দেবে, আর পুরো ফুটবল বিশ্ব তাকিয়ে আছে সেই ঐতিহাসিক ঘোষণার অপেক্ষায়!

ট্রাম্প-জেলেনস্কির মধ্যে বাগবিতণ্ডা

No comments

Saturday, March 1, 2025

 


হোয়াইট হাউসের ওভাল অফিসের বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সের সঙ্গে নজিরবিহীন বাগ্‌বিতণ্ডায় জড়িয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এতে একপর্যায়ে জেলেনস্কিকে হোয়াইট হাউস ত্যাগ করতে বলা হয়। 

এতদিন দুই রাষ্ট্রনেতার মধ্যে পাল্টাপাল্টি কথার লড়াই হয়েছে অনেক, কিন্তু এবার কোনো রাখ-ঢাক না রেখে মুখোমুখি উত্তপ্ত বাক্য বিনিময় হয় দুজনের। ট্রাম্প ও জেলেনস্কির মধ্যে মতপার্থক্য একসময় চিৎকার-চ্যাঁচামেচির পর্যায়ে চলে যায়।

দুই নেতার বৈঠকের শুরুতেই সাংবাদিকদের সামনে জেলেনস্কিকে আক্রমণ করে বক্তব্য দেন ট্রাম্প। জেলেনস্কি তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে জুয়া খেলছেন বলে অভিযোগ করেন মার্কিন প্রেসিডেন্ট।

ট্রাম্প বলেন, ‘আপনার দেশের মানুষ খুবই সাহসী; কিন্ত আপনাকে হয় (রাশিয়ার সঙ্গে) একটি চুক্তি করতে হবে নইলে আমরা আর আপনাদের সঙ্গে নেই। আর আমরা যদি না থাকি তাহলে আপনাকে একা লড়তে হবে।’
বৈঠকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লদিমির পুতিনের নাম উল্লেখ করে তাকে খুনি হিসেবে আখ্যা দেন জেলেনস্কি। বলেন, একজন খুনিকে কোনোভাবে ছাড় দেওয়া উচিত নয়। পুতিনের বিষয়ে ট্রাম্পের নমনীয় অবস্থানেরও সমালোচনা করেন জেলেনস্কি।

একজন খুনির সঙ্গে কোনো ধরনের সমঝোতা না করার জন্য ট্রাম্পের প্রতি আহ্বান জানান তিনি। এসময় জেলেনস্কির সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও। বলেন, জেলেনস্কির মধ্যে কোনো কৃতজ্ঞতাবোধ নেই।

ওভাল অফিসে বসে জেলেনস্কি মার্কিন প্রেসিডেন্টকে অসম্মান করেছেন বলেও মন্তব্য করেন ভ্যান্স। এ সময় উচ্চস্বরে জেলেনস্কি উত্তর দেন, অনেকবার যুক্তরাষ্ট্রের জনগণকে ধন্যবাদ দিয়েছে ইউক্রেন।

 হোয়াইট হাউসের রীতি অনুযায়ী বৈঠক শেষে দুই রাষ্ট্র নেতার মধ্যে যৌথ সংবাদ সম্মেলন করার কথা থাকলেও শেষ পর্যন্ত তা বাতিল করা হয়।

জেলেনস্কি ও তার সঙ্গে থাকা ইউক্রেনের অন্য কর্মকর্তারা হোয়াইট হাউস থেকে বেরিয়ে যান। যদিও ট্রাম্প তার মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে বলেছেন, জেলেনস্কি ‘যুক্তরাষ্ট্র ও এ দেশের শ্রদ্ধার জায়গা ওভাল অফিসকে অসম্মান’ করেছেন। তিনি বলেন, ‘যেদিন তিনি (জেলেনস্কি) শান্তির জন্য প্রস্তুত হবেন, আবার (হোয়াইট হাউসে) ফিরে আসতে পারেন।’

জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স কোর্সের মেয়াদ ৩ বছর হচ্ছে

No comments

Sunday, February 9, 2025

 


জাতীয় বিশ্ববিদ্যালয়ের চার বছরের যে সম্মান বা অনার্স কোর্স রয়েছে তার মেয়াদ কমিয়ে তিন বছর করার উদ্যোগ নিয়েছে সরকার।

আন্তর্জাতিক শিক্ষা দিবস উপলক্ষে রোববার ঢাকার আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউটে আয়োজিত অনুষ্ঠানে এ কথা জানান শিক্ষা উপদেষ্টার বিশেষ সহকারী এম আমিনুল ইসলাম।

তিনি বলেন, “জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে চার বছরের অনার্স কোর্সকে তিন বছরের কোর্স করা হবে। বাকি এক বছরে ডিপ্লোমা ও কারিগরি ওপর ব্যাপকভাবে শিক্ষা দেওয়া হবে। তারপর তাদের দুটো সার্টিফিকেট দেওয়া হবে।”

অধ্যাপক আমিনুল বলেন, “একটা অনার্সের সার্টিফিকেট দেওয়া হবে; আরেকটা ডিপ্লোমার সার্টিফিকেট দেওয়া হবে, যে সার্টিফিকেটটা ব্যাপকভাবে গ্রহণযোগ্য হবে সবার কাছে।

বিশ্বের বিভিন্ন দেশে স্নাতক (অনার্স) প্রোগ্রামের সময়কাল ভিন্ন হতে পারে। সাধারণত, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, এবং মালয়েশিয়ার মতো দেশে স্নাতক ডিগ্রি তিন বছরের হয়। অন্যদিকে, যুক্তরাষ্ট্র, কানাডা, এবং বাংলাদেশের মতো দেশে স্নাতক প্রোগ্রাম সাধারণত চার বছরের হয়।

“তার অনার্স পড়ার যে ড্রিম তাও ঠিক থাকল, আর চাকরিও তারা পাবে, অনেক ভালো চাকরি।”

নতুন ব্যবস্থায় কর্মসংস্থানে বেগ পেতে হবে না বলে মনে করেন বিশেষ সহকারী আমিনুল ইসলাম। তার ভাষায়, “একটা অভিনব অসাধারণ সিদ্ধান্ত হতে যাচ্ছে।”

সমাজের গৎবাঁধা চিন্তাধারার প্রসঙ্গ টেনে অধ্যাপক আমিনুল বলেন, “সমস্যা হচ্ছে বাপ-মা সবসময় বলে, ‘ছেলেকে বিএ, এমএ পাস করাব’। ছেলে লেখাপড়া করুক আর না করুক, লেখাপড়া করে শিক্ষকতায় থাকুক আর না থাকুক, তাদের উদ্দেশ্য হচ্ছে অনার্স-মাস্টার্স পাস করবে।

“তা না হলে বিয়ের বাজারে তাদের অসুবিধা হবে। কন্যাপক্ষ যদি জানে ছেলে বিএ পাস; এমএ পাস না, অনার্স না- তাহলে বিয়ে হবে না তাদের। ভালো বিয়ে ভেঙে যাবে।”

তিনি বলেন, “আবার এটাও ঠিক- যারা পাস করবে, তারা কেউ চাকরিও করবে না। অনেকের চাকরি দরকারও নাই; বাপ-মার টাকা-পয়সা আছে, ব্যবসা-বাণিজ্য আছে- এগুলো নিয়েই তারা দিব্যি চলতে পারবে।”

ডিপ্লোমা বা কারিগরি ডিগ্রি নিয়ে অনেকেরই যে নাক সিঁটকানো মনোভাব রয়েছে, সেই প্রসঙ্গ তুলে ধরতে গিয়ে বিশেষ সহকারী আমিনুল বলেন, “এটা একটা ট্যাবু, স্টিগমা রয়েছে গোটা দেশের ভেতর- ‘ডিপ্লোমা যদি পড়ে, কারিগরি যদি পড়ে, তাহলে এটা খুব খারাপ একটা বিষয় হবে। লোকের কাছে মুখ দেখাতে পারবে না।’

“এটার জন্য খুব অভিনব ব্যবস্থা করতে যাওয়া হচ্ছে অদূর ভবিষ্যতে।”

কারিগরি শিক্ষার আমূল পরিবর্তন আনা হবে জানিয়ে অধ্যাপক আমিনুল বলেন, “যেটার সবচেয়ে বেশি প্রয়োজন ছিল দেশের জন্য, সেটা সবচেয়ে অনুন্নত অবস্থায় আছে। তাদের যে শিক্ষক দরকার, তার ১৮ পার্সেন্ট রয়েছে। তাদের প্র্যাক্টিকাল ও থিওরি আছে৷

“প্র্যাক্টিকালের জন্য ল্যাবরেটরি নাই, ট্রেইনার নাই, টিচার নাই। তাই থিওরি পড়িয়ে দেওয়া হয়, পরে ভাইভা নেওয়া হয়। প্র্যাক্টিকাল করানোই হয় না, কিন্তু তার ভিত্তিতেই সার্টিফিকেট দিয়ে দেওয়া হয়। এটার আমূল পরিবর্তন করা হবে।”

তিনি বলেন, “এদের শিক্ষা যেন যথাযথ হয়, ল্যাবরেটরি যেন যথাযথ থাকে, ট্রেইনার যেন যথাযথ থাকে এবং এদের কাজ চলাকালীন সময়ে তাদের জন্য যেন বাইরে ভালো চাকরির ব্যবস্থা করা হয়, এ জন্য তাদের ট্রেইন করা হবে।”

প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার, ইউজিসি সদস্য অধ্যাপক সাইদুর রহমান, কারিগরি ও মাদ্রাসার শিক্ষা বিভাগের সচিব কবিরুল ইসলাম, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ খান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের চেয়ারম্যান অধ্যাপক আব্দুর রাজ্জাক অন্যদের মধ্যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এতে সভাপতিত্ব করেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব সিদ্দিক জোবায়ের।

জাতীয় বিশ্ববিদ্যালয় ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক

No comments

Saturday, February 8, 2025

 


জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অফিস সম্মেলন কক্ষে জাতীয় বিশ্ববিদ্যালয় ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। 

আজ শুক্রবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক এ তথ্য জানিয়েছন। 

দেশের খ্যাতনামা এ দুইটি বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষা, গবেষণা ও নানাবিধ শিক্ষা কার্যক্রম সংক্রান্ত ভবিষ্যত সহযোগিতার জন্য গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এ সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষে উপাচার্য প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের পক্ষে উপাচার্য প্রফেসর ড. আব্দুল হান্নান। 

এ সময় উপস্থিত ছিলেন- জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য প্রফেসর ড. মো. নূরুল ইসলাম, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগের প্রফেসর ড. মো. জাকারিয়া, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল ডিন, রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক এবং বিভাগীয় প্রধান। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল ডেস্কের অধীনে সমঝোতা স্মারকটি সম্পাদিত হয়েছে।

নতুন বিশ্ববিদ্যালয় আনছে ড. মুহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠান গ্রামীণ ট্রাস্ট

No comments

Saturday, January 25, 2025

 


নতুন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় আনছে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠান গ্রামীণ ট্রাস্ট। এই বিশ্ববিদ্যালয়টির নাম হবে গ্রামীণ বিশ্ববিদ্যালয়। সম্প্রতি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) একটি প্রতিনিধি দল রাজধানীর উত্তরায় বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাস পরিদর্শন করেছে।

পরিদর্শনকালে প্রতিনিধি দল বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজসহ সংশ্লিষ্টদের সাথে মত বিনিময় করেন। পরে প্রতিনিধি দলের সদস্যরা বিশ্ববিদ্যালয়ের স্থাপনা ঘুরে দেখেন।

ইউসিজি সূত্রে জানা গেছে, পরিদর্শনের পর ইউজিসি থেকে বিশ্ববিদ্যালয়টির অনুমোদন দেয়া সংক্রান্ত একটি প্রতিবেদন শিক্ষা মন্ত্রণালয় পাঠানো হবে। এরপর এখন সেখান থেকে নতুন এই বিশ্ববিদ্যালয়টির অনুমোদন দেওয়া হবে।

জানা যায়, বর্তমানে একটি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের জন্য ঢাকা ও চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকায় কমপক্ষে এক একর এবং অন্যান্য এলাকায় ২ একর জমি থাকার বিধান রয়েছে। তবে রাজধানীর উত্তরা উত্তরে অবস্থিত নতুন এই আবেদিত বিশ্ববিদ্যালয়ে ২৫ একর মতো জায়গা রয়েছে।

জানতে চাইলে পরিদর্শনে যাওয়া ইউজিসির সদস্য প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ার হোসেন দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, সম্প্রতি আমরা ক্যাম্পাস পরিদর্শন করেছি। আমাদের প্রতিনিধি দল এই বিশ্ববিদ্যালয়ে পরিদর্শনে গিয়ে খুবই ইতিবাচক সাড়া পেয়েছে। সাধারণত একটি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের জন্য ঢাকা শহরে এক একর জায়গার প্রয়োজন হয়, সেখানে এই বিশ্ববিদ্যালয়টির ২৫ একর মতো জায়গা রয়েছে। এখন নতুন বিশ্ববিদ্যালয়টির অনুমোদনের বিষয়টি শিক্ষা মন্ত্রণালয় দেখবে।

এর আগে ইউজিসিতে জমা দেওয়া আবেদনপত্রে প্রস্তাবিত এ বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজ এর সদস্য হিসেবে ১৬ জনের নাম উল্লেখ করা হয়েছে। এদের মধ্যে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের ছোট ভাই মুহাম্মদ ইব্রাহিম এবং প্রধান উপদেষ্টার কার্যালয়ের এসডিজি বিষয়ক প্রধান সমন্বয়কারী লামিয়া মোর্শেদও রয়েছেন।

গ্রামীণ বিশ্ববিদ্যালয় ট্রাস্টের চেয়ারম্যান রাখা হয়েছে আশরাফুল হাসানকে। আবেদনপত্রে গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতার ঘরে লেখা হয়েছে অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ট্রাস্টের নাম।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ৩ মে, আবেদনের শেষ সময় ২৮ ফেব্রুয়ারি

No comments

Wednesday, January 22, 2025

 


জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির আবেদন শুরু হচ্ছে আজ। মঙ্গলবার (২১ জানুয়ারি) বিকেল ৪টা থেকে আবেদন করা যাবে। আবেদন চলবে ২৮ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত চলবে। আগামী ৩ মে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার মো. আবুল কাসেম স্বাক্ষরিত বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ভর্তির প্রাথমিক আবেদন ২১ জানুয়ারি বিকেল ৪টা থেকে শুরু হয়ে ২৮ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত চলবে। আগ্রহী প্রার্থীদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট থেকে আবেদন ফরম পূরণ করতে হবে। প্রাথমিক আবেদন ফি বাবদ ৭০০ টাকা আবেদনকৃত কলেজে (কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অথবা সরাসরি) ২ মার্চের মধ্যে জমা দিতে হবে। আবেদনকারীকে ভর্তি নির্দেশিকার শর্ত মেনে অনলাইন আবেদন ফরম পূরণ করতে হবে।

জাতীয় বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, ভর্তি কার্যক্রমে উচ্চ মাধ্যমিক পর্যায়ে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীদের জন্য আলাদাভাবে ১০০ নম্বরের এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা দিতে হবে। এতে সময় পাওয়া যাবে ১ ঘণ্টা। ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বরের সঙ্গে শিক্ষার্থীদের এসএসসি পরীক্ষায় প্রাপ্ত জিপিএর ৪০ শতাংশ ও এইচএসসি পরীক্ষায় প্রাপ্ত জিপিএর ৬০ শতাংশ যোগ করে সর্বমোট ২০০ নম্বরের মধ্যে মেধা তালিকা প্রস্তুত করা হবে। পরবর্তীতে প্রতিটি কলেজের জন্য আলাদাভাবে বিষয়ভিত্তিক মেধা তালিকা প্রণয়ন করে শিক্ষার্থীদের বিষয় বরাদ্দ দেওয়া হবে।

উল্লেখ্য, শিক্ষার্থীর প্রবেশপত্রে ভর্তি পরীক্ষার রোল নম্বর ও পরীক্ষা কেন্দ্রের নাম উল্লেখ থাকবে। শিক্ষার্থীকে অবশ্যই ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ও এইচএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড নিয়ে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হতে হবে। পরীক্ষার্থী প্রয়োজনে সাইন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে তবে মোবাইল ফোন ও অন্যান্য ইলেকট্রনিক্স ডিভাইস সঙ্গে আনতে পারবে না।

সংসদ হবে দ্বিকক্ষবিশিষ্ট, মোট আসন ৫০৫

No comments

Tuesday, January 14, 2025

 


জাতীয় সংসদ দ্বিকক্ষবিশিষ্ট করার সুপারিশ করতে যাচ্ছে সংবিধান সংস্কার কমিশন। খসড়া প্রস্তাব অনুযায়ী, সংসদের নিম্নকক্ষে আসন থাকবে ৪০০, নির্বাচন হবে বর্তমান পদ্ধতিতে। এর মধ্যে ১০০ আসন নারীদের জন্য সংরক্ষিত থাকবে। তাঁরা নির্বাচিত হবেন সরাসরি ভোটে। আর উচ্চকক্ষে আসন থাকবে ১০৫টি। নির্বাচন হবে আনুপাতিক পদ্ধতিতে। সংসদের দুই কক্ষ মিলিয়ে মোট আসন হবে ৫০৫টি।

সাংবিধানিক একনায়কতন্ত্র ঠেকাতে বা এক ব্যক্তির হাতে যাতে ক্ষমতা কুক্ষিগত হয়ে না যায়, সে জন্য ক্ষমতার ভারসাম্য আনতে বেশ কিছু সুপারিশ করবে এই কমিশন। পাশাপাশি বিদ্যমান সংবিধানের মূলনীতিতেও পরিবর্তন আনার সুপারিশ করা হবে। সংবিধান সংস্কার কমিশন তাদের সংস্কার প্রস্তাব চূড়ান্ত করে শেষ মুহূর্তের কাজ করছে। আগামীকাল বুধবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দেবে।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, সংস্কার কমিশনগুলো নিজ নিজ ক্ষেত্রে বেশ কিছু মৌলিক পরিবর্তন আনার প্রস্তাব করবে। এ লক্ষ্যে তাদের প্রতিবেদনে যেসব সুপারিশ থাকবে, সেগুলো মূলত দুই ধরনের হবে। কিছু হবে স্বল্প মেয়াদে বাস্তবায়নযোগ্য, আর কিছু দীর্ঘমেয়াদি। তবে কিছু সুপারিশ বাস্তবায়ন করতে হলে সংবিধান সংশোধন করতে হবে। এখন সংসদ নেই। ফলে নির্বাচনের মাধ্যমে একটি সংসদ গঠন না করা পর্যন্ত সংবিধান সংশোধন বা সংস্কার করার সুযোগ নেই।

কমিশনগুলোর প্রতিবেদন পাওয়ার পর রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করবে অন্তর্বর্তী সরকার। চলতি মাসেই এ আলোচনা শুরু হতে পারে। সংস্কার প্রস্তাব এবং এগুলোর বাস্তবায়ন নিয়ে ঐকমত্য হলে সংলাপ থেকে একটি রূপরেখা আসতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

দ্বিকক্ষ সংসদ যেমন হবে:

স্বাধীনতার পর থেকেই দেশের পার্লামেন্ট তথা জাতীয় সংসদ এক কক্ষের। বিদ্যমান সংবিধান অনুযায়ী, সংসদে মোট আসন ৩৫০টি। ৫০টি আসন নারীদের জন্য সংরক্ষিত। সাধারণ নির্বাচনে পাওয়া আসনের অনুপাতে নারী আসনগুলো বণ্টন করা হয়।

সংস্কার কমিশনের খসড়া প্রস্তাবে বলা হয়েছে, নিম্নকক্ষের ৪০০টি আসনে নির্বাচন হবে বিদ্যমান পদ্ধতিতে। আর উচ্চকক্ষে মোট ১০৫ আসনের ৫টি থাকবে রাষ্ট্রপতির হাতে। তিনি এই পাঁচ আসনে সংসদ সদস্য মনোনয়ন দেবেন। সমাজের পিছিয়ে পড়া বিভিন্ন অংশের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে রাষ্ট্রপতির হাতে পাঁচটি আসন দেওয়ার প্রস্তাব করা হচ্ছে।

উচ্চকক্ষের বাকি ১০০টি আসনে নির্বাচন হবে আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে। দলগুলো নির্বাচনে সারা দেশে যত ভোট পাবে তার অনুপাতে উচ্চকক্ষে আসন পাবে। দলগুলো উচ্চকক্ষে প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে যাতে বিভিন্ন অংশের প্রতিনিধিত্ব রাখে, সেটাও উল্লেখ থাকবে।

বিএনপিসহ বেশ কিছু রাজনৈতিক দল দীর্ঘদিন থেকে দ্বিকক্ষবিশিষ্ট সংসদের কথা বলে আসছে। বিএনপি লিখিতভাবে সংবিধান সংস্কার কমিশনকে যে ৬২ দফা প্রস্তাব দিয়েছিল, সেখানেও দ্বিকক্ষবিশিষ্ট সংসদ গঠনের কথা বলেছে। জাতীয় নাগরিক কমিটিও দ্বিকক্ষবিশিষ্ট সংসদের প্রস্তাব দিয়েছে। সংবিধান সংস্কার কমিশন ও নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের মতবিনিময়েও অংশীজনদের অনেকে দ্বিকক্ষবিশিষ্ট সংসদ চালুর প্রস্তাব দেন।

নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনও সংসদের নিম্নকক্ষে বিদ্যমান পদ্ধতিতে ও উচ্চকক্ষে আনুপাতিক পদ্ধতিতে নির্বাচন করার সুপারিশ করতে যাচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

একনায়কতন্ত্র ঠেকানো অন্যতম লক্ষ্য:

সংবিধান সংস্কার কমিশন সূত্র জানায়, তাদের যেসব সুপারিশ থাকবে, তার অন্যতম লক্ষ্য হবে গণ–অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করা এবং সাংবিধানিক একনায়কতন্ত্র ঠেকানো। এ জন্য ক্ষমতার বিকেন্দ্রীকরণের ওপর জোর দেওয়া হবে, যাতে এক ব্যক্তির হাতে ক্ষমতা কেন্দ্রীভূত হওয়ার সুযোগ না থাকে। এ লক্ষ্যে দ্বিকক্ষবিশিষ্ট সংসদ করা; একজন ব্যক্তি সর্বোচ্চ কয়টি মেয়াদে প্রধানমন্ত্রী হতে পারবেন, তা নির্দিষ্ট করে দেওয়া; প্রধানমন্ত্রী একই সঙ্গে দলীয় প্রধান ও সংসদ নেতা যাতে না হন, এমন বিধান; নির্বাহী বিভাগের জবাবদিহি নিশ্চিত করা; নির্বাচনকালীন অন্তর্বর্তী সরকারের বিধান; প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির মধ্যে ক্ষমতার ভারসাম্য আনা; নির্বাহী বিভাগ, আইন সভা ও বিচার বিভাগের মধ্যে ক্ষমতার ভারসাম্য; বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা—এসব বিষয়ে গুরুত্ব দিচ্ছে কমিশন।

এ ছাড়া সংবিধানের মূলনীতিতে পরিবর্তন আনার সুপারিশও করা হচ্ছে। ‘সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার’—এই তিনটিকে সংবিধানের মূলনীতি করার সুপারিশ করবে কমিশন। এই তিনটির পাশাপাশি আরও দুটি মূলনীতিও যোগ করা হতে পারে।

সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রীয়াজ প্রথম আলোকে বলেন, তাঁদের কমিশন আগামীকাল প্রতিবেদন জমা দেবে। এত দিন ক্ষমতা এক ব্যক্তিকেন্দ্রিক ছিল। তাঁরা এমনভাবে সুপারিশ করছেন, যাতে এর পুনরাবৃত্তি না ঘটে। এ জন্য নির্বাহী বিভাগের জবাবদিহি নিশ্চিত করা, ব্যক্তি ও প্রতিষ্ঠানের মধ্যে ক্ষমতার ভারসাম্য আনা, ক্ষমতার অপব্যবহার রোধ—এসব বিষয়কে গুরুত্ব দেওয়া হচ্ছে।

থমথমে দহগ্রাম সীমান্ত , অতিরিক্ত সৈন্য মোতায়েন

No comments

Sunday, January 12, 2025

 


লালমনিরহাটের পাটগ্রামের দহগ্রাম সীমান্তের শূন্যরেখার মধ্যে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) বাংলাদেশের বর্ডারগার্ডকে (বিজিবি) কোনো কিছু না জানিয়ে কাঁটাতারের বেড়া নির্মাণ করেছে। এ নিয়ে বিএসএফ ও বিজিবি উভয় সীমান্তে অতিরিক্ত সৈন্য মোতায়েন করায় গোটা সীমান্তজুড়ে চরম উত্তেজনা দেখা দিয়েছে।

এ ঘটনাকে কেন্দ্র করে সীমান্তে বিএসএফের অসংখ্য সদস্য মোতায়েন করেছে ভারত। গোটা দহগ্রাম ইউনিয়ন সীমান্তে বিজিবিকেও সতর্ক অবস্থান নিতে দেখা গেছে।

এদিকে দহগ্রাম সীমান্তের শূন্যরেখায় আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন করে কাঁটাতারের বেড়া নির্মাণ করার ঘটনায় এখনো থমথমে অবস্থা বিরাজ বিরাজ করছে।

দহগ্রাম সীমান্তবর্তী এলাকার ইউপি সদস্য গোলাম রাব্বানী বলেন, বিএসএফ এর তৎপরতা রুখতে আমরা সদা প্রস্তুত রয়েছি। যে কোন পরিস্থিতিতে আমরা দেশ রক্ষার স্বার্থে ঝাপিয়ে পড়বো। বিজিবির উপর আমাদের আস্থা আছে, আমরা বিজিবির সাথে আছি।

বিজিবি ও সীমান্তের স্থানীয় সূত্র আরো জানায়, ভারতের কোচবিহার রাজ্যের ৬ রাণীনগর বিএসএফ ব্যাটালিয়নের করুণ ক্যাম্পের বিএসএফের সদস্যরা আন্তর্জাতিক সীমান্ত আইন না মেনে শূন্যরেখার দেড়শো গজের একদম শেষ অংশে কাঁটাতারের বেড়া স্থাপন করেছে।

সরেজমিনে দেখা যায়, সীমান্তের শূন্যরেখা বরাবর আধা কিলোমিটারে প্রায় তিন ফুট উঁচু কাঁটাতারের বেড়া স্থাপন করা হয়েছে।

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি), রংপুর ৫১ ব্যাটালিয়নের সহকারী পরিচালক (এডি) ওমর খসরু বলেন, সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণকে কেন্দ্র করে বিএসএফকে বাধা দেওয়া হয়েছিল। বেড়া উঠিয়ে নিতে হবে এ বিষয়ে বিএসএফকে জানিয়ে দেয়া হয়েছে।

Don't Miss
© all rights reserved
made with গণজমিন মিডিয়া লিমিটেড ২০২৪